মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে শীতলপাটির সবচেয়ে বড় বাজার মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার। সারা দেশ থেকে এই বাজারে ব্যবসায়ীরা আসেন নানা রকম নকশা আর কারুকার্যশোভিত শীতলপাটি সংগ্রহে। সপ্তাহে প্রতি রোববার ও বৃহস্পতিবার ভোরে শুরু হয় এই বাজারের বিকিকিনি। চলে সকাল ৮টা পর্যন্ত। ইজারাদারের তথ্যমতে এ বাজারে শীতলপাটি বিক্রি হয় ১৫ লাখ টাকারও বেশি।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার নিম্নমধ্যবিত্ত পরিবারের নারীদের অন্যতম পেশা শীতলপাটি বোনা। বর্ষা মৌসুমে বাইরে গৃহস্থালি কাজের চাপ কম থাকায় নারীরা ব্যস্ত থাকেন শীতলপাটি বোনার কাজে। এর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় পাটিবেত। ৬ ফুট প্রস্থ এবং সাত ফুট দৈর্ঘ্যের একটি শীতলপাটি বুনতে সময় লাগে ৫ থেকে ৭ দিন। ভালো মানের একটি শীতলপাটি বিক্রি হয় ৯০০ থেকে ২ হাজার টাকায়।
বামনসুন্দর গ্রামের কহিনুর বেগম বলেন, পাটিপাতা সংগ্রহ করে প্রথমে পানিতে ভিজিয়ে রাখা হয়। এরপর আবরণ ছাড়িয়ে তোলা হয় দুই রকমের বেত। তারপর গরম পানিতে সেদ্ধ করে রং দিয়ে রাঙানো হয়। রোদে শুকানোর পর শুরু হয় পাটি বোনা। শীতলপাটিতে গাছগাছালি, পাখি, মসজিদ, হরিণ, বাঘ, ফুল, হাতি, ঘোড়ার আকৃতি দিয়েও বোনা হয়। তবে পরিশ্রমের তুলনায় শীতলপাটির দাম তেমন বাড়েনি বলে দাবি করেন শীতলপাটির এই শিল্পী।
মিঠাছড়া বাজারে শীতলপাটি বিক্রি করতে আসা উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাসিন্দা হোসনে আরা জানান, কারুকাজ করা একটি শীতলপাটি বুনতে কমপক্ষে ১৫ দিন লাগে। পাটিবেত ও রং কিনতে খরচ পড়ে ৫৫০ টাকার মতো। তিনি ২ হাজার ২০০ টাকায় দুটি শীতলপাটি বিক্রি করেছেন।
উপজেলার মিঠাছড়া বাজারে শীতলপাটি কিনতে আসা ব্যবসায়ী কবির হোসেন বলেন, মিঠাছড়া বাজারের শীতলপাটির মান খুবই ভালো। এই বাজারের শীতলপাটি দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। দেশে আসছে প্রচুর বৈদেশিক মুদ্রা।
মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম দিদার বলেন, মিরসরাইয়ের শীতলপাটির চাহিদা সারা দেশে রয়েছে। এখানকার পাটির গুণগত মান ভালো। দেশে-বিদেশে এই বাজারের শীতলপাটির সুনাম রয়েছে। শীতলপাটি বেচাকেনার জন্য মিঠাছড়া বাজারে একটি নতুন শেড নির্মাণ করবেন বলে জানান তিনি।
চট্টগ্রামে শীতলপাটির সবচেয়ে বড় বাজার মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার। সারা দেশ থেকে এই বাজারে ব্যবসায়ীরা আসেন নানা রকম নকশা আর কারুকার্যশোভিত শীতলপাটি সংগ্রহে। সপ্তাহে প্রতি রোববার ও বৃহস্পতিবার ভোরে শুরু হয় এই বাজারের বিকিকিনি। চলে সকাল ৮টা পর্যন্ত। ইজারাদারের তথ্যমতে এ বাজারে শীতলপাটি বিক্রি হয় ১৫ লাখ টাকারও বেশি।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার নিম্নমধ্যবিত্ত পরিবারের নারীদের অন্যতম পেশা শীতলপাটি বোনা। বর্ষা মৌসুমে বাইরে গৃহস্থালি কাজের চাপ কম থাকায় নারীরা ব্যস্ত থাকেন শীতলপাটি বোনার কাজে। এর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় পাটিবেত। ৬ ফুট প্রস্থ এবং সাত ফুট দৈর্ঘ্যের একটি শীতলপাটি বুনতে সময় লাগে ৫ থেকে ৭ দিন। ভালো মানের একটি শীতলপাটি বিক্রি হয় ৯০০ থেকে ২ হাজার টাকায়।
বামনসুন্দর গ্রামের কহিনুর বেগম বলেন, পাটিপাতা সংগ্রহ করে প্রথমে পানিতে ভিজিয়ে রাখা হয়। এরপর আবরণ ছাড়িয়ে তোলা হয় দুই রকমের বেত। তারপর গরম পানিতে সেদ্ধ করে রং দিয়ে রাঙানো হয়। রোদে শুকানোর পর শুরু হয় পাটি বোনা। শীতলপাটিতে গাছগাছালি, পাখি, মসজিদ, হরিণ, বাঘ, ফুল, হাতি, ঘোড়ার আকৃতি দিয়েও বোনা হয়। তবে পরিশ্রমের তুলনায় শীতলপাটির দাম তেমন বাড়েনি বলে দাবি করেন শীতলপাটির এই শিল্পী।
মিঠাছড়া বাজারে শীতলপাটি বিক্রি করতে আসা উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাসিন্দা হোসনে আরা জানান, কারুকাজ করা একটি শীতলপাটি বুনতে কমপক্ষে ১৫ দিন লাগে। পাটিবেত ও রং কিনতে খরচ পড়ে ৫৫০ টাকার মতো। তিনি ২ হাজার ২০০ টাকায় দুটি শীতলপাটি বিক্রি করেছেন।
উপজেলার মিঠাছড়া বাজারে শীতলপাটি কিনতে আসা ব্যবসায়ী কবির হোসেন বলেন, মিঠাছড়া বাজারের শীতলপাটির মান খুবই ভালো। এই বাজারের শীতলপাটি দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। দেশে আসছে প্রচুর বৈদেশিক মুদ্রা।
মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম দিদার বলেন, মিরসরাইয়ের শীতলপাটির চাহিদা সারা দেশে রয়েছে। এখানকার পাটির গুণগত মান ভালো। দেশে-বিদেশে এই বাজারের শীতলপাটির সুনাম রয়েছে। শীতলপাটি বেচাকেনার জন্য মিঠাছড়া বাজারে একটি নতুন শেড নির্মাণ করবেন বলে জানান তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে