শপথ নিলেন ১১ ইউপি চেয়ারম্যান

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০৬: ৪৪
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১১: ২২

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ১১ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শপথগ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান তাঁদের শপথ বাক্য পাঠ করান।

শপথের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, ‘ভোটারেরা বিশ্বাস করে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। তাই তাঁদের সেই বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।’

শপথ গ্রহণ করেন রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউপির চেয়ারম্যান আবুল কাশেম, নেকমরদ ইউপির আবুল হোসেন মাস্টার, লেহেম্বা ইউপির আবুল কালাম, কাশিপুর ইউপির আতিকুর রহমান বকুল এবং রাতোরের বাবু শরৎচন্দ্র রায়।

অন্যদিকে হরিপুর উপজেলার ৬ ইউপির চেয়ারম্যানেরা হলেন গেদুরা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, আমগাও ইউপির পাভেল তালুকদার, বকুয়া ইউপির আবু তাহের, ডাঙ্গীপাড়ার আহসান হাবিব, হরিপুরের রফিকুল ইসলাম এবং ভাতুড়িয়া ইউপির শাহজাহান শপথ নেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত