সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আজ (রোববার)। এসব ইউপিতে ইতিমধ্যে সব ধরনের প্রচারও শেষ হয়েছে। উপজেলায় এবার ৭৪টি ভোট কেন্দ্রের ৩৭২টি বুথে দুই লক্ষাধিক ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ২৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, যা মোট কেন্দ্রের ৩৫ ভাগ।
৮টি ইউপিতে ১৭ জন চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত সদস্য পদে ৭৮ এবং সাধারণ সদস্য পদে ২৯২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে চারটি ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এ ছাড়া ২ জন সংরক্ষিত সদস্য এবং ২ জন সাধারণ সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলার ৮টি ইউপির মধ্যে পিরোজপুরে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুম (নৌকা প্রতীক), সনমান্দী ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি জাহিদ হাসান জিন্নাহ (নৌকা প্রতীক), কাচঁপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন (নৌকা প্রতীক), বারদী ইউপিতে আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান বাবুল (নৌকা প্রতীক) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোটের মাঠে আওয়ামী লীগ, ইসলামি আন্দোলনের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের পরস্পর বিরোধী আক্রমণাত্মক বক্তব্যে উত্তপ্ত ভোটের মাঠ। সুষ্ঠুভাবে ভোটগ্রহণে প্রতিটি কেন্দ্রই গুরুত্বপূর্ণ বিবেচনায় অন্য নির্বাচনের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর-রহমান বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, প্রতিটি ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ফোর্স, ৩ প্লাটুন বিজিবি, র্যাব এবং ৭৬০ জন আনসার দায়িত্ব পালনে মাঠে রয়েছেন। নির্বাচনী ফল সংগ্রহে পুলিশের পক্ষ থেকে ৩টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
এদিকে ইউপি নির্বাচন উপলক্ষে গতকাল শনিবার সকালে পুলিশের উদ্যোগে পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আজ (রোববার)। এসব ইউপিতে ইতিমধ্যে সব ধরনের প্রচারও শেষ হয়েছে। উপজেলায় এবার ৭৪টি ভোট কেন্দ্রের ৩৭২টি বুথে দুই লক্ষাধিক ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ২৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, যা মোট কেন্দ্রের ৩৫ ভাগ।
৮টি ইউপিতে ১৭ জন চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত সদস্য পদে ৭৮ এবং সাধারণ সদস্য পদে ২৯২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে চারটি ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এ ছাড়া ২ জন সংরক্ষিত সদস্য এবং ২ জন সাধারণ সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলার ৮টি ইউপির মধ্যে পিরোজপুরে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুম (নৌকা প্রতীক), সনমান্দী ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি জাহিদ হাসান জিন্নাহ (নৌকা প্রতীক), কাচঁপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন (নৌকা প্রতীক), বারদী ইউপিতে আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান বাবুল (নৌকা প্রতীক) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোটের মাঠে আওয়ামী লীগ, ইসলামি আন্দোলনের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের পরস্পর বিরোধী আক্রমণাত্মক বক্তব্যে উত্তপ্ত ভোটের মাঠ। সুষ্ঠুভাবে ভোটগ্রহণে প্রতিটি কেন্দ্রই গুরুত্বপূর্ণ বিবেচনায় অন্য নির্বাচনের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর-রহমান বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, প্রতিটি ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ফোর্স, ৩ প্লাটুন বিজিবি, র্যাব এবং ৭৬০ জন আনসার দায়িত্ব পালনে মাঠে রয়েছেন। নির্বাচনী ফল সংগ্রহে পুলিশের পক্ষ থেকে ৩টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
এদিকে ইউপি নির্বাচন উপলক্ষে গতকাল শনিবার সকালে পুলিশের উদ্যোগে পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে