Ajker Patrika

প্রতীক নিয়ে দেবর ভাবির মধ্যে লটারি

কুমিল্লা প্রতিনিধি
প্রতীক নিয়ে দেবর ভাবির মধ্যে লটারি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। যেসব প্রতীক একাধিক প্রার্থীর পছন্দের তালিকায় ছিল সে ক্ষেত্রে লটারি করে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 
কুসিকের ১৭ নম্বর ওয়ার্ডে দেবর ও ভাবির পছন্দের তালিকায় ছিল ঘুড়ি প্রতীক। বরাদ্দ দেওয়ার আগে নির্বাচন কর্মকর্তারা দেবর-ভাবিকে সমন্বয় করে আসতে বলেন। কিন্তু তাঁরা সমঝোতায় আসতে না পারায় নির্বাচন কর্মকর্তা লটারির সিদ্ধান্ত নেন। ঘুড়ি প্রতীক নিয়ে লটারি হয় ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহনাজ সোহেল রুনা ও তাঁর দেবর সৈয়দ রুমনের মধ্যে। পরে লটারির মাধ্যমে শাহনাজ সোহেল রুনা ঘুড়ি প্রতীক পান। সৈয়দ রুমন পান টিফিন ক্যারিয়ার। 
শাহনাজ সোহেল রুনা বলেন, ‘আমার স্বামী সাবেক কাউন্সিলর প্রয়াত সৈয়দ সোহেলের প্রতীক ছিল ঘুড়ি। আমারও পছন্দের তালিকায় ঘুড়ি প্রতীক ছিল। আমার দেবর রুমনও এই প্রতীক দাবি করেন। পরে লটারির মাধ্যমে ঘুড়ি প্রতীক পেয়েছি।’ 
সৈয়দ রুমন বলেন, ‘লটারিতে যে প্রতীক পেয়েছি সেটিই আমার ভাগ্যে ছিল। এতে আমি খুশি।’ 
উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর বিকেলে নগরীর পাথুরিয়াপাড়া এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে অবস্থানকালে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করেন মুখোশ পরা সন্ত্রাসীরা। এবার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ছেন নিহত সোহেলের স্ত্রী রুনা ও ভাই সৈয়দ রুমন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত