নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাখি দেখতে আমরা সবাই ভালোবাসি। কী সুন্দর রঙিন পালক! নীল আকাশে উড়ে বেড়ানোর সময় তাদের গায়ে লাগে সোনালি রোদ। তোমারও ইচ্ছে করে তেমন করে উড়তে? মানুষের পক্ষে আকাশে ওড়া সম্ভব না হলেও পাখিদের বিচিত্র গল্প শুনতে তোমার ভালো লাগবে।
বইমেলায় নতুন বই এসেছে পাখি নিয়ে। লিখেছেন আমাদের দেশের বরেণ্য পাখিবিশারদ ইনাম আল হক। বইটির নাম ‘রূপসী বাংলার পাখি’। ইনাম আল হক মানেই পাখির গল্প, পাখির সঙ্গে পরিবেশ আর তোমারও গল্প। বউ কথা কও, পাপিয়া, শালিক, দোয়েল, কোকিল, টিয়া, ঘুঘু, ময়না, শকুন, ইগল, ডাহুক, ময়ূর, শঙ্খচিল, বুলবুল, লক্ষ্মীপ্যাঁচা এই পাখিগুলো আমাদের কীভাবে উপকার করে, জানো?
যে মাছের রোগ হয় সেগুলোই ধরে ধরে খায় কুরা ইগল। তাই সুস্থ মাছের মধ্যে রোগ ছড়ায় না। মাছ ছাড়াও সাপ, ইঁদুর, গিরগিটি কিংবা ব্যাঙও খায় কুরা ঈগল।
গাছের ডালে কখনো হলুদ রঙের পাখি দেখেছ? কালো ও হলুদ রঙের পাখিটির নাম হলো বেনেবউ। এরা বর্ষাকালে ডাকে। দোয়েল পাখি তো অনেক দেখো, কখনো খেয়াল করেছ কি, এটা নিজেদের ডানা খুলে আবার বন্ধ করে একটা খেলা খেলে। এই খেলা তুমি দেখলে তুমিও মজা পাবে।
মেছো প্যাঁচা কত দিন বাঁচে? ৩০ বছর। জেনে মজা পাবে, এ পাখিটি যুগ যুগ ধরে একই জায়গায় থাকে। শ্যামা ঘুঘুর ঠোঁট টুকটুকে লাল। এই পাখি কিন্তু বাঁশঝাড় থেকেই খাবার পায়, বাঁশঝাড়ের খাবার ছাড়া তারা বাঁচতেও পারবে না।
বইটি প্রকাশ করেছে টুনটুনি প্রকাশন। দাম ৩০০ টাকা।
পাখি দেখতে আমরা সবাই ভালোবাসি। কী সুন্দর রঙিন পালক! নীল আকাশে উড়ে বেড়ানোর সময় তাদের গায়ে লাগে সোনালি রোদ। তোমারও ইচ্ছে করে তেমন করে উড়তে? মানুষের পক্ষে আকাশে ওড়া সম্ভব না হলেও পাখিদের বিচিত্র গল্প শুনতে তোমার ভালো লাগবে।
বইমেলায় নতুন বই এসেছে পাখি নিয়ে। লিখেছেন আমাদের দেশের বরেণ্য পাখিবিশারদ ইনাম আল হক। বইটির নাম ‘রূপসী বাংলার পাখি’। ইনাম আল হক মানেই পাখির গল্প, পাখির সঙ্গে পরিবেশ আর তোমারও গল্প। বউ কথা কও, পাপিয়া, শালিক, দোয়েল, কোকিল, টিয়া, ঘুঘু, ময়না, শকুন, ইগল, ডাহুক, ময়ূর, শঙ্খচিল, বুলবুল, লক্ষ্মীপ্যাঁচা এই পাখিগুলো আমাদের কীভাবে উপকার করে, জানো?
যে মাছের রোগ হয় সেগুলোই ধরে ধরে খায় কুরা ইগল। তাই সুস্থ মাছের মধ্যে রোগ ছড়ায় না। মাছ ছাড়াও সাপ, ইঁদুর, গিরগিটি কিংবা ব্যাঙও খায় কুরা ঈগল।
গাছের ডালে কখনো হলুদ রঙের পাখি দেখেছ? কালো ও হলুদ রঙের পাখিটির নাম হলো বেনেবউ। এরা বর্ষাকালে ডাকে। দোয়েল পাখি তো অনেক দেখো, কখনো খেয়াল করেছ কি, এটা নিজেদের ডানা খুলে আবার বন্ধ করে একটা খেলা খেলে। এই খেলা তুমি দেখলে তুমিও মজা পাবে।
মেছো প্যাঁচা কত দিন বাঁচে? ৩০ বছর। জেনে মজা পাবে, এ পাখিটি যুগ যুগ ধরে একই জায়গায় থাকে। শ্যামা ঘুঘুর ঠোঁট টুকটুকে লাল। এই পাখি কিন্তু বাঁশঝাড় থেকেই খাবার পায়, বাঁশঝাড়ের খাবার ছাড়া তারা বাঁচতেও পারবে না।
বইটি প্রকাশ করেছে টুনটুনি প্রকাশন। দাম ৩০০ টাকা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে