পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও সেই তালিকায় নেই এক ইউপির নাম। তবে কী কারণে বাদ পড়েছে, তা জানাতে পারেননি উপজেলা নির্বাচন কর্মকর্তা। তফসিলে ইউপির নাম থাকায় হতাশ প্রার্থী ও ভোটাররা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৬ সালে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২০ সালের ৩ মে ধলামূলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন খান মারা যান। পরে ২০২০ সালের ২০ অক্টোবর এ ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলায় ইউনিয়ন আছে ১১টি। নিয়ম অনুয়ায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় চলমান ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে ধলামূলগাঁও বাদে অন্য ১০ ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের সম্ভাব্য অনেক প্রার্থী গণসংযোগ ও নির্বাচনের প্রস্তুতিও নেন। সেই সঙ্গে ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চলছিল। কিন্তু তফসিলে ধলামূলগাঁও ইউনিয়নের নাম না থাকায় হতাশ প্রার্থী থেকে ভোটার।
ধলামূলগাঁও ইউনিয়নের এরোয়ারচর গ্রামের বাসিন্দা ও অ্যাডভোকেট মো. আল আমিন বলেন, ‘ইউপি নির্বাচন ভোটারদের কাছে একটি উৎসবের মতো। ফলে নির্বাচন ঘিরে ভোটারসহ সব নাগরিকের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছিল। কিন্তু উপজেলার বাকি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও সেই তালিকায় ধলামূলগাঁওয়ের নাম না থাকায় আমরা হতাশ।’
ধলামূলগাঁও ইউপিতে গত উপনির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রেজুওয়ানুর রহমান বলেন, ‘নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করছি। কিন্তু তফসিল থেকে ধলামূলগাঁও বাদ পড়ায় হতাশ হয়েছি।’
পূর্বধলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘উপনির্বাচন শুধু অবশিষ্ট মেয়াদের জন্য হয়। সে অনুযায়ী উপজেলার সব ইউনিয়নের নির্বাচন একসঙ্গে হওয়ার কথা। কিন্তু কী কারণে তফসিলে ধলামূলগাঁও ইউনিয়নের নাম নেই, তা বলতে পারছি না। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবেই জেলা নির্বাচন কার্যালয়ের মাধ্যমে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এখন সেখান থেকেই যে সিদ্ধান্ত আসে, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও সেই তালিকায় নেই এক ইউপির নাম। তবে কী কারণে বাদ পড়েছে, তা জানাতে পারেননি উপজেলা নির্বাচন কর্মকর্তা। তফসিলে ইউপির নাম থাকায় হতাশ প্রার্থী ও ভোটাররা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৬ সালে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২০ সালের ৩ মে ধলামূলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন খান মারা যান। পরে ২০২০ সালের ২০ অক্টোবর এ ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলায় ইউনিয়ন আছে ১১টি। নিয়ম অনুয়ায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় চলমান ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে ধলামূলগাঁও বাদে অন্য ১০ ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের সম্ভাব্য অনেক প্রার্থী গণসংযোগ ও নির্বাচনের প্রস্তুতিও নেন। সেই সঙ্গে ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চলছিল। কিন্তু তফসিলে ধলামূলগাঁও ইউনিয়নের নাম না থাকায় হতাশ প্রার্থী থেকে ভোটার।
ধলামূলগাঁও ইউনিয়নের এরোয়ারচর গ্রামের বাসিন্দা ও অ্যাডভোকেট মো. আল আমিন বলেন, ‘ইউপি নির্বাচন ভোটারদের কাছে একটি উৎসবের মতো। ফলে নির্বাচন ঘিরে ভোটারসহ সব নাগরিকের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছিল। কিন্তু উপজেলার বাকি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও সেই তালিকায় ধলামূলগাঁওয়ের নাম না থাকায় আমরা হতাশ।’
ধলামূলগাঁও ইউপিতে গত উপনির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রেজুওয়ানুর রহমান বলেন, ‘নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করছি। কিন্তু তফসিল থেকে ধলামূলগাঁও বাদ পড়ায় হতাশ হয়েছি।’
পূর্বধলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘উপনির্বাচন শুধু অবশিষ্ট মেয়াদের জন্য হয়। সে অনুযায়ী উপজেলার সব ইউনিয়নের নির্বাচন একসঙ্গে হওয়ার কথা। কিন্তু কী কারণে তফসিলে ধলামূলগাঁও ইউনিয়নের নাম নেই, তা বলতে পারছি না। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবেই জেলা নির্বাচন কার্যালয়ের মাধ্যমে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এখন সেখান থেকেই যে সিদ্ধান্ত আসে, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে