নির্বাচনী সহিংসতায় আহত ১২

যশোর প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৭: ১৫
Thumbnail image

যশোরের চুড়ামনকাটিতে নৌকা প্রতীকের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে চূড়ামনকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯ জনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, ছাতিয়ানতলা গ্রামের আবু সাঈদ (৩৬), দিপু (৪৫), মঞ্জুর হাসান লিপু (৩০), মো. হাদি (২৭), জগহাটি গ্রামের আব্দুল আলিম (৪০), আশিকুল ইসলাম (৩৪) ও বাগডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলাম (৪৭)। এরা সবাই নৌকার সম্ভাব্য প্রার্থী মো. দাউদ হোসেনের সমর্থক।

অন্যদিকে সংঘর্ষে স্বতন্ত্র পদপ্রার্থী আব্দুল মান্নান মুন্নার সমর্থক ছাতিয়ানতলা গ্রামের মারুফ হোসেন (২০), সাইমুল ইসলাম (৩৮), আব্দুল হান্নান আহত হয়েছেন।

নৌকার সম্ভাব্য প্রার্থী মো. দাউদ হোসেন বলেন, ‘গতকাল বেলা ১২টার দিকে যশোর বিমান বন্দর থেকে কর্মী ও সমর্থকদের নিয়ে চূড়ামনকাটি ইউপির সামনে যাই। এ সময় বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান মুন্নার সমর্থকেরা হঠাৎ আমাদের ওপর হামলা চালান। এতে আমার অন্তত ১২ থেকে ১৩ জন সমর্থক আহত হয়েছেন।’

বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী পদপ্রার্থী আব্দুল মান্নান মুন্না জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ইউপির সামনে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। সে উপলক্ষে দোয়া অনুষ্ঠান চলছিল। এ সময় নৌকার প্রার্থীর নেতৃত্বে তাঁর সমর্থকেরা আমাদের ওপর হামলা চালান। এতে আমার ৪ থেকে ৫ জন সমর্থক আহত হন।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেক আহমেদ শামস জানান, ধারালো ও ভোঁতা অস্ত্রের আঘাতে জখম হয়ে বেশ কয়েকজন হাসপাতালে এসেছিলেন। তাঁদের মধ্যে ৯ জনকে ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই আশঙ্কামুক্ত।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কেউ অভিযোগ দিলেই আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত