Ajker Patrika

পরিবেশ ভাবনায় বঙ্গবন্ধু বিষয়ক আলোচনা সভা

প্রতিনিধি, বরিশাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭: ০৭
পরিবেশ ভাবনায় বঙ্গবন্ধু বিষয়ক আলোচনা সভা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘পরিবেশ ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ববি কর্তৃপক্ষের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত রোববার রাতে সভাটি হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব। প্রধান আলোচক ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম, স্বাগত বক্তব্য দেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মনোয়ারা বেগম।

বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক এ. কিউ. এম. মাহবুব বলেন, ‘বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে আমৃত্যু কাজ করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভূমি ব্যবস্থাপনা, পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ পানি ও অব্যবহৃত জমিকে চাষাবাদের আওতায় আনায়নে কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল বাংলাদেশকে সমৃদ্ধিশালী দেশে পরিণত করা। আর সেই উদ্দেশ্য বাস্তবায়নে নিরলস কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

ববির মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে সভার সঞ্চালনা করেছেন প্রভাষক কাজী মো. জাহাঙ্গীর কবির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত