বোরহান জাবেদ, চট্টগ্রাম থেকে
নিজের সময়ের সেরা পেস বোলারদের একজন অ্যালান ডোনাল্ড। ৭২ টেস্টে ৩৩০ উইকেট নেওয়া প্রোটিয়া কিংবদন্তির চোখে-মুখে বাংলাদেশ পেস বোলিং বিভাগ নিয়ে মুগ্ধতা। গত দুই বছর তাঁর মতো আরও অনেকেরই কণ্ঠে প্রশংসা ঝরেছে বাংলাদেশ পেস বোলারদের নিয়ে। অথচ একটা সময় একাদশে দূরে থাক, ভালো মানের পেসার দিয়ে দল ঘোষণাই কঠিন ছিল। সে সময়টা আপাতত অতীতই বলা যায়।
গত মার্চে পেস বোলিং কোচ হিসেবে কাজ শুরু করা ডোনাল্ড শ্রীলঙ্কা সিরিজের আগে তাঁর শিষ্যদের নিয়ে আশার কথাই শুনিয়েছেন। একই সঙ্গে উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশের পেসারদের মানসিক শক্তির পরীক্ষার কথাও মনে করিয়ে দিয়েছেন ডোনাল্ড।
এটা ঠিক, উন্নতির সোপানে থাকলেও বাংলাদেশের পেস আক্রমণ খুব একটা অভিজ্ঞ নয়। চট্টগ্রাম টেস্টের দলে থাকা পেসারদের লাল বলের অভিজ্ঞতা সাকল্যে ২২ টেস্ট। এর মধ্যে অভিষেকের প্রহর গুনছেন রেজাউর রহমান রেজা আর শহীদুল ইসলাম। পেসারদের মধ্যে সর্বোচ্চ ১৪ টেস্ট খেলেছেন ইবাদত হোসেন। খালেদ আহমেদ আর শরীফুল ইসলামের সম্মিলিত অভিজ্ঞতা ৮ টেস্টের।
শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশের বড় ধাক্কা দলের সেরা পেসার তাসকিন আহমেদকে না পাওয়া। শক্তিশালী স্পিন বিভাগটা আচমকা দুর্বল হয়ে গেছে সাকিব আল হাসান করোনায় আক্রান্ত হওয়ায় এবং অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ চোটে পড়ায়। সাফল্য এনে দিতে বোলিং বিভাগের বড় ভরসা হতে পারেন পেসাররা। অনভিজ্ঞ হলেও পেসারদের নিয়ে আশাবাদী ডোনাল্ড। সাবেক প্রোটিয়া ফাস্ট বোলার পেস আক্রমণ দিয়ে কীভাবে সাফল্যের আলো খুঁজছেন, সেটি গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবিস্তারেই ব্যাখ্যা করেছেন, ‘নতুন বলে এখানে কিছুটা ফুলার লেংথে বোলিং করতে হবে। ৩০ ওভারের পর নিয়ন্ত্রিত বোলিংয়ে কতটা চাপ তৈরি করতে পারি, সেটা দেখতে হবে। এখানকার আবহাওয়া খুবই আর্দ্র। আদর্শ উপমহাদেশের কন্ডিশন। এই কন্ডিশন পেসারদের পরীক্ষা নেবে, এতে কোনো সন্দেহ নেই। মানসিক শক্তি, সৃষ্টিশীলতা ও শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ হবে।’
গতকালের অনুশীলনটা অবশ্য পুরোনো বলেই হয়েছে। নির্দিষ্ট সেশনে বল রিভার্স সুইংয়ের ওপর গুরুত্ব দিয়েছেন ডোনাল্ড। তবে এ ক্ষেত্রে পেসারদের ধৈর্যশীল হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। উপমহাদেশের কন্ডিশনে বোলিংয়ের মন্ত্র জপে দিয়েছেন ডোনাল্ড, ‘আমার অভিজ্ঞতা বলে, এ ধরনের উইকেটে নতুন বল খুব গুরুত্বপূর্ণ। গত কয়েক দিন এ বিষয়ে গুরুত্ব দিয়েছি। নতুন বলে আমাদের হট জোন খুঁজে নিতে হবে। লম্বা সময় ওই জোনে বোলিং করতে হবে। চোখধাঁধানো বল ইনসুইং, আউট সুইংয়ের পেছনে ছুটলে হবে না। প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।’
গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে শরীফুল ইসলামকে দেখে মুগ্ধ হয়েছিলেন ডোনাল্ড। তরুণ বাঁহাতি পেসারকে নিজের দেশে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই দেখেছিলেন সাবেক এ প্রোটিয়া পেসার। ডোনাল্ডকে গত কিছুদিনে চমকে দিয়েছেন ইবাদত হোসেন আর খালেদ আহমেদ। বলছিলেন, ‘আমার কাছে সবচেয়ে বড় চমক ছিল ইবাদত-খালেদ। তাদের টানা বোলিং করার ক্ষমতা আমাকে অবাক করেছে। ফাস্ট বোলিং হলো সাহস আর দৃঢ়চেতা মনোভাবের ব্যাপার। আমি কখনো টেস্টে দুই পেসার আর দুই স্পিনার দেখিনি। কিন্তু তারা (ইবাদত-খালেদ) যেভাবে পরিস্থিতি সামলেছে, বিশেষ করে ডারবান টেস্টে, ওটা দুর্দান্ত ছিল।’
নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার পর এবার ইবাদতদের ঘরের মাঠে জ্বলে ওঠার অপেক্ষা।
নিজের সময়ের সেরা পেস বোলারদের একজন অ্যালান ডোনাল্ড। ৭২ টেস্টে ৩৩০ উইকেট নেওয়া প্রোটিয়া কিংবদন্তির চোখে-মুখে বাংলাদেশ পেস বোলিং বিভাগ নিয়ে মুগ্ধতা। গত দুই বছর তাঁর মতো আরও অনেকেরই কণ্ঠে প্রশংসা ঝরেছে বাংলাদেশ পেস বোলারদের নিয়ে। অথচ একটা সময় একাদশে দূরে থাক, ভালো মানের পেসার দিয়ে দল ঘোষণাই কঠিন ছিল। সে সময়টা আপাতত অতীতই বলা যায়।
গত মার্চে পেস বোলিং কোচ হিসেবে কাজ শুরু করা ডোনাল্ড শ্রীলঙ্কা সিরিজের আগে তাঁর শিষ্যদের নিয়ে আশার কথাই শুনিয়েছেন। একই সঙ্গে উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশের পেসারদের মানসিক শক্তির পরীক্ষার কথাও মনে করিয়ে দিয়েছেন ডোনাল্ড।
এটা ঠিক, উন্নতির সোপানে থাকলেও বাংলাদেশের পেস আক্রমণ খুব একটা অভিজ্ঞ নয়। চট্টগ্রাম টেস্টের দলে থাকা পেসারদের লাল বলের অভিজ্ঞতা সাকল্যে ২২ টেস্ট। এর মধ্যে অভিষেকের প্রহর গুনছেন রেজাউর রহমান রেজা আর শহীদুল ইসলাম। পেসারদের মধ্যে সর্বোচ্চ ১৪ টেস্ট খেলেছেন ইবাদত হোসেন। খালেদ আহমেদ আর শরীফুল ইসলামের সম্মিলিত অভিজ্ঞতা ৮ টেস্টের।
শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশের বড় ধাক্কা দলের সেরা পেসার তাসকিন আহমেদকে না পাওয়া। শক্তিশালী স্পিন বিভাগটা আচমকা দুর্বল হয়ে গেছে সাকিব আল হাসান করোনায় আক্রান্ত হওয়ায় এবং অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ চোটে পড়ায়। সাফল্য এনে দিতে বোলিং বিভাগের বড় ভরসা হতে পারেন পেসাররা। অনভিজ্ঞ হলেও পেসারদের নিয়ে আশাবাদী ডোনাল্ড। সাবেক প্রোটিয়া ফাস্ট বোলার পেস আক্রমণ দিয়ে কীভাবে সাফল্যের আলো খুঁজছেন, সেটি গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবিস্তারেই ব্যাখ্যা করেছেন, ‘নতুন বলে এখানে কিছুটা ফুলার লেংথে বোলিং করতে হবে। ৩০ ওভারের পর নিয়ন্ত্রিত বোলিংয়ে কতটা চাপ তৈরি করতে পারি, সেটা দেখতে হবে। এখানকার আবহাওয়া খুবই আর্দ্র। আদর্শ উপমহাদেশের কন্ডিশন। এই কন্ডিশন পেসারদের পরীক্ষা নেবে, এতে কোনো সন্দেহ নেই। মানসিক শক্তি, সৃষ্টিশীলতা ও শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ হবে।’
গতকালের অনুশীলনটা অবশ্য পুরোনো বলেই হয়েছে। নির্দিষ্ট সেশনে বল রিভার্স সুইংয়ের ওপর গুরুত্ব দিয়েছেন ডোনাল্ড। তবে এ ক্ষেত্রে পেসারদের ধৈর্যশীল হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। উপমহাদেশের কন্ডিশনে বোলিংয়ের মন্ত্র জপে দিয়েছেন ডোনাল্ড, ‘আমার অভিজ্ঞতা বলে, এ ধরনের উইকেটে নতুন বল খুব গুরুত্বপূর্ণ। গত কয়েক দিন এ বিষয়ে গুরুত্ব দিয়েছি। নতুন বলে আমাদের হট জোন খুঁজে নিতে হবে। লম্বা সময় ওই জোনে বোলিং করতে হবে। চোখধাঁধানো বল ইনসুইং, আউট সুইংয়ের পেছনে ছুটলে হবে না। প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।’
গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে শরীফুল ইসলামকে দেখে মুগ্ধ হয়েছিলেন ডোনাল্ড। তরুণ বাঁহাতি পেসারকে নিজের দেশে ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই দেখেছিলেন সাবেক এ প্রোটিয়া পেসার। ডোনাল্ডকে গত কিছুদিনে চমকে দিয়েছেন ইবাদত হোসেন আর খালেদ আহমেদ। বলছিলেন, ‘আমার কাছে সবচেয়ে বড় চমক ছিল ইবাদত-খালেদ। তাদের টানা বোলিং করার ক্ষমতা আমাকে অবাক করেছে। ফাস্ট বোলিং হলো সাহস আর দৃঢ়চেতা মনোভাবের ব্যাপার। আমি কখনো টেস্টে দুই পেসার আর দুই স্পিনার দেখিনি। কিন্তু তারা (ইবাদত-খালেদ) যেভাবে পরিস্থিতি সামলেছে, বিশেষ করে ডারবান টেস্টে, ওটা দুর্দান্ত ছিল।’
নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার পর এবার ইবাদতদের ঘরের মাঠে জ্বলে ওঠার অপেক্ষা।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে