Ajker Patrika

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে গণ-অনশন

রংপুর প্রতিনিধি
সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে গণ-অনশন

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধসহ  সাত দফা দাবিতে গণ-অনশন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন। গতকাল শনিবার রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান সংগঠনগুলোর নেতারা।

গণ-অনশন কর্মসূচিতে তোলা দাবিগুলো হলো সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

রংপুর: নগরীর জিলা স্কুল মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে গণ-অনশন কর্মসূচি করা হয়। এতে অংশ নেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুশান্ত ভৌমিক, সাধারণ সম্পাদক স্বপন রায়, মহানগরের সভাপতি সুব্রত সরকার মুকুল, সাধারণ সম্পাদক অলোক নাথ প্রমুখ।

কুড়িগ্রাম: জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণ-অনশন কর্মসূচি হয়। এতে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রবি বোস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অসীম সরকার, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের যুগ্ম মহাসচিব উদয় শংকর চক্রবর্তী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাগর ঘোষ প্রমুখ।

নীলফামারী: জেলা শহরের শহীদ মিনার চত্বরে দিনব্যাপী ওই কর্মসূচি হয়। বেলা ৪টার দিকে দাবির সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচিতে যোগ দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিল। এ সময় তিনি জুস পান করিয়ে অনশনকারীদের অনশন ভাঙান। সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকারাম রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন নীলফামারী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অক্ষয় কুমার রায়, নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেবী প্রসাদ রায় প্রমুখ।

ঠাকুরগাঁও : পৌর শহরের সাধারণ পাঠাগার চত্বরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে সামনে অনশন হয়। কর্মসূচিতে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রবীর কুমার রায়, সাধারণ সম্পাদক প্রবীর কুমার, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সদর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল প্রসাদ রায় প্রমুখ। 

দিনাজপুর: দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও অন্য সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে গণ-অনশন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকশী বাচ্চু, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিং, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিং প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত