আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাপ্তাহিক পশুর হাটে স্বাস্থ্যবিধি মানছেন না বেশির ভাগ ক্রেতা-বিক্রেতা। হাটে আসা অধিকাংশ মানুষের মুখেই মাস্ক নেই। সামাজিক দূরত্বও উধাও।
গতকাল মঙ্গলবার পৌরশহরের কলেজপাড়ায় সাপ্তাহিক হাটে গিয়ে দেখা গেছে ক্রেতা-বিক্রেতার ব্যাপক ভিড়। সামাজিক দূরত্বের বালাই নেই। অনেকের মুখেই মাস্ক নেই। হাতে গোনা দু-একজনের মাস্ক থাকলেও কথা বলার সুবিধার্থে মুখ থেকে তা নামিয়ে রেখেছেন গলায়। হাট কমিটির পক্ষ থেকেও সচেতনতামূলক তেমন কোনো প্রচারণা চোখে পড়েনি। এ ছাড়া হাত ধোয়ার ব্যবস্থা নেই। স্যানিটাইজারের ব্যবহার হাটের কোথাও দেখা যায়নি। মাস্ক না পরার বিষয়ে জানতে চাইলে কয়েকজন তড়িঘড়ি করে পকেট থেকে মাস্ক বের করেন।
পশুবিক্রেতা হারুন মিয়া জানান, কসবার গোপীনাথপুর থেকে সাপ্তাহিক এ হাটে পশু নিয়ে আসেন তিনি। মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে তিনি বলেন, ‘মাস্ক নিয়মিত পরি। তবে আজকে পরিনি।’
পশুর ক্রেতা আখাউড়ার মোগড়া ইউনিয়নের সওকত জানান, উপজেলার সবচেয়ে বড় পশুর হাট এটি। সপ্তাহে মঙ্গলবার এ হাট বসে। পার্শ্ববর্তী উপজেলা থেকে মানুষ কেনাবেচা করতে আসে বলে এই হাটে অনেক মানুষের সমাগম হয়। কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম নজরদারি নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক পশুর হাটের কয়েকজন ইজারাদার জানান, সবাইকে স্বাস্থ্যবিধির কথা বারবার বলা হচ্ছে। তার পরও হাটে আসা ক্রেতা-বিক্রেতারা কথা শুনছেন না। মূলত গ্রামের মানুষ সচেতন নয়। তাই স্বাস্থ্যবিধি রক্ষা করা যাচ্ছে না।
এ ব্যাপারে আখাউড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সরকারি বিধিনিষেধ মেনে চলতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো উপজেলায় মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। তার পরও যারা বিধিনিষেধ মানছেন না তাদের আইনের আওতায় আনা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাপ্তাহিক পশুর হাটে স্বাস্থ্যবিধি মানছেন না বেশির ভাগ ক্রেতা-বিক্রেতা। হাটে আসা অধিকাংশ মানুষের মুখেই মাস্ক নেই। সামাজিক দূরত্বও উধাও।
গতকাল মঙ্গলবার পৌরশহরের কলেজপাড়ায় সাপ্তাহিক হাটে গিয়ে দেখা গেছে ক্রেতা-বিক্রেতার ব্যাপক ভিড়। সামাজিক দূরত্বের বালাই নেই। অনেকের মুখেই মাস্ক নেই। হাতে গোনা দু-একজনের মাস্ক থাকলেও কথা বলার সুবিধার্থে মুখ থেকে তা নামিয়ে রেখেছেন গলায়। হাট কমিটির পক্ষ থেকেও সচেতনতামূলক তেমন কোনো প্রচারণা চোখে পড়েনি। এ ছাড়া হাত ধোয়ার ব্যবস্থা নেই। স্যানিটাইজারের ব্যবহার হাটের কোথাও দেখা যায়নি। মাস্ক না পরার বিষয়ে জানতে চাইলে কয়েকজন তড়িঘড়ি করে পকেট থেকে মাস্ক বের করেন।
পশুবিক্রেতা হারুন মিয়া জানান, কসবার গোপীনাথপুর থেকে সাপ্তাহিক এ হাটে পশু নিয়ে আসেন তিনি। মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে তিনি বলেন, ‘মাস্ক নিয়মিত পরি। তবে আজকে পরিনি।’
পশুর ক্রেতা আখাউড়ার মোগড়া ইউনিয়নের সওকত জানান, উপজেলার সবচেয়ে বড় পশুর হাট এটি। সপ্তাহে মঙ্গলবার এ হাট বসে। পার্শ্ববর্তী উপজেলা থেকে মানুষ কেনাবেচা করতে আসে বলে এই হাটে অনেক মানুষের সমাগম হয়। কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম নজরদারি নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক পশুর হাটের কয়েকজন ইজারাদার জানান, সবাইকে স্বাস্থ্যবিধির কথা বারবার বলা হচ্ছে। তার পরও হাটে আসা ক্রেতা-বিক্রেতারা কথা শুনছেন না। মূলত গ্রামের মানুষ সচেতন নয়। তাই স্বাস্থ্যবিধি রক্ষা করা যাচ্ছে না।
এ ব্যাপারে আখাউড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সরকারি বিধিনিষেধ মেনে চলতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো উপজেলায় মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। তার পরও যারা বিধিনিষেধ মানছেন না তাদের আইনের আওতায় আনা হচ্ছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে