বিনোদন প্রতিবেদক, ঢাকা
মেয়েটি একটুও স্থির নয়। সারা দিন এ-পাড়া ও-পাড়া ঘোরে। সন্ধ্যাবেলায় বেরিয়ে যায়। ফেরে গভীর রাতে গেট টপকে। দুষ্টুমি, হাঙ্গামা—সবকিছুতেই এগিয়ে সে। মেয়েটির নাম মারিয়া। লোকে বলে টমবয়। এমন চরিত্র হয়ে টিভি নাটকে দেখা দেবেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী।
‘মারিয়া ওয়ান পিস’ নাটক দিয়ে গায়িকা থেকে নায়িকা হয়ে গেলেন পড়শী। নায়িকা তিনি আগেও হয়েছেন। শামীম আহমেদ রনীর পরিচালনায় ‘মেন্টাল’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অভিনয় করেছেন নাটকেও। তবে এবারই প্রথম কোনো নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করলেন পড়শী।
সম্প্রতি রাজধানীর উত্তরা ও ইস্কাটনে দুই দিন ধরে ‘মারিয়া ওয়ান পিস’ নাটকের শুটিং হয়েছে। এতে তাঁর নায়ক হয়েছেন কলকাতার অভিনেতা ঋষি কৌশিক। ‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টি কুটুম’, ‘মুখোশ মানুষ’-এর মতো সিরিয়াল দিয়ে পরিচিত তিনি। বাংলাদেশের কিছু নাটকেও অভিনয় করেছেন ঋষি।
নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, ‘পড়শীকে নিয়ে একটু চিন্তায় ছিলাম, কেমন অভিনয় করবেন! তবে প্রথম শট নেওয়ার পর থেকে আমার ধারণা বদলে যায়। পড়শীকে কোনোভাবেই পেশাদার অভিনেত্রীর চেয়ে কম মনে হয়নি। একটা দৃশ্য ছিল, রশি বেয়ে দোতলা থেকে নিচে নামতে হবে। সেটা করতে গিয়ে পড়শীর হাতে ফোসকা পড়ে যায়। তবুও ওই শটটি তিনি কয়েকবার দিয়েছেন। এতটাই ডেডিকেশন নিয়ে কাজ করেছেন।’
‘মারিয়া ওয়ান পিস’ নাটকটি আরটিভিতে প্রচারিত হবে এবারের ঈদে। এতে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মম শিউলি, মধু তালুকদার প্রমুখ। পড়শী বলেন, ‘অনেক দিন পর অভিনয় করলাম। কিছুটা টেনশন হচ্ছিল। কিন্তু সবার সহযোগিতায় কাজটি ভালোই হয়েছে।’
মেয়েটি একটুও স্থির নয়। সারা দিন এ-পাড়া ও-পাড়া ঘোরে। সন্ধ্যাবেলায় বেরিয়ে যায়। ফেরে গভীর রাতে গেট টপকে। দুষ্টুমি, হাঙ্গামা—সবকিছুতেই এগিয়ে সে। মেয়েটির নাম মারিয়া। লোকে বলে টমবয়। এমন চরিত্র হয়ে টিভি নাটকে দেখা দেবেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী।
‘মারিয়া ওয়ান পিস’ নাটক দিয়ে গায়িকা থেকে নায়িকা হয়ে গেলেন পড়শী। নায়িকা তিনি আগেও হয়েছেন। শামীম আহমেদ রনীর পরিচালনায় ‘মেন্টাল’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অভিনয় করেছেন নাটকেও। তবে এবারই প্রথম কোনো নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করলেন পড়শী।
সম্প্রতি রাজধানীর উত্তরা ও ইস্কাটনে দুই দিন ধরে ‘মারিয়া ওয়ান পিস’ নাটকের শুটিং হয়েছে। এতে তাঁর নায়ক হয়েছেন কলকাতার অভিনেতা ঋষি কৌশিক। ‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টি কুটুম’, ‘মুখোশ মানুষ’-এর মতো সিরিয়াল দিয়ে পরিচিত তিনি। বাংলাদেশের কিছু নাটকেও অভিনয় করেছেন ঋষি।
নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, ‘পড়শীকে নিয়ে একটু চিন্তায় ছিলাম, কেমন অভিনয় করবেন! তবে প্রথম শট নেওয়ার পর থেকে আমার ধারণা বদলে যায়। পড়শীকে কোনোভাবেই পেশাদার অভিনেত্রীর চেয়ে কম মনে হয়নি। একটা দৃশ্য ছিল, রশি বেয়ে দোতলা থেকে নিচে নামতে হবে। সেটা করতে গিয়ে পড়শীর হাতে ফোসকা পড়ে যায়। তবুও ওই শটটি তিনি কয়েকবার দিয়েছেন। এতটাই ডেডিকেশন নিয়ে কাজ করেছেন।’
‘মারিয়া ওয়ান পিস’ নাটকটি আরটিভিতে প্রচারিত হবে এবারের ঈদে। এতে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মম শিউলি, মধু তালুকদার প্রমুখ। পড়শী বলেন, ‘অনেক দিন পর অভিনয় করলাম। কিছুটা টেনশন হচ্ছিল। কিন্তু সবার সহযোগিতায় কাজটি ভালোই হয়েছে।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে