Ajker Patrika

কটিয়াদী ও হোসেনপুরে নৌকা পেলেন যাঁরা

কটিয়াদী ও বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১০: ৫০
কটিয়াদী ও হোসেনপুরে নৌকা পেলেন যাঁরা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কটিয়াদী ও হোসেন পুরে ক্ষমতাসীন আওয়ামী লীগ চেয়ারম্যান পদের দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। এর মধ্যে কটিয়াদীতে ৯টি ও হোসেনপুরে ৬টি ইউপি রয়েছে।

কটিয়াদীর ৯ ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন যারা পেয়েছেন তাঁরা হলেন, বনগ্রাম ইউপিতে মো. কামাল হোসেন মিলন, সহশ্রাম ধূলদিয়ায় মো. আবুল কাসেম আকন্দ, করগাঁওয়ে মো. বেলায়েত হোসেন বাদল, চান্দপুরে মাহফুজুর রহমান, মুমুরদিয়াতে তরিকুল ইসলাম টিটু, আচমিতায় একেএম. এম মুর্শেদ, মসূয়ায় মো. আল-আমিন আজাদ, লোহাজুরীতে মো. আতাহার উদ্দিন ভূঁইয়া রতন ও জালালপুর ইউপিতে আবদুল খালেক সরকার রাজু।

হোসেনপুরের ৬ ইউপিতে যাঁরা নৌকা প্রতীক পেলেন তাঁরা হলেন, জিনারী ইউপিতে আব্দুস সালাম, সিদলায় কামরুজ্জামান কাঞ্চন, গোবিন্দপুরে সাইদুর রহমান, আড়াইবাড়িয়ায় মুসলিম উদ্দিন, শাহেদলে শাহ্ মাহবুবুল হক ও পুমদী ইউপিতে আব্দুল কাইয়ুম।

তফসিল অনুযায়ী আগামী ২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়ন পত্র বাছাই হবে ২৯ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৬ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত