Ajker Patrika

হেঁটে নয়, বাইসাইকেলে স্কুলে যাবে শিক্ষার্থীরা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৫: ০৪
হেঁটে নয়, বাইসাইকেলে স্কুলে যাবে শিক্ষার্থীরা

যশোরের কেশবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের চত্বরে শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল পাওয়ায় দূরের বাড়ি থেকে তাদের আর কষ্ট করে হেঁটে বিদ্যালয়ে যেতে হবে না। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এসব শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়। একই দিনে পরিষদের হলরুমে ১৪০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ৬ লাখ ২২ হাজার টাকা উপবৃত্তি দেওয়া হয়।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা বিতরণ করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মাওলানা আব্দুল হালিম, হাবিবুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত