নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ৯১ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের বিস্তার রোধে কর্তৃপক্ষ সশরীরে পাঠদান বন্ধ ঘোষণা করেছে। বন্ধ রয়েছে শিক্ষার্থীদের জেনারেল হাসপাতালের ক্লিনিক্যাল সেবাও। নেওয়া হয়েছে নানা সতর্কতা।
জানা যায়, গত ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটিতে শীতকালীন ছুটি ছিল। ছুটি শেষে ক্যাম্পাস ও আবাসিক হোস্টেলে ফিরে আসেন শিক্ষার্থীরা। গত ১৭ জানুয়ারি প্রথম বর্ষের এক শিক্ষার্থীর জ্বর ও কাশি শুরু হলে দ্রুত হাসপাতালে নিয়ে অ্যান্টিজেন র্যাপিড টেস্ট করা হয়। তাতে তিনি করোনা পজিটিভ বলে জানা যায়। পরে হোস্টেলে তাঁর সঙ্গে থাকা অন্যদের নমুনা পরীক্ষা করে আরও কয়েকজনের শরীরে করোনা শনাক্ত হয়। তখন কলেজ কর্তৃপক্ষ ২৬৬ শিক্ষার্থীর নমুনা পরীক্ষা করলে ৯১ জনের করোনা শনাক্ত হয়। গত ১৮ জানুয়ারি থেকে সরাসরি পাঠদান বন্ধের ঘোষণা আসে।
সরেজমিনে গত বৃহস্পতিবার বিকেলে নার্সিং কলেজে গিয়ে দেখা যায়, পুরো ক্যাম্পাসই ফাঁকা। তবে ভবনের আবাসিক কক্ষ ও বারান্দায় মাস্ক পরে নিজেদের মধ্যে খুনসুটিতে সময় কাটাতে দেখা গেছে শিক্ষার্থীদের। ক্লাসের অংশ হিসেবে শিক্ষার্থীরা ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ক্লিনিক্যাল সেবা দিতেন রোগীদের। কিন্তু শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হওয়ায় এখন সেই সেবা ব্যাবহ হচ্ছে। একসঙ্গে এত শিক্ষার্থী আক্রান্ত হওয়ায় কলেজ কর্তৃপক্ষ উদ্বিগ্ন। তবে আক্রান্তরা শারীরিকভাবে এখনো সুস্থ রয়েছেন। শিক্ষার্থীরা যাতে আতঙ্কিত না হন, সে জন্য মানসিক শক্তি বাড়ানোর পাশাপাশি চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিক্ষার্থী লিপি ইমাম বলেন, আক্রান্ত শিক্ষার্থীদের কয়েকজনের জ্বর ও হালকা কাশি আছে। তবে সবাই মানসিকভাবে ভালো আছে। এর মধ্যে বর্তমানে কয়েকজনের কোনো উপসর্গ নেই।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী পিয়াল সরকার বলেন, ‘আমাদের পক্ষ থেকে অসুস্থদের সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে। এ ছাড়া শিক্ষক ও চিকিৎসকদের পরামর্শমতে তাদের ওষুধ ও ভিটামিন সি যুক্ত খাবার সরবরাহ করা হচ্ছে।’
নোয়াখালী জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আবদুল্লাহ ফারুক বলেন, ‘৯১ শিক্ষার্থীর করোনা পজিটিভ হওয়ায় হাসপাতালে রোগীদের স্বাস্থ্যসেবা দিতে সমস্যা হচ্ছে। কারণ কলেজের শিক্ষার্থীরা বড় একটি সাপোর্ট দিতেন।’
নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ খালেদা খানম জানান, সব শিক্ষার্থীর দুই ডোজ টিকা দেওয়া থাকায় সবাই অন্য রোগীদের তুলনায় ভালো আছে। প্রতিষ্ঠানের হোস্টেলে আক্রান্তদের আলাদা কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সবার সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি কক্ষে হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। তাদের পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হলেও আগামী শনিবার থেকে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে অনেকেই এখন সুস্থ, তাদের নমুনা পুনরায় পরীক্ষা করে নেগেটিভ আসার পর সশরীরে আবার পাঠদান চালু করা হবে।
নার্সিং ইনস্ট্রাক্টর আরও জানান, শিক্ষার্থীরা ছাড়া কলেজে দায়িত্বরত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা সবাই সুস্থ রয়েছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ৯১ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের বিস্তার রোধে কর্তৃপক্ষ সশরীরে পাঠদান বন্ধ ঘোষণা করেছে। বন্ধ রয়েছে শিক্ষার্থীদের জেনারেল হাসপাতালের ক্লিনিক্যাল সেবাও। নেওয়া হয়েছে নানা সতর্কতা।
জানা যায়, গত ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটিতে শীতকালীন ছুটি ছিল। ছুটি শেষে ক্যাম্পাস ও আবাসিক হোস্টেলে ফিরে আসেন শিক্ষার্থীরা। গত ১৭ জানুয়ারি প্রথম বর্ষের এক শিক্ষার্থীর জ্বর ও কাশি শুরু হলে দ্রুত হাসপাতালে নিয়ে অ্যান্টিজেন র্যাপিড টেস্ট করা হয়। তাতে তিনি করোনা পজিটিভ বলে জানা যায়। পরে হোস্টেলে তাঁর সঙ্গে থাকা অন্যদের নমুনা পরীক্ষা করে আরও কয়েকজনের শরীরে করোনা শনাক্ত হয়। তখন কলেজ কর্তৃপক্ষ ২৬৬ শিক্ষার্থীর নমুনা পরীক্ষা করলে ৯১ জনের করোনা শনাক্ত হয়। গত ১৮ জানুয়ারি থেকে সরাসরি পাঠদান বন্ধের ঘোষণা আসে।
সরেজমিনে গত বৃহস্পতিবার বিকেলে নার্সিং কলেজে গিয়ে দেখা যায়, পুরো ক্যাম্পাসই ফাঁকা। তবে ভবনের আবাসিক কক্ষ ও বারান্দায় মাস্ক পরে নিজেদের মধ্যে খুনসুটিতে সময় কাটাতে দেখা গেছে শিক্ষার্থীদের। ক্লাসের অংশ হিসেবে শিক্ষার্থীরা ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ক্লিনিক্যাল সেবা দিতেন রোগীদের। কিন্তু শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হওয়ায় এখন সেই সেবা ব্যাবহ হচ্ছে। একসঙ্গে এত শিক্ষার্থী আক্রান্ত হওয়ায় কলেজ কর্তৃপক্ষ উদ্বিগ্ন। তবে আক্রান্তরা শারীরিকভাবে এখনো সুস্থ রয়েছেন। শিক্ষার্থীরা যাতে আতঙ্কিত না হন, সে জন্য মানসিক শক্তি বাড়ানোর পাশাপাশি চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিক্ষার্থী লিপি ইমাম বলেন, আক্রান্ত শিক্ষার্থীদের কয়েকজনের জ্বর ও হালকা কাশি আছে। তবে সবাই মানসিকভাবে ভালো আছে। এর মধ্যে বর্তমানে কয়েকজনের কোনো উপসর্গ নেই।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী পিয়াল সরকার বলেন, ‘আমাদের পক্ষ থেকে অসুস্থদের সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে। এ ছাড়া শিক্ষক ও চিকিৎসকদের পরামর্শমতে তাদের ওষুধ ও ভিটামিন সি যুক্ত খাবার সরবরাহ করা হচ্ছে।’
নোয়াখালী জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আবদুল্লাহ ফারুক বলেন, ‘৯১ শিক্ষার্থীর করোনা পজিটিভ হওয়ায় হাসপাতালে রোগীদের স্বাস্থ্যসেবা দিতে সমস্যা হচ্ছে। কারণ কলেজের শিক্ষার্থীরা বড় একটি সাপোর্ট দিতেন।’
নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ খালেদা খানম জানান, সব শিক্ষার্থীর দুই ডোজ টিকা দেওয়া থাকায় সবাই অন্য রোগীদের তুলনায় ভালো আছে। প্রতিষ্ঠানের হোস্টেলে আক্রান্তদের আলাদা কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সবার সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি কক্ষে হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। তাদের পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হলেও আগামী শনিবার থেকে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে অনেকেই এখন সুস্থ, তাদের নমুনা পুনরায় পরীক্ষা করে নেগেটিভ আসার পর সশরীরে আবার পাঠদান চালু করা হবে।
নার্সিং ইনস্ট্রাক্টর আরও জানান, শিক্ষার্থীরা ছাড়া কলেজে দায়িত্বরত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা সবাই সুস্থ রয়েছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে