বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের শুরু থেকেই প্রতিবাদী, শক্তিশালী আর তাৎপর্যপূর্ণ নারী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দক্ষিণ ভারতীয় মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভথু। শুধু অভিনয় নয়, সিনেমার ভাষা নিয়ে কথা বলেও দক্ষিণ ভারতের প্রতিবাদী অভিনেত্রী হিসেবে পরিচিতি মিলেছে।
বাবা পি বিনোদ কুমার কেরালার নামকরা আইনজীবী। অনেকে ভাবেন সাহসটা পারিবারিক সূত্রেই পেয়েছেন পার্বতী। সিনেমা থেকে বাদ পড়েন এমন ভয় তাঁকে কখনো ছোঁয়নি। মুখে কিছু আটকায় না বলে ঝামেলায়ও কম পড়েননি। তবু পুরুষতান্ত্রিক, লিঙ্গবৈষম্যমূলক, আগ্রাসী চরিত্রগুলোর বিরুদ্ধে সোচ্চার তিনি। সহশিল্পী হয়ে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রির বড় তারকা মামুত্তির সঙ্গে। মামুত্তির ছেলে দুলকার ভালো বন্ধু পার্বতীর। সেই মামুত্তিকেই খোলা চিঠি দিয়ে বলেছেন, ‘আপনার করা চরিত্রগুলো সমাজে প্রভাব ফেলে। এ ধরনের পুরুষতান্ত্রিক চরিত্রগুলো করে সমাজে নারীদের আরও কোণঠাসা করছেন আপনি।’
একই কারণে বিজয় দেবারাকোন্ডা অভিনীত ‘অর্জুন রেড্ডি’ সিনেমার তুমুল সমালোচনা করেন পার্বতী। যার কারণে সাইবার বুলিং, এমনকি মৃত্যুর হুমকিও শুনেছেন বিজয়ভক্তদের কাছে। তবে পার্বতীর তাতে থোড়াই কেয়ার। বলিউডের করণ জোহরকেও টুইট করে জানিয়েছেন, সিনেমায় নারী চরিত্রকে তিনি যথার্থভাবে দেখাচ্ছেন না।
নিজে যেমন নারীর অধিকার নিয়ে কথা বলেন, অভিনয়ও করেন তেমন সিনেমায়, অন্যদের উৎসাহ দেন এই ধরনের সিনেমা নির্মাণে। তিনি মনে করেন, ‘অভিনয় শুধু পয়সা উপার্জন নয়, সমাজ পরিবর্তনেরও মাধ্যম।’ তাই বড় বাজেটে পুতুল হয়ে নায়কের পাশে ঘোরাঘুরি না করে ছোট বাজেট হলেও সমাজে কী বার্তা দেয় তা দেখে সিনেমা করতে চান তিনি।
আট বছর অভিনয়ের পর সফলতা ধরা দেয় পার্বতীর কাছে। জনপ্রিয় মালয়ালম সিনেমা ‘বেঙ্গালুরু ডেজ’-এ হুইলচেয়ারে বসা ‘আরজে সারা’কে ভীষণ পছন্দ করেন দর্শক। পরের বছরই ‘চার্লি’তে ‘টেসা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হন এই অভিনেত্রী। ২০১৭ সালে ‘টেক অফ’ সিনেমার ‘সামিরা’ চরিত্রটিও দর্শকের হৃদয়ে গেঁথে যায়। অনেকের মতে, মালয়ালম সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী এখন তিনি। তাঁকে দেখা গেছে দক্ষিণ ভারতের ‘নোটবুক’, ‘মিলানা’, ‘পু’, ‘সিটি অব গড’, ‘মারিয়ান’, ‘উত্তমা ভিলেন’, ‘উয়ারে’, ‘ভাইরাস’ সিনেমাগুলোতেও। তবে বলিউড তাঁকে চেনে ‘কারিব কারিব সিঙ্গেল’ সিনেমায় ইরফান খানের নায়িকা হিসেবে।
ক্যারিয়ারের শুরু থেকেই প্রতিবাদী, শক্তিশালী আর তাৎপর্যপূর্ণ নারী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দক্ষিণ ভারতীয় মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভথু। শুধু অভিনয় নয়, সিনেমার ভাষা নিয়ে কথা বলেও দক্ষিণ ভারতের প্রতিবাদী অভিনেত্রী হিসেবে পরিচিতি মিলেছে।
বাবা পি বিনোদ কুমার কেরালার নামকরা আইনজীবী। অনেকে ভাবেন সাহসটা পারিবারিক সূত্রেই পেয়েছেন পার্বতী। সিনেমা থেকে বাদ পড়েন এমন ভয় তাঁকে কখনো ছোঁয়নি। মুখে কিছু আটকায় না বলে ঝামেলায়ও কম পড়েননি। তবু পুরুষতান্ত্রিক, লিঙ্গবৈষম্যমূলক, আগ্রাসী চরিত্রগুলোর বিরুদ্ধে সোচ্চার তিনি। সহশিল্পী হয়ে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রির বড় তারকা মামুত্তির সঙ্গে। মামুত্তির ছেলে দুলকার ভালো বন্ধু পার্বতীর। সেই মামুত্তিকেই খোলা চিঠি দিয়ে বলেছেন, ‘আপনার করা চরিত্রগুলো সমাজে প্রভাব ফেলে। এ ধরনের পুরুষতান্ত্রিক চরিত্রগুলো করে সমাজে নারীদের আরও কোণঠাসা করছেন আপনি।’
একই কারণে বিজয় দেবারাকোন্ডা অভিনীত ‘অর্জুন রেড্ডি’ সিনেমার তুমুল সমালোচনা করেন পার্বতী। যার কারণে সাইবার বুলিং, এমনকি মৃত্যুর হুমকিও শুনেছেন বিজয়ভক্তদের কাছে। তবে পার্বতীর তাতে থোড়াই কেয়ার। বলিউডের করণ জোহরকেও টুইট করে জানিয়েছেন, সিনেমায় নারী চরিত্রকে তিনি যথার্থভাবে দেখাচ্ছেন না।
নিজে যেমন নারীর অধিকার নিয়ে কথা বলেন, অভিনয়ও করেন তেমন সিনেমায়, অন্যদের উৎসাহ দেন এই ধরনের সিনেমা নির্মাণে। তিনি মনে করেন, ‘অভিনয় শুধু পয়সা উপার্জন নয়, সমাজ পরিবর্তনেরও মাধ্যম।’ তাই বড় বাজেটে পুতুল হয়ে নায়কের পাশে ঘোরাঘুরি না করে ছোট বাজেট হলেও সমাজে কী বার্তা দেয় তা দেখে সিনেমা করতে চান তিনি।
আট বছর অভিনয়ের পর সফলতা ধরা দেয় পার্বতীর কাছে। জনপ্রিয় মালয়ালম সিনেমা ‘বেঙ্গালুরু ডেজ’-এ হুইলচেয়ারে বসা ‘আরজে সারা’কে ভীষণ পছন্দ করেন দর্শক। পরের বছরই ‘চার্লি’তে ‘টেসা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় হন এই অভিনেত্রী। ২০১৭ সালে ‘টেক অফ’ সিনেমার ‘সামিরা’ চরিত্রটিও দর্শকের হৃদয়ে গেঁথে যায়। অনেকের মতে, মালয়ালম সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী এখন তিনি। তাঁকে দেখা গেছে দক্ষিণ ভারতের ‘নোটবুক’, ‘মিলানা’, ‘পু’, ‘সিটি অব গড’, ‘মারিয়ান’, ‘উত্তমা ভিলেন’, ‘উয়ারে’, ‘ভাইরাস’ সিনেমাগুলোতেও। তবে বলিউড তাঁকে চেনে ‘কারিব কারিব সিঙ্গেল’ সিনেমায় ইরফান খানের নায়িকা হিসেবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে