Ajker Patrika

পোলট্রি খাবারের দাম বেশি, হতাশ খামারিরা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০: ১৯
পোলট্রি খাবারের দাম বেশি, হতাশ খামারিরা

পোলট্রি খাবারসহ আনুষঙ্গিক উপকরণের দাম বাড়ায় অস্তিত্ব সংকটে ভুগছে পোলট্রির (মুরগি) খামারিরা। ইতিমধ্যে পুঁজির অভাবে বন্ধ হয়ে গেছে অনেক পোলট্রি খামার।

সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরার পোলট্রি খামারি যুবলীগ নেতা কাজী নজরুল ইসলাম হিল্লোল বলেন, দফায় দফায় পোলট্রি খাবারসহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় অনেকেই চোখে অন্ধকার দেখছেন। তার ৩টি মুরগির খামারে মোট ৫ হাজার মুরগি আছে। এর মধ্যে ২ হাজার মুরগি ডিম দেয়, বাকি ৩ হাজার সোনালি।

তিনি জানান, রানীক্ষেত ও শীতজনিত রোগে বেশিরভাগ সময় মুরগি মারা যায়। ফলে লোকসানের পাল্লা দিন দিন ভারী হচ্ছে। তা ছাড়া ব্যাংক আমাদের ঋণ দিতে চায় না। সব মিলিয়ে এ ব্যবসা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে বলে দাবি করেন তিনি।

এদিকে দুই বছর আগে ব্রয়লার মুরগির প্রতিটি বাচ্চা ২০–২৫ টাকা ও লেয়ার বাচ্চা ৩৫ টাকায় পাওয়া যেত। কিন্তু লেয়ার ও ব্রয়লার বাচ্চার দাম দফায় দফায় বেড়ে দাঁড়ায় যথাক্রমে ৬৫ ও ৫৫ টাকায়। জেলার কোনো কোনো স্থানে এর চেয়েও বেশি দামে বাচ্চা বিক্রি হচ্ছে। এ ছাড়া পোলট্রি খাবারের দামও বেড়েছে অস্বাভাবিক হারে। আগে এক কেজি খাবার ১৫–২০ টাকায় পাওয়া গেলেও এখন খামার মালিকদের তা কিনতে হচ্ছে ২৫–৩০ টাকায়। রেনামাইসিনসহ মুরগি পালনের সকল ওষুধ পত্রের দামও অনেক বেড়েছে।

পাটকেলঘাটার আমতলা ডাঙ্গাগ্রামের পোলট্রি খামারি সেলিম সরদার জানান, ৫৫ টাকা দিয়ে একটি ব্রয়লারের বাচ্চা কিনে তা এক কেজি ওজন স্তরে নিয়ে যেতে খরচ পড়ে প্রায় ৯০–৯৫ টাকা। অথচ বাজারে তা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এতে করে লোকসান গুণতে হচ্ছে খামারিদের। ক্ষুদ্র ও মাঝারি খামার মালিকেরা বলেছেন, বর্ধিত মূল্যে উপকরণ সংগ্রহ করে মুরগি পালনের পর তা বিক্রি করে পুঁজি বাঁচানো দায় হয়ে পড়ে।

এ ব্যাপারে উপজেলা পশু কর্মকর্তা সঞ্জয় সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি প্রশিক্ষণে থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত