Ajker Patrika

বিমান বানিয়ে সাফল্য পাইকগাছার রুহিনের

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৩: ১১
বিমান বানিয়ে সাফল্য পাইকগাছার রুহিনের

পাইকগাছা উপজেলার কেএম আসাদুজ্জামান রুহিন (৪৮) জার্মানির বার্লিনে বিমান তৈরি করে সাফল্য অর্জন করেছেন। তিনি ১৯৭৩ সালে উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের কাগজী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম কেএম অহিদুজ্জামান।

পরিবার সূত্রে জানা গেছে, রুহিন শিক্ষাজীবনে গ্রামের লক্ষীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন এবং উপজেলার মধ্যে তিনি প্রথম স্থান অধিকার করেন।

পরবর্তীতে ষষ্ঠ শ্রেণীতে খুলনা সেন্ট জোসেফ স্কুলে ভর্তি হন। সেখান থেকে এসএসসিতে প্রথম স্থান অধিকার করেন এবং ১৯৯২ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

পরে তিনি কেএফ ইউনেস্কো এ্যারোনেটিক্স বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হন এবং পড়াশুনা শেষ করেন। পরবর্তীতে তিনি জার্মানির বার্লিনে ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাডার, হেলিকপ্টার তৈরি করে সাফল্য অর্জন করেন। বর্তমানে তিনি জার্মানির এয়ারবাস কোম্পানিতে চাকরি করছেন। তিনি দেশের মানুষের কাছে দোয়া কামনা করেছেন যেন আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারেন।

পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, ‘সাবেক চেয়ারম্যান কে এম অহিদুজ্জামানের ছেলে দীর্ঘদিন জার্মানিতে থেকে বিমান তৈরি করছে আমরা শুনেছি। বিমান তৈরিতে আমি তার সার্বিক উন্নতি কামনা করি।’

জার্মানির এয়ারবাস কোম্পানির এরোনেটিক ইঞ্জিনিয়ার রনজিত দাশ জানান, কে এম আসাদ এয়ারবাস বাণিজ্যিক হামবুর্গ জার্মানিতে কেবিন হাইড্রোলিক এবং যান্ত্রিক সিস্টেমের প্রধান। তিনি এয়ারবাস কোম্পানিতে বিমান তৈরি করে সাফল্য অর্জন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত