স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হাবিপ্রবির কর্মসূচি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ০৬: ৩৭
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৫

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন মাসব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামানের সভাপতিত্বে জাতীয় দিবস উদ্‌যাপন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আজ বুধবার মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো সংবলিত ফেস্টুন-ব্যানার ও আলোকসজ্জা দিয়ে বিজয়ের মাস উদ্‌যাপনের সূচনা করা হবে।

কর্মসূচিতে আরও আছে, ‘মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে শিক্ষার্থীর ভাবনায় আগামীর বাংলাদেশ’ বিষয়ে রচনা আহ্বান, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র, চলচ্চিত্র ও পোস্টার প্রদর্শনী, অনুষদভিত্তিক ছাত্রীদের অংশগ্রহণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ব্যাডমিন্টন টুর্নামেন্ট, অনুষদভিত্তিক ছাত্রদের অংশগ্রহণে মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট, শহীদ শেখ কামাল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ক্রিকেট টুর্নামেন্ট এবং শেখ রাসেল স্মৃতি টেবিল টেনিস টুর্নামেন্ট।

এছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্‌যাপন ও মুজিব স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত