কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
কেউ বলছে অশ্বত্থ গাছ, কেউ বট গাছ, আবার কেউ বলছেন কাঞ্চনা বাদী গাছ। যে যে নামেই চিনুক না কেন শতবর্ষী এ গাছ ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা কৌতূহল দেখা দিয়েছে। রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের রাইখালী বাজার সংলগ্ন শ্মশান ঘাটে এই গাছটির অবস্থান।
রহস্যময় এই গাছের বয়স নিয়েও নানা জনের নানা মত পাওয়া গেছে। স্থানীয় বয়োবৃদ্ধরা বলছেন, এই গাছের বয়স ৪০০ বছরের কাছাকাছি। তাঁরা বলছেন তাঁদের দাদুরাও ছোট বেলা তাদের এই গাছের গল্প শুনিয়েছিলেন।
কথা হয় (৮০ বছর বয়সী) রাইখালী বাজারের বাসিন্দা ভোলা প্রসাদ ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলেন, ‘ছোট বেলা থেকেই আমি এই গাছ দেখে আসছি। আমার বাবাও দেখেছেন এবং দাদুও নাকি এই গাছ দেখেছেন। ধারণা করা হচ্ছে প্রায় ৪০০ বছর হবে এই গাছের বয়স। ছোট বেলায় গাছটির পাশে যেতে ভয় করত। মনে হতো, গাছের মধ্যে কেউ লুকিয়ে আছে।’
কাপ্তাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাইখালীর বাসিন্দা দীপক কুমার ভট্টাচার্য জানান, গাছটিকে স্থানীয় বাসিন্দা নানা নামে ডাকেন। কেউ বলে বটগাছ, কেউ বলে অশ্বত্থ গাছ। তবে এই গাছটি রাইখালী বাজারকে কর্ণফুলী নদীর করাল গ্রাস হতে রক্ষা করে আসছেন শত বছর ধরে।
বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা রাইখালীর বাসিন্দা উইনুপ্রু মারমা বলেন, ‘রাতে এ গাছের পাশ দিয়ে যাওয়ার সময় হিম শীতল বাতাস অনুভব করতাম।’
বৃক্ষটির পাশের রাইখালীর বাসিন্দা (বর্তমানে লন্ডনপ্রবাসী) মাসাং মারমা গাছটি নিয়ে ফেসবুকে এক পোস্ট দেন। তিনি সেখানে লিখেন, ‘ছোট কালে গভীর রাতে জেলেদের মধুর কণ্ঠে বাঁশির সুর ভেসে আসত গাছের নিচে থেকে, অনেক ভালো লাগত।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন বলেন, ‘গাছটির বয়স প্রায় ৪০০ বছর হবে। একে প্রাচীন ঐতিহ্য বলা চলে। এত বড় বৃক্ষ এখন আর দেখা যায় না।’
কেউ বলছে অশ্বত্থ গাছ, কেউ বট গাছ, আবার কেউ বলছেন কাঞ্চনা বাদী গাছ। যে যে নামেই চিনুক না কেন শতবর্ষী এ গাছ ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা কৌতূহল দেখা দিয়েছে। রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের রাইখালী বাজার সংলগ্ন শ্মশান ঘাটে এই গাছটির অবস্থান।
রহস্যময় এই গাছের বয়স নিয়েও নানা জনের নানা মত পাওয়া গেছে। স্থানীয় বয়োবৃদ্ধরা বলছেন, এই গাছের বয়স ৪০০ বছরের কাছাকাছি। তাঁরা বলছেন তাঁদের দাদুরাও ছোট বেলা তাদের এই গাছের গল্প শুনিয়েছিলেন।
কথা হয় (৮০ বছর বয়সী) রাইখালী বাজারের বাসিন্দা ভোলা প্রসাদ ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলেন, ‘ছোট বেলা থেকেই আমি এই গাছ দেখে আসছি। আমার বাবাও দেখেছেন এবং দাদুও নাকি এই গাছ দেখেছেন। ধারণা করা হচ্ছে প্রায় ৪০০ বছর হবে এই গাছের বয়স। ছোট বেলায় গাছটির পাশে যেতে ভয় করত। মনে হতো, গাছের মধ্যে কেউ লুকিয়ে আছে।’
কাপ্তাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাইখালীর বাসিন্দা দীপক কুমার ভট্টাচার্য জানান, গাছটিকে স্থানীয় বাসিন্দা নানা নামে ডাকেন। কেউ বলে বটগাছ, কেউ বলে অশ্বত্থ গাছ। তবে এই গাছটি রাইখালী বাজারকে কর্ণফুলী নদীর করাল গ্রাস হতে রক্ষা করে আসছেন শত বছর ধরে।
বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা রাইখালীর বাসিন্দা উইনুপ্রু মারমা বলেন, ‘রাতে এ গাছের পাশ দিয়ে যাওয়ার সময় হিম শীতল বাতাস অনুভব করতাম।’
বৃক্ষটির পাশের রাইখালীর বাসিন্দা (বর্তমানে লন্ডনপ্রবাসী) মাসাং মারমা গাছটি নিয়ে ফেসবুকে এক পোস্ট দেন। তিনি সেখানে লিখেন, ‘ছোট কালে গভীর রাতে জেলেদের মধুর কণ্ঠে বাঁশির সুর ভেসে আসত গাছের নিচে থেকে, অনেক ভালো লাগত।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন বলেন, ‘গাছটির বয়স প্রায় ৪০০ বছর হবে। একে প্রাচীন ঐতিহ্য বলা চলে। এত বড় বৃক্ষ এখন আর দেখা যায় না।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে