সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে দোকান বরাদ্দের ইজারা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে পৌরসভা ও সবজি ব্যবসায়ীদের মধ্যে শুরু হয়েছে বিরোধ। ব্যবসায়ীরা গতকাল বুধবার দোকান বন্ধ রেখে পৌর মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন। দোকান বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় শহরের বাসিন্দাদের।
স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর মরহুম আখতার হোসেন বাদল পৌর আধুনিক সবজি বাজারের সভাপতি মো. জয়নাল। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদ শেখ, সহসাধারণ সম্পাদক মো. লাল্লু প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৫ সাল থেকে তাঁরা সবজি বাজারে ব্যবসা করছেন। এর আগে রেললাইনের ওপর ঝুঁকি নিয়ে ব্যবসা করতেন। সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল তাঁদের রেললাইন থেকে এনে এখানে পুনর্বাসন করেন। সেই থেকে তাঁরা নিয়মিত পৌরকর পরিশোধ করে দোকান পরিচালনা করে আসছেন। কিন্তু বর্তমান পৌর মেয়র রাফিকা আকতার জাহান গত মঙ্গলবার বাজারের ১২২টি দোকান ইজারা দিতে বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তিতে দোকানে ভেদে দেড় থেকে দুই লাখ টাকা চাওয়া হয়েছে। সেখানে যাঁরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, তাঁদের অগ্রাধিকারের বিষয়টিও এতে উল্লেখ করা হয়নি।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, বর্তমান মেয়র টাকা ছাড়া কিছু বোঝেন না। গরিব ব্যবসায়ীরা ইজারার এত টাকা কোথায় পাবেন, তা নিয়ে প্রশ্ন করেন তাঁরা। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে দাবি করে তাঁরা বলেন, ইজারা বাতিল না হলে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ থাকবে।
এর আগে ব্যবসায়ীরা সবজি বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে দোকান বন্ধ থাকায় বাজার করতে এসে খালি ব্যাগ নিয়ে ফিরতে হয়েছে অনেককে। শাহনাজ পারভীন নামের একজন বলেন, ‘বাড়িতে সবজি শেষ, তাই বাজারে এসেছিলাম। কিন্তু দোকান বন্ধ থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে।’
ইজারার বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, ‘আইন মেনে দোকান বরাদ্দ নিয়েই ব্যবসা করতে হবে। তবে আগে থেকে এখানে যাঁরা ব্যবসা করছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।’
নীলফামারীর সৈয়দপুরে দোকান বরাদ্দের ইজারা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে পৌরসভা ও সবজি ব্যবসায়ীদের মধ্যে শুরু হয়েছে বিরোধ। ব্যবসায়ীরা গতকাল বুধবার দোকান বন্ধ রেখে পৌর মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন। দোকান বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় শহরের বাসিন্দাদের।
স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর মরহুম আখতার হোসেন বাদল পৌর আধুনিক সবজি বাজারের সভাপতি মো. জয়নাল। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদ শেখ, সহসাধারণ সম্পাদক মো. লাল্লু প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৫ সাল থেকে তাঁরা সবজি বাজারে ব্যবসা করছেন। এর আগে রেললাইনের ওপর ঝুঁকি নিয়ে ব্যবসা করতেন। সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল তাঁদের রেললাইন থেকে এনে এখানে পুনর্বাসন করেন। সেই থেকে তাঁরা নিয়মিত পৌরকর পরিশোধ করে দোকান পরিচালনা করে আসছেন। কিন্তু বর্তমান পৌর মেয়র রাফিকা আকতার জাহান গত মঙ্গলবার বাজারের ১২২টি দোকান ইজারা দিতে বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তিতে দোকানে ভেদে দেড় থেকে দুই লাখ টাকা চাওয়া হয়েছে। সেখানে যাঁরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, তাঁদের অগ্রাধিকারের বিষয়টিও এতে উল্লেখ করা হয়নি।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, বর্তমান মেয়র টাকা ছাড়া কিছু বোঝেন না। গরিব ব্যবসায়ীরা ইজারার এত টাকা কোথায় পাবেন, তা নিয়ে প্রশ্ন করেন তাঁরা। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে দাবি করে তাঁরা বলেন, ইজারা বাতিল না হলে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ থাকবে।
এর আগে ব্যবসায়ীরা সবজি বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে দোকান বন্ধ থাকায় বাজার করতে এসে খালি ব্যাগ নিয়ে ফিরতে হয়েছে অনেককে। শাহনাজ পারভীন নামের একজন বলেন, ‘বাড়িতে সবজি শেষ, তাই বাজারে এসেছিলাম। কিন্তু দোকান বন্ধ থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে।’
ইজারার বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, ‘আইন মেনে দোকান বরাদ্দ নিয়েই ব্যবসা করতে হবে। তবে আগে থেকে এখানে যাঁরা ব্যবসা করছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে