Ajker Patrika

স্ট্যাম্প প্যাডে কালি না থাকায় বিড়ম্বনা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ১৮
স্ট্যাম্প প্যাডে কালি না থাকায় বিড়ম্বনা

নেত্রকোনা জেলার তিন উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে সরবরাহ করা স্ট্যাম্প প্যাডে কালি না থাকায় বিড়ম্বনায় পড়তে হয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ভোটারদের। অনেককে বাইরে থেকে কালি ও স্ট্যাম্প প্যাড সংগ্রহ করতে হয়েছে।

আটপাড়া উপজেলার সুনই ইউনিয়নের পিয়াজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মনসুরপুর আব্দুল হামিদ উচ্চবিদ্যালয় কেন্দ্র, স্বমুশিয়া ইউনিয়নের অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, সদর উপজেলার সিংহেরবাংলা ইউনিয়ন পরিষদ কার্যালয় ভোট কেন্দ্র, হাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা স্ট্যাম্প প্যাডগুলোতে পর্যাপ্ত কালি নেই। কোনো কোনোটির কালি একেবারেই শুকিয়ে গেছে। এ কারণে ব্যালট পেপারে সিল মারতে গিয়ে সমস্যায় পড়তে হয় ভোটারদের। কেউ কেউ সিল মারার পর দেখেন ব্যালট পেপারে সিলের কালি লাগেনি। তিনটি ভোট দিতে একজন ভোটারকে গোপন কক্ষ থেকে বেরিয়ে পোলিং কর্মকর্তার সামনে থেকে পরপর তিনবার কালি নিতে হয়েছে।

জানা গেছে, নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা এই স্ট্যাম্প প্যাডগুলো ইংরেজিতে ‘ফ্লাওয়ার’ নাম লেখা একটি কোম্পানির তৈরি। সদর উপজেলার চল্লিশা এবং লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের কেন্দ্রগুলো থেকেও একই অভিযোগ পাওয়া গেছে।

জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। জানার পর আমরা তাৎক্ষণিক প্রতিটি কেন্দ্রেই স্ট্যাম্প প্যাড এবং লিকুইড কালি পাঠিয়েছি। এখন আর সমস্যা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত