Ajker Patrika

পৌর আবর্জনায় নদীদূষণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
পৌর আবর্জনায় নদীদূষণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার জন্য নেই নির্দিষ্ট স্থান ও ডাম্পিং স্টেশন। তাই পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে পৌর সদরের প্রধান সড়কের পাশে ও তিতাস নদীতে। এতে দূষিত হচ্ছে তিতাসের পানি। তা ছাড়া এসব ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পৌর প্রশাসনের গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার জন্য পৌরসভার নিজস্ব কোনো জায়গা নেই। নেই কোনো ডাম্পিং স্টেশন। তাঁদের দাবি, তিতাসের দূষণ বন্ধ করতে এবং ময়লা-আবর্জনা ফেলার জন্য একটি সঠিক ব্যবস্থাপনা গড়ে তোলা হোক। অন্যদিকে পৌরসভা বলছে, পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ময়লা-আবর্জনা ফেলার জন্য ইতিমধ্যে ১৩ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে এবং ডাম্পিং প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই পৌরবাসী এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

পৌরসভার মাঝিকাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, ময়লা-আবর্জনা তিতাস নদীর পাড় ও নদীতে ফেলা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌরসভা কর্তৃপক্ষ এখানে আবর্জনা ফেলছে। তা ছাড়া বাজারের মাছ, মুরগির পচা নাড়িভুঁড়ি, নষ্ট সবজি, বাসাবাড়ির সব ধরনের আবর্জনা ফেলা হচ্ছে। এতে দূষিত হচ্ছে তিতাসের পানি। চারদিকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। বৃষ্টি এলে আবর্জনার পচা পানি পথচারীদের ভোগান্তি আরও বাড়িয়ে দেয়।

 নবীনগর পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে নবীনগর পৌরসভা খ শ্রেণি থেকে বর্তমানে ক শ্রেণিতে উন্নীত হয়েছে। ২০১৬ সালে নবীনগর পৌর এলাকার কনিকাড়া সেতুসংলগ্ন এলাকায় ময়লা-আবর্জনা ফেলার জন্য ৩৬৫ শতক জায়গা অধিগ্রহণ করা হয়। সেখানেই ডাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে। দ্রুত তা চালু হবে।

মাঝিকাড়া বাজারের ফার্নিচার ব্যবসায়ী জালাল উদ্দিন বলেন, ‘পৌরসভার ময়লা-আবর্জনার গন্ধে দোকানে বসে থাকতে পারছি না। আমার মতো সব ব্যবসায়ীর একই সমস্যা। পৌর মেয়র যদি দ্রুত এই ভাগাড় স্থানান্তর না করেন, আমাদের এখানে ব্যবসা করা খুবই কঠিন হবে।’

মাঝিকাড়া গ্রামের অটোরিকশাচালক রমজান মিয়া বলেন, ‘ময়লার গন্ধে পৌরসভার রাস্তায় অটোরিকশা চালাইতে পারি না। আমরা গরিব মানুষ, মুখ খুইল্লা মেয়র, কমিশনারের বিরুদ্ধে কোনো কথা কইবার পারি না। এই ময়লা সরানো খুবই দরকার। রাস্তার ময়লা নদীতে যায়। এতে নদীর পানিও দূষিত হচ্ছে। তাই নদীর পানিতে গোসল করে অনেকেরই বিভিন্ন ধরনের রোগ হইতাছে।’

নাম প্রকাশ না করার শর্তে নবীনগর খাদ্যগুদামের এক কর্মকর্তা বলেন, ‘আবর্জনার স্তূপের জন্য নদীর ঘাটে তীব্র দুর্গন্ধ। নৌকা থেকে গুদামে মালামাল আনা-নেওয়া করার সময় দুর্গন্ধে শ্রমিকেরা কাজ করতে পারেন না। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পৌর কর্তৃপক্ষকে জানিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে নবীনগর পৌরসভার মেয়র বলেন, পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ময়লা-আবর্জনা ফেলার জন্য ইতিমধ্যে ১৩ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে এবং ডাম্পিং প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই পৌরবাসী এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত