Ajker Patrika

ট্রাকভর্তি পলিথিন উদ্ধার

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৪: ১০
ট্রাকভর্তি পলিথিন উদ্ধার

মির্জাপুরে ট্রাকভর্তি ৩ হাজার ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। গত বুধবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কুরনি এলাকা থেকে এ পলিথিন উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পলিথিনভর্তি ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রংপুর জেলার হারাগাছ থানার তপধন গ্রামের বুদা রায়ের ছেলে চালক মিলন রায় (২৮), একই জেলার পশুরাম থানার জলছত্র গ্রামের মোখলেছুর রহমানের ছেলে চালকের সহযোগী শামীম (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টার দিকে মহাসড়কের ওই এলাকার নিরিবিলি হোটেলের সামনে মিনিট্রাকটি থেমে থাকতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন থেকে চারজন অজ্ঞাতনামা ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। তবে চালক ও সহযোগীকে আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ৭ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৮০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়।

আটক ট্রাকচালক ও সহযোগীর নামে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে বলে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত