Ajker Patrika

ভ্যানে পিকআপের ধাক্কা নিহত ১, আহত ৪

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১২: ৫৭
ভ্যানে পিকআপের ধাক্কা নিহত ১,  আহত ৪

বগুড়ার কাহালু উপজেলায় দাঁড়িয়ে থাকা অটোভ্যানে পিকআপের ধাক্কায় আব্দুর রাজ্জাক নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোভ্যানের আরও চার যাত্রী। এ ঘটনায় পিকআপের চালক সানোয়ার হোসেন লাবিবকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রোববার দুপুরে সড়ক পরিবহন আইনে লাবিবকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাত ৮টার দিকে কাহালু উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বীরকেদার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পিকআপটিতে আগুন ধরিয়ে দেন। পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গ্রেপ্তার লাবিব (২০) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা। নিহত আব্দুর রাজ্জাক (৪০) বীরকেদার এলাকার একটি গ্লাস কারখানার শ্রমিক ছিলেন। বগুড়া দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা তিনি।

আহতদের মধ্যে দুজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। আর বাকি দুজন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন কাহালু থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ।

পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ জানান, আব্দুর রাজ্জাকসহ আরও চারজন একটি অটোভ্যানে যাত্রী হিসেবে ওঠেন। তাঁদের ভ্যানটি দাঁড়ানো ছিল। ওই সময় বগুড়া থেকে দুপচাঁচিয়াগামী দ্রুতগতির একটি পিকআপ অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ফলে ভ্যানের সব যাত্রীই মহাসড়কে ছিটকে পড়েন। এসময় আব্দুর রাজ্জাককে পিকআপটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হারুন অর রশিদ আরও জানান, আব্দুর রাজ্জাকের ভাই মহিদুল ইসলাম বাদী হয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পিকআপের চালক লাবিবকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত