সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে হাউজিং কোম্পানির জায়গা ভরাটের জন্য মাটি বহনকারী গাড়ি চলাচল করায় নষ্ট হয়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা রাস্তা। পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বাড়ছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি।
উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর উচ্চবিদ্যালয়ের গেটের সামনে থেকে ওয়েস্টার্ন সিটি প্রকল্প এলাকা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তা একেবারে নষ্ট করে ফেলেছে এশিয়ান টাউন ও ওয়েস্টার্ন সিটি নামের দুটি হাউজিং কোম্পানির মাটি বহনকারী গাড়ি। এতে করে ওই রাস্তা দিয়ে এলাকাবাসীকে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে সরেজমিন দেখা যায়, এশিয়ান টাউন ও ওয়েস্টার্ন সিটি নামের দুটি হাউজিং কোম্পানি দীর্ঘদিন ধরে জমি ভরাট করছে। এতে প্রতিদিন শতাধিক মাটি বহনকারী মাহিন্দ্রা ও ড্রামট্রাক চলছে এ সড়ক দিয়ে। ট্রাকের বড় বড় চাকা প্রতিনিয়ত পাকা রাস্তায় চলাচল করায় পিচ ও পাথর গুঁড়ো হয়ে ধুলোবালিতে পরিণত হচ্ছে। পরে সেগুলোই উড়ে পথচারীদের চোখেমুখে পড়ছে। যার কারণে চরম স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। এ ছাড়া মাটি বহনকারী গাড়ি থেকে কাদামাটি পাকা রাস্তায় পড়ে হরহামেশাই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এর ফলে উপজেলা প্রশাসনের কাছে হাউজিংয়ের গাড়ি বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুলপুর গ্রামের বাসিন্দা মো. জয়নাল বলেন, ‘হাউজিং কোম্পানির জমি ভরাট করার জন্য শত শত গাড়ি এ রাস্তায় মাটি বহন করে। এসব গাড়ি আমাদের পাকা রাস্তা একেবারে নষ্ট করে ফেলেছে। গাড়ি থেকে মাটি পড়ে রাস্তার ওপর এক ফুট উঁচু হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। অনেক সময় কাদার কারণে মোটরসাইকেল পিছলে পড়ে ঘটছে দুর্ঘটনা। তাই উপজেলা প্রশাসনের কাছে এর যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
ওয়েস্টার্ন সিটি প্রকল্পের হেল্প নম্বরে ফোন দিলে এক কর্মকর্তা বলেন, ‘আমরা এই রাস্তার ক্ষতি করিনি। এ রাস্তা এশিয়ান টাউন নষ্ট করেছে। এই রাস্তার বিষয়ে আপনাকে আরও জানাতে পারবেন আমাদের সিনিয়র কর্মকর্তা।’
এ বিষয়ে এশিয়ান টাউন নামের হাউজিং কোম্পানির কেউ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
কেয়াইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ আলী এ বিষয়ে বলেন, ‘এশিয়ান টাউন নামের হাউজিং কোম্পানির শত শত গাড়ি মাটি বহন করে তাদের জমি ভরাট করছে। এর কারণে সরকারের কোটি টাকা ব্যয়ে করা রাস্তাটি একেবারেই নষ্ট হয়ে গেছে। আমরা প্রশাসনকে জানিয়েছি এবং বিভিন্ন দপ্তরকে জানিয়েছি। এ ছাড়া হাউজিং কোম্পানির লোকজনকেও জানিয়েছি। যাতে করে তাঁরা এ রাস্তাটি নষ্ট না করেন। তাঁরা যেহেতু কথা না শুনে রাস্তা নষ্ট করেছেন, সে জন্য আমাদের দাবি তাঁরা যেন রাস্তাটি ঠিকঠাক করে দেন।’
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী শোয়াইব বিন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এই রাস্তাটি আমি সরেজমিন দেখে তারপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’
মুন্সিগঞ্জের সিরাজদিখানে হাউজিং কোম্পানির জায়গা ভরাটের জন্য মাটি বহনকারী গাড়ি চলাচল করায় নষ্ট হয়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা রাস্তা। পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বাড়ছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি।
উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর উচ্চবিদ্যালয়ের গেটের সামনে থেকে ওয়েস্টার্ন সিটি প্রকল্প এলাকা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তা একেবারে নষ্ট করে ফেলেছে এশিয়ান টাউন ও ওয়েস্টার্ন সিটি নামের দুটি হাউজিং কোম্পানির মাটি বহনকারী গাড়ি। এতে করে ওই রাস্তা দিয়ে এলাকাবাসীকে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে সরেজমিন দেখা যায়, এশিয়ান টাউন ও ওয়েস্টার্ন সিটি নামের দুটি হাউজিং কোম্পানি দীর্ঘদিন ধরে জমি ভরাট করছে। এতে প্রতিদিন শতাধিক মাটি বহনকারী মাহিন্দ্রা ও ড্রামট্রাক চলছে এ সড়ক দিয়ে। ট্রাকের বড় বড় চাকা প্রতিনিয়ত পাকা রাস্তায় চলাচল করায় পিচ ও পাথর গুঁড়ো হয়ে ধুলোবালিতে পরিণত হচ্ছে। পরে সেগুলোই উড়ে পথচারীদের চোখেমুখে পড়ছে। যার কারণে চরম স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। এ ছাড়া মাটি বহনকারী গাড়ি থেকে কাদামাটি পাকা রাস্তায় পড়ে হরহামেশাই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এর ফলে উপজেলা প্রশাসনের কাছে হাউজিংয়ের গাড়ি বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুলপুর গ্রামের বাসিন্দা মো. জয়নাল বলেন, ‘হাউজিং কোম্পানির জমি ভরাট করার জন্য শত শত গাড়ি এ রাস্তায় মাটি বহন করে। এসব গাড়ি আমাদের পাকা রাস্তা একেবারে নষ্ট করে ফেলেছে। গাড়ি থেকে মাটি পড়ে রাস্তার ওপর এক ফুট উঁচু হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। অনেক সময় কাদার কারণে মোটরসাইকেল পিছলে পড়ে ঘটছে দুর্ঘটনা। তাই উপজেলা প্রশাসনের কাছে এর যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
ওয়েস্টার্ন সিটি প্রকল্পের হেল্প নম্বরে ফোন দিলে এক কর্মকর্তা বলেন, ‘আমরা এই রাস্তার ক্ষতি করিনি। এ রাস্তা এশিয়ান টাউন নষ্ট করেছে। এই রাস্তার বিষয়ে আপনাকে আরও জানাতে পারবেন আমাদের সিনিয়র কর্মকর্তা।’
এ বিষয়ে এশিয়ান টাউন নামের হাউজিং কোম্পানির কেউ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
কেয়াইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ আলী এ বিষয়ে বলেন, ‘এশিয়ান টাউন নামের হাউজিং কোম্পানির শত শত গাড়ি মাটি বহন করে তাদের জমি ভরাট করছে। এর কারণে সরকারের কোটি টাকা ব্যয়ে করা রাস্তাটি একেবারেই নষ্ট হয়ে গেছে। আমরা প্রশাসনকে জানিয়েছি এবং বিভিন্ন দপ্তরকে জানিয়েছি। এ ছাড়া হাউজিং কোম্পানির লোকজনকেও জানিয়েছি। যাতে করে তাঁরা এ রাস্তাটি নষ্ট না করেন। তাঁরা যেহেতু কথা না শুনে রাস্তা নষ্ট করেছেন, সে জন্য আমাদের দাবি তাঁরা যেন রাস্তাটি ঠিকঠাক করে দেন।’
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী শোয়াইব বিন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এই রাস্তাটি আমি সরেজমিন দেখে তারপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে