Ajker Patrika

মাল্টা চাষে পথ দেখালেন কসবার তাজুল ইসলাম

রুবেল আহমেদ, কসবা
মাল্টা চাষে পথ দেখালেন কসবার তাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাল্টা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। ধীরে ধীরে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে সবুজ সোনা খ্যাত বারি ১ ও ২ জাতের এই মাল্টা। প্রথমে সাইট্রাসজাতীয় এ ফল চাষে কৃষকের অনাগ্রহ থাকলেও বর্তমানে উপজেলা কৃষি কার্যালয়ের সহায়তায় চাষাবাদে জনপ্রিয়তা বেড়েছে এ ফলটির।

অধিক লাভজনক হওয়ায় উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন গোপীনাথপুর ও বায়েকে কয়েক বছর ধরে এই মাল্টা চাষে ঝুঁকেছেন কৃষক। আর সেই মাল্টা চাষে ভাগ্য বদল হয়েছে তাজুল ইসলাম নামে এক কৃষকের। উপজেলার রামপুর এলাকার কৃষক তাজুল ইসলামকে দেখে এখন অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন এই ফল চাষে।

কৃষি কার্যালয়ের তথ্য মতে, উপজেলার দুটি ইউনিয়ন এবং পৌর এলাকায় বেশ কয়েকজন কৃষক এ বছর ২৩ হেক্টর জমিতে মাল্টা চাষ করেছেন।

কৃষক তাজুল ইসলাম জানান, প্রায় পাঁচ বছর আগে উপজেলার বাড়াই গ্রামের এক কৃষকের করা মাল্টাবাগান দেখে পরের বছর ২০১৭ সালে কৃষি কার্যালয়ে যোগাযোগ করেন। প্রথমে নিজের দুই বিঘা জমিতে চাষ করেন সবুজ জাতের মাল্টা। এক বছর পর আরও দুই বিঘা জমিতে মাল্টার চাষ করেন। ওই বছর মাল্টা বিক্রি করে দেড় লাখ টাকার বেশি আয় করেন তাজুল ইসলাম। এর পরের বছর আরও ১৫০ শতাংশ জমিতে মাল্টার চারা রোপণ করেন তিনি। এক বছর পর থেকে মাল্টা বিক্রি শুরু করেন সেই বাগান থেকে। এর পর থেকে প্রতি বছর তাজুল ইসলামের প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা আয় হয়।

কৃষক তাজুল ইসলামকে দেখে এখন অনেকেই যোগাযোগ করছে বলে কৃষি কার্যালয় জানিয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলো পাহাড়ি ও উঁচু হওয়ার কারণে মাল্টাসহ এ-জাতীয় ফল চাষের উপযুক্ত। এ বছর ২৩ হেক্টর জমিতে চাষ হয়েছে এই বারি জাতের সবুজ মাল্টা। গত বছরের তুলনায় এ বছর ২ হেক্টর বেশি জমিতে মাল্টা চাষ বেড়েছে। এ বছর বাগানগুলোতে ভালো ফলন হয়েছে। লাভজনক ফসল হওয়ায় কৃষকের আগ্রহ দিন দিন বাড়ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত