সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
বৈদ্যুতিক তার চুরি হওয়ায় নীলফামারীর সৈয়দপুরের ১০০ শয্যা হাসপাতাল অন্ধকারে রয়েছে। মোমবাতি জ্বালিয়ে চিকিৎসাসেবা কার্যক্রম চলছে জরুরি ও বহির্বিভাগে।
গত শুক্রবার রাত ৮টার পর তার চুরি হয়। এরপর থেকে পুরো হাসপাতাল অন্ধকারে। গতকাল শনিবার কোনো কোনো চিকিৎসক অন্ধকারের কারণে বেলা ১১টার আগেই রোগী দেখা বন্ধ করে চলে যান। এতে রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাওয়া যাচ্ছে না কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ।
এ নিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেছেন রোগীর স্বজনেরা। তাঁরা জানান, প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। এর আগে মেশিনের তার চুরি হওয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এক্স-রে কার্যক্রম। আর বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটল চতুর্থবারের মতো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভৌগোলিক কারণে সৈয়দপুর হাসপাতালটি এ অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এ উপজেলা ছাড়াও দিনাজপুরের চিরিরবন্দর, রংপুরের তারাগঞ্জের রোগীরাও চিকিৎসাসেবা নিতে আসেন এখানে।
কয়েকজন রোগী বলেন, শুক্রবার পুরো রাত অন্ধকারে কেটেছে। এখানে শুধু বৈদ্যুতিক তার চুরিই নয়, তাঁদের মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্রও চুরি হচ্ছে হরহামেশা।
গাইনি বিভাগে চিকিৎসাধীন আতিয়া পারভীন বলেন, জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে শুক্রবার বিকেলে এখানে ভর্তি করান। কিন্তু এই গরমে বিদ্যুৎ না থাকায় সারা রাত কষ্টে কেটেছে।
গতকাল দুপুরে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেন বলেন, ‘এতগুলো টাকা ভ্যানভাড়া দিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এলাম। কিন্তু এসে শুনি বিদ্যুৎ না থাকায় হাসপাতাল অন্ধকার। তাই আজ চিকিৎসকেরা রোগী দেখছেন না। চিকিৎসাসেবা না পেয়েই বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছি।’
রবিউল ইসলাম নামের এক রোগী জানান, হাত কেটে যাওয়ায় তিনি জরুরি বিভাগে আসেন। সেখানে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে তাঁকে সেলাই দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহায়মেনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বৈদ্যুতিক সার্ভিস তার চুরি হওয়ায় গতকাল (শুক্রবার) রাত থেকে পুরো হাসপাতাল অন্ধকারে রয়েছে। চুরির বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। বিষয়টি বিদ্যুৎ বিতরণ বিভাগকেও জানানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত বিদ্যুৎ সচল হবে।’
তবে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ চুরির বিষয়ে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বৈদ্যুতিক তার চুরি হওয়ায় নীলফামারীর সৈয়দপুরের ১০০ শয্যা হাসপাতাল অন্ধকারে রয়েছে। মোমবাতি জ্বালিয়ে চিকিৎসাসেবা কার্যক্রম চলছে জরুরি ও বহির্বিভাগে।
গত শুক্রবার রাত ৮টার পর তার চুরি হয়। এরপর থেকে পুরো হাসপাতাল অন্ধকারে। গতকাল শনিবার কোনো কোনো চিকিৎসক অন্ধকারের কারণে বেলা ১১টার আগেই রোগী দেখা বন্ধ করে চলে যান। এতে রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাওয়া যাচ্ছে না কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ।
এ নিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেছেন রোগীর স্বজনেরা। তাঁরা জানান, প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। এর আগে মেশিনের তার চুরি হওয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এক্স-রে কার্যক্রম। আর বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটল চতুর্থবারের মতো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভৌগোলিক কারণে সৈয়দপুর হাসপাতালটি এ অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এ উপজেলা ছাড়াও দিনাজপুরের চিরিরবন্দর, রংপুরের তারাগঞ্জের রোগীরাও চিকিৎসাসেবা নিতে আসেন এখানে।
কয়েকজন রোগী বলেন, শুক্রবার পুরো রাত অন্ধকারে কেটেছে। এখানে শুধু বৈদ্যুতিক তার চুরিই নয়, তাঁদের মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্রও চুরি হচ্ছে হরহামেশা।
গাইনি বিভাগে চিকিৎসাধীন আতিয়া পারভীন বলেন, জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে শুক্রবার বিকেলে এখানে ভর্তি করান। কিন্তু এই গরমে বিদ্যুৎ না থাকায় সারা রাত কষ্টে কেটেছে।
গতকাল দুপুরে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেন বলেন, ‘এতগুলো টাকা ভ্যানভাড়া দিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এলাম। কিন্তু এসে শুনি বিদ্যুৎ না থাকায় হাসপাতাল অন্ধকার। তাই আজ চিকিৎসকেরা রোগী দেখছেন না। চিকিৎসাসেবা না পেয়েই বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছি।’
রবিউল ইসলাম নামের এক রোগী জানান, হাত কেটে যাওয়ায় তিনি জরুরি বিভাগে আসেন। সেখানে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে তাঁকে সেলাই দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহায়মেনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বৈদ্যুতিক সার্ভিস তার চুরি হওয়ায় গতকাল (শুক্রবার) রাত থেকে পুরো হাসপাতাল অন্ধকারে রয়েছে। চুরির বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। বিষয়টি বিদ্যুৎ বিতরণ বিভাগকেও জানানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত বিদ্যুৎ সচল হবে।’
তবে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ চুরির বিষয়ে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে