বিনোদন ডেস্ক
২০২১ সালে নেটফ্লিক্সের একটি সিরিজ বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল। কোরিয়ান ওই সিরিজ মুক্তি পাওয়ার পর সব রেকর্ড ভেঙে নেটফ্লিক্সে সবচেয়ে বেশিবার দেখা সিরিজের খেতাব নিজের করে নেয়। ওয়েব সিরিজটির নাম ‘স্কুইড গেম’। তিন বছর পর সম্প্রতি স্কুইড গেমের বিরুদ্ধে নকলের অভিযোগ এনেছেন ভারতীয় নির্মাতা সোহম শাহ। সোহমের দাবি, তাঁর নির্মিত ‘লাক’ সিনেমার গল্প টুকে স্কুইড গেম বানিয়েছেন কোরিয়ান নির্মাতা হোয়াং ডং-হিউক। তবে ভারতীয় নির্মাতার এ দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নেটফ্লিক্স।
স্কুইড গেম সিরিজের ঘটনা একটি খেলাকে কেন্দ্র করে। এতে ৪৫৬ জন প্রতিযোগী। গেমের শর্ত, ছয়টি ধাপ পার করতে হবে এবং জিতে গেলেই প্রতিযোগী পাবে বিপুল পরিমাণ টাকা। গেমগুলো খুব সাধারণ—মার্বেল খেলা, রেড লাইট-গ্রিন লাইট, দড়ি-টানাটানি ইত্যাদি। এই খেলায় যখন কেউ হেরে যাবে, সঙ্গে সঙ্গে সে প্রাণ হারাবে। প্রতিযোগীরা কোনোভাবেই খেলা বন্ধ করতে পারবে না। কেউ খেলা বন্ধ করলে তাকে হত্যা করা হবে। আর সঠিক সময়ে যারা খেলা শেষ করতে পারবে না, তাদের ভাগ্যেও রয়েছে মৃত্যু।
নির্মাতা সোহম শাহের দাবি, ২০০৯ সালেই লাক সিনেমায় এমন গল্প দেখিয়েছিলেন তিনি। লাক সিনেমায় দেখা যায়, মুসা নামের এক মাফিয়া কিছু মানুষকে বেছে নিয়ে তাদের ভাগ্যবদলের সুযোগ করে দেয়। তাদের ঢুকিয়ে দেয় এমন এক খেলায়, যে খেলায় জিতলে পাওয়া যাবে অনেক অর্থ, আর হারলে নিশ্চিত মৃত্যু। এতে অভিনয় করেন সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী, ইমরান খান, শ্রুতি হাসান প্রমুখ।
সোহম জানান, গল্পটি তিনি লিখেছিলেন ২০০৬ সালে। সিনেমাটি মুক্তির পর ভারতের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশে মুক্তি পায়।
অন্যদিকে, হোয়াং ডং-হিউক স্কুইড সিরিজের গল্প লেখেন ২০০৯ সালে, যে বছর লাক মুক্তি পায়। সোহমের আশঙ্কা, হোয়াং ডং-হিউক হয়তো লাক দেখেছেন এবং সেটার আদলে স্কুইড গেমের গল্প লিখেছেন। তাই নকলের অভিযোগ ও ক্ষতিপূরণের দাবি নিয়ে নেটফ্লিক্সের দ্বারস্থ হয়েছেন সোহম শাহ। তবে হিন্দুস্তান টাইমসকে এ বিষয়ে নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেছেন, ‘এ দাবির কোনো ভিত্তি নেই। স্কুইড গেম সম্পূর্ণ হোয়াং ডং-হিউকের সৃষ্টি। তাঁর পক্ষেই আমাদের অবস্থান অটল থাকবে।’
জানা গেছে, প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের পর নেটফ্লিক্স তৈরি করছে স্কুইড গেমের দ্বিতীয় সিজন। প্রথম সিজনের গল্প যেখানে শেষ হয়েছে, তার তিন বছর পরের গল্প দেখা যাবে দ্বিতীয় সিজনে। ‘স্কুইড গেম টু’র প্রিমিয়ার হবে আগামী ২৫ ডিসেম্বর।
২০২১ সালে নেটফ্লিক্সের একটি সিরিজ বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল। কোরিয়ান ওই সিরিজ মুক্তি পাওয়ার পর সব রেকর্ড ভেঙে নেটফ্লিক্সে সবচেয়ে বেশিবার দেখা সিরিজের খেতাব নিজের করে নেয়। ওয়েব সিরিজটির নাম ‘স্কুইড গেম’। তিন বছর পর সম্প্রতি স্কুইড গেমের বিরুদ্ধে নকলের অভিযোগ এনেছেন ভারতীয় নির্মাতা সোহম শাহ। সোহমের দাবি, তাঁর নির্মিত ‘লাক’ সিনেমার গল্প টুকে স্কুইড গেম বানিয়েছেন কোরিয়ান নির্মাতা হোয়াং ডং-হিউক। তবে ভারতীয় নির্মাতার এ দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নেটফ্লিক্স।
স্কুইড গেম সিরিজের ঘটনা একটি খেলাকে কেন্দ্র করে। এতে ৪৫৬ জন প্রতিযোগী। গেমের শর্ত, ছয়টি ধাপ পার করতে হবে এবং জিতে গেলেই প্রতিযোগী পাবে বিপুল পরিমাণ টাকা। গেমগুলো খুব সাধারণ—মার্বেল খেলা, রেড লাইট-গ্রিন লাইট, দড়ি-টানাটানি ইত্যাদি। এই খেলায় যখন কেউ হেরে যাবে, সঙ্গে সঙ্গে সে প্রাণ হারাবে। প্রতিযোগীরা কোনোভাবেই খেলা বন্ধ করতে পারবে না। কেউ খেলা বন্ধ করলে তাকে হত্যা করা হবে। আর সঠিক সময়ে যারা খেলা শেষ করতে পারবে না, তাদের ভাগ্যেও রয়েছে মৃত্যু।
নির্মাতা সোহম শাহের দাবি, ২০০৯ সালেই লাক সিনেমায় এমন গল্প দেখিয়েছিলেন তিনি। লাক সিনেমায় দেখা যায়, মুসা নামের এক মাফিয়া কিছু মানুষকে বেছে নিয়ে তাদের ভাগ্যবদলের সুযোগ করে দেয়। তাদের ঢুকিয়ে দেয় এমন এক খেলায়, যে খেলায় জিতলে পাওয়া যাবে অনেক অর্থ, আর হারলে নিশ্চিত মৃত্যু। এতে অভিনয় করেন সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী, ইমরান খান, শ্রুতি হাসান প্রমুখ।
সোহম জানান, গল্পটি তিনি লিখেছিলেন ২০০৬ সালে। সিনেমাটি মুক্তির পর ভারতের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশে মুক্তি পায়।
অন্যদিকে, হোয়াং ডং-হিউক স্কুইড সিরিজের গল্প লেখেন ২০০৯ সালে, যে বছর লাক মুক্তি পায়। সোহমের আশঙ্কা, হোয়াং ডং-হিউক হয়তো লাক দেখেছেন এবং সেটার আদলে স্কুইড গেমের গল্প লিখেছেন। তাই নকলের অভিযোগ ও ক্ষতিপূরণের দাবি নিয়ে নেটফ্লিক্সের দ্বারস্থ হয়েছেন সোহম শাহ। তবে হিন্দুস্তান টাইমসকে এ বিষয়ে নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেছেন, ‘এ দাবির কোনো ভিত্তি নেই। স্কুইড গেম সম্পূর্ণ হোয়াং ডং-হিউকের সৃষ্টি। তাঁর পক্ষেই আমাদের অবস্থান অটল থাকবে।’
জানা গেছে, প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের পর নেটফ্লিক্স তৈরি করছে স্কুইড গেমের দ্বিতীয় সিজন। প্রথম সিজনের গল্প যেখানে শেষ হয়েছে, তার তিন বছর পরের গল্প দেখা যাবে দ্বিতীয় সিজনে। ‘স্কুইড গেম টু’র প্রিমিয়ার হবে আগামী ২৫ ডিসেম্বর।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে