Ajker Patrika

ঠিকাদার সমিতির অনশনে রসিক মেয়রের একাত্মতা

রংপুর প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২২: ০৫
ঠিকাদার সমিতির অনশনে রসিক মেয়রের একাত্মতা

রড, সিমেন্ট, পাথর, বিটুমিনসহ নির্মাণসামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রতীকী অনশন পালন করেছে রংপুর ঠিকাদার সমিতি। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অনশন করা হয়। অনশনে রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা একাত্মতা প্রকাশ করেছেন।

একাত্মতা প্রকাশ শেষে রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যে যেভাবে মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে, এতে সকলের নাভিশ্বাস উঠে গেছে। রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনসহ সকল নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যানসহ কয়েকজনকে অবগত করা হয়েছে। আশা করি তাঁরা দ্রুত সময়ের মধ্যে বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করবেন।’

রংপুর ঠিকাদার সমিতির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে এবং সদস্যসচিব রইচ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতীকী অনশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ ঠিকাদার আতিয়ার রহমান মুন্নু, সংগঠনের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মিঠু, খায়রুল কবীর রানা, আবু আহমেদ সিদ্দিক পারভেজ, আব্দুর রব রাঙ্গা, শফিকুল ইসলাম যাদু, জাহিদুল ইসলাম রুবেল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত