মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে শীতলপাটির সবচেয়ে বড় বাজার মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার। সারা দেশ থেকে এই বাজারে ব্যবসায়ীরা আসেন নানা রকম নকশা আর কারুকার্যশোভিত শীতলপাটি সংগ্রহে। সপ্তাহে প্রতি রোববার ও বৃহস্পতিবার ভোরে শুরু হয় এই বাজারের বিকিকিনি। চলে সকাল ৮টা পর্যন্ত। ইজারাদারের তথ্যমতে এ বাজারে শীতলপাটি বিক্রি হয় ১৫ লাখ টাকারও বেশি।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার নিম্নমধ্যবিত্ত পরিবারের নারীদের অন্যতম পেশা শীতলপাটি বোনা। বর্ষা মৌসুমে বাইরে গৃহস্থালি কাজের চাপ কম থাকায় নারীরা ব্যস্ত থাকেন শীতলপাটি বোনার কাজে। এর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় পাটিবেত। ৬ ফুট প্রস্থ এবং সাত ফুট দৈর্ঘ্যের একটি শীতলপাটি বুনতে সময় লাগে ৫ থেকে ৭ দিন। ভালো মানের একটি শীতলপাটি বিক্রি হয় ৯০০ থেকে ২ হাজার টাকায়।
বামনসুন্দর গ্রামের কহিনুর বেগম বলেন, পাটিপাতা সংগ্রহ করে প্রথমে পানিতে ভিজিয়ে রাখা হয়। এরপর আবরণ ছাড়িয়ে তোলা হয় দুই রকমের বেত। তারপর গরম পানিতে সেদ্ধ করে রং দিয়ে রাঙানো হয়। রোদে শুকানোর পর শুরু হয় পাটি বোনা। শীতলপাটিতে গাছগাছালি, পাখি, মসজিদ, হরিণ, বাঘ, ফুল, হাতি, ঘোড়ার আকৃতি দিয়েও বোনা হয়। তবে পরিশ্রমের তুলনায় শীতলপাটির দাম তেমন বাড়েনি বলে দাবি করেন শীতলপাটির এই শিল্পী।
মিঠাছড়া বাজারে শীতলপাটি বিক্রি করতে আসা উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাসিন্দা হোসনে আরা জানান, কারুকাজ করা একটি শীতলপাটি বুনতে কমপক্ষে ১৫ দিন লাগে। পাটিবেত ও রং কিনতে খরচ পড়ে ৫৫০ টাকার মতো। তিনি ২ হাজার ২০০ টাকায় দুটি শীতলপাটি বিক্রি করেছেন।
উপজেলার মিঠাছড়া বাজারে শীতলপাটি কিনতে আসা ব্যবসায়ী কবির হোসেন বলেন, মিঠাছড়া বাজারের শীতলপাটির মান খুবই ভালো। এই বাজারের শীতলপাটি দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। দেশে আসছে প্রচুর বৈদেশিক মুদ্রা।
মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম দিদার বলেন, মিরসরাইয়ের শীতলপাটির চাহিদা সারা দেশে রয়েছে। এখানকার পাটির গুণগত মান ভালো। দেশে-বিদেশে এই বাজারের শীতলপাটির সুনাম রয়েছে। শীতলপাটি বেচাকেনার জন্য মিঠাছড়া বাজারে একটি নতুন শেড নির্মাণ করবেন বলে জানান তিনি।
চট্টগ্রামে শীতলপাটির সবচেয়ে বড় বাজার মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার। সারা দেশ থেকে এই বাজারে ব্যবসায়ীরা আসেন নানা রকম নকশা আর কারুকার্যশোভিত শীতলপাটি সংগ্রহে। সপ্তাহে প্রতি রোববার ও বৃহস্পতিবার ভোরে শুরু হয় এই বাজারের বিকিকিনি। চলে সকাল ৮টা পর্যন্ত। ইজারাদারের তথ্যমতে এ বাজারে শীতলপাটি বিক্রি হয় ১৫ লাখ টাকারও বেশি।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার নিম্নমধ্যবিত্ত পরিবারের নারীদের অন্যতম পেশা শীতলপাটি বোনা। বর্ষা মৌসুমে বাইরে গৃহস্থালি কাজের চাপ কম থাকায় নারীরা ব্যস্ত থাকেন শীতলপাটি বোনার কাজে। এর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় পাটিবেত। ৬ ফুট প্রস্থ এবং সাত ফুট দৈর্ঘ্যের একটি শীতলপাটি বুনতে সময় লাগে ৫ থেকে ৭ দিন। ভালো মানের একটি শীতলপাটি বিক্রি হয় ৯০০ থেকে ২ হাজার টাকায়।
বামনসুন্দর গ্রামের কহিনুর বেগম বলেন, পাটিপাতা সংগ্রহ করে প্রথমে পানিতে ভিজিয়ে রাখা হয়। এরপর আবরণ ছাড়িয়ে তোলা হয় দুই রকমের বেত। তারপর গরম পানিতে সেদ্ধ করে রং দিয়ে রাঙানো হয়। রোদে শুকানোর পর শুরু হয় পাটি বোনা। শীতলপাটিতে গাছগাছালি, পাখি, মসজিদ, হরিণ, বাঘ, ফুল, হাতি, ঘোড়ার আকৃতি দিয়েও বোনা হয়। তবে পরিশ্রমের তুলনায় শীতলপাটির দাম তেমন বাড়েনি বলে দাবি করেন শীতলপাটির এই শিল্পী।
মিঠাছড়া বাজারে শীতলপাটি বিক্রি করতে আসা উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাসিন্দা হোসনে আরা জানান, কারুকাজ করা একটি শীতলপাটি বুনতে কমপক্ষে ১৫ দিন লাগে। পাটিবেত ও রং কিনতে খরচ পড়ে ৫৫০ টাকার মতো। তিনি ২ হাজার ২০০ টাকায় দুটি শীতলপাটি বিক্রি করেছেন।
উপজেলার মিঠাছড়া বাজারে শীতলপাটি কিনতে আসা ব্যবসায়ী কবির হোসেন বলেন, মিঠাছড়া বাজারের শীতলপাটির মান খুবই ভালো। এই বাজারের শীতলপাটি দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। দেশে আসছে প্রচুর বৈদেশিক মুদ্রা।
মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম দিদার বলেন, মিরসরাইয়ের শীতলপাটির চাহিদা সারা দেশে রয়েছে। এখানকার পাটির গুণগত মান ভালো। দেশে-বিদেশে এই বাজারের শীতলপাটির সুনাম রয়েছে। শীতলপাটি বেচাকেনার জন্য মিঠাছড়া বাজারে একটি নতুন শেড নির্মাণ করবেন বলে জানান তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৬ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪