আজকের পত্রিকা ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে বড়দিন। গত শুক্রবার দিবাগত রাত ১২টায় কেক কেটে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। গতকাল শনিবার সকাল থেকে ধর্মীয় প্রার্থনাসহ নানা উৎসবে মেতে ওঠে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। এ দিন আরাধনা, বাইবেল পাঠ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদ্যাপন করা হয়।
বান্দরবান প্রতিনিধি জানান, বড় দিনকে ঘিরে গতকাল সকাল থেকে জেলা সদরে ব্যাপটিস্ট গির্জা ও ফাতিমা রাণী ক্যাথলিক গির্জায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে সবাই যিশুর আরাধনায় সমবেত সংগীতানুষ্ঠানে মিলিত হন। এ সময় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা সমবেত সংগীতের মধ্য দিয়ে যিশুর বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। প্রার্থনা প্রদান করেন বান্দরবান ফাতিমা রানী ক্যাথলিক গির্জার পাল-পুরোহিত ফাদার বিনয় সেবাস্টিয়ান গোমেজ।
ফাদার বিনয় সেবাস্টিয়ান জানান, শনিবার সকাল থেকেই খ্রিষ্টান ধর্মাবলম্বী শিশু, নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনার মিলিত হয়ে আগামী দিনের অনাগত সুখের জন্য বিশেষ প্রার্থনা করেন।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, জেলার ৬১ গির্জা ও চার্চ ছাড়াও খ্রিষ্টান পল্লিতে উৎসবের আমেজ চলছে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের আনন্দ শুরু করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।
নাতাশা ত্রিপুরা, সোহেলি ত্রিপুরা বলেন, বড়দিন উদ্যাপনের জন্য তাঁরা গত ১৫ দিন ধরে বিভিন্ন প্রস্তুতি নিয়েছেন। সকালে চার্চে এসে প্রার্থনা করেছেন। বন্ধুরা মিলে উৎসবে অংশ নিয়েছেন। দুপুরে প্রতিটি চার্চে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে।
রাজস্থলী প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বড় কুক্যাছড়ি পাড়া গির্জা ও সেভেন ডে’র ফাদার উক্যচিং খিয়াংয়ের নেতৃত্বে যিশুখ্রিষ্টের জন্মদিন বড়দিন পালন করা হয়েছে। এ সময় গির্জা কমিটির সভাপতি শৈহ্লাঅং খিয়াং, সেক্রেটারি অজয় খিয়াং সহ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গ্রামবাসী উপস্থিত ছিলেন। উপজেলা অন্য ৩০টি গির্জায় একই ভাবে বড় দিনের উৎসব পালন করছে।
কাপ্তাই প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের আয়োজনে গতকাল সকালে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাবে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি সাংসদ দীপংকর তালুকদারসহ আমন্ত্রিত অতিথিরা কেকে কেটে অনুষ্ঠানের সূচনা করেন। এতে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় এতে অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, সংগঠনের উপজেলা সহসভাপতি বিদর্শন বড়ুয়া, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল প্রমুখ।
পার্বত্য চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে বড়দিন। গত শুক্রবার দিবাগত রাত ১২টায় কেক কেটে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। গতকাল শনিবার সকাল থেকে ধর্মীয় প্রার্থনাসহ নানা উৎসবে মেতে ওঠে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। এ দিন আরাধনা, বাইবেল পাঠ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদ্যাপন করা হয়।
বান্দরবান প্রতিনিধি জানান, বড় দিনকে ঘিরে গতকাল সকাল থেকে জেলা সদরে ব্যাপটিস্ট গির্জা ও ফাতিমা রাণী ক্যাথলিক গির্জায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে সবাই যিশুর আরাধনায় সমবেত সংগীতানুষ্ঠানে মিলিত হন। এ সময় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা সমবেত সংগীতের মধ্য দিয়ে যিশুর বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। প্রার্থনা প্রদান করেন বান্দরবান ফাতিমা রানী ক্যাথলিক গির্জার পাল-পুরোহিত ফাদার বিনয় সেবাস্টিয়ান গোমেজ।
ফাদার বিনয় সেবাস্টিয়ান জানান, শনিবার সকাল থেকেই খ্রিষ্টান ধর্মাবলম্বী শিশু, নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনার মিলিত হয়ে আগামী দিনের অনাগত সুখের জন্য বিশেষ প্রার্থনা করেন।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, জেলার ৬১ গির্জা ও চার্চ ছাড়াও খ্রিষ্টান পল্লিতে উৎসবের আমেজ চলছে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের আনন্দ শুরু করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।
নাতাশা ত্রিপুরা, সোহেলি ত্রিপুরা বলেন, বড়দিন উদ্যাপনের জন্য তাঁরা গত ১৫ দিন ধরে বিভিন্ন প্রস্তুতি নিয়েছেন। সকালে চার্চে এসে প্রার্থনা করেছেন। বন্ধুরা মিলে উৎসবে অংশ নিয়েছেন। দুপুরে প্রতিটি চার্চে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে।
রাজস্থলী প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বড় কুক্যাছড়ি পাড়া গির্জা ও সেভেন ডে’র ফাদার উক্যচিং খিয়াংয়ের নেতৃত্বে যিশুখ্রিষ্টের জন্মদিন বড়দিন পালন করা হয়েছে। এ সময় গির্জা কমিটির সভাপতি শৈহ্লাঅং খিয়াং, সেক্রেটারি অজয় খিয়াং সহ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গ্রামবাসী উপস্থিত ছিলেন। উপজেলা অন্য ৩০টি গির্জায় একই ভাবে বড় দিনের উৎসব পালন করছে।
কাপ্তাই প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের আয়োজনে গতকাল সকালে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাবে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি সাংসদ দীপংকর তালুকদারসহ আমন্ত্রিত অতিথিরা কেকে কেটে অনুষ্ঠানের সূচনা করেন। এতে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় এতে অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, সংগঠনের উপজেলা সহসভাপতি বিদর্শন বড়ুয়া, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে