আশরাফুল আলম কাজীপুর (সিরাজগঞ্জ)
যমুনাতীরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম ছালাভরা। এই গ্রামের অধিকাংশ পরিবারের সদস্য কাঠের আসবাব তৈরির কাজে জড়িত। কেউ কাঠ কাটেন, কেউ তা দিয়ে কাঠামো তৈরি করেন। তাতে শৈল্পিক কারুকার্য ফুটিয়ে তোলেন অন্য কেউ। দীর্ঘদিন ধরে অধিকাংশ বাসিন্দা এ পেশার সঙ্গে জড়িত থাকায় মানুষের মুখে মুখে গ্রামটি পরিচিতি পেয়েছে ‘ফার্নিচার গ্রাম’ হিসেবে।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর ধরে গ্রামের বাসিন্দারা নিজেদের প্রচেষ্টায় গড়ে তুলেছেন ছোট-বড় দুই শতাধিক কারখানা। যেখানে তৈরি হয় আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, খাট, পড়ার টেবিল, সোফাসেটসহ নানা রকমের আসবাব। সাশ্রয়ী মূল্যে এসব আসবাব কিনতে ঢাকা, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলার পাইকারেরা এখানে আসেন। গ্রামেই প্রতিদিন অন্তত ১০ লাখ টাকার আসবাব বিক্রি হয়।
সম্প্রতি গ্রামটিতে গিয়ে বিভিন্ন কারখানায় মানুষের কর্মযজ্ঞ দেখা যায়। জানা যায়, সর্বনিম্ন ৫ হাজার থেকে সর্বোচ্চ দেড় লাখ টাকা মূল্যের আসবাব তৈরি হয় কারখানাগুলোয়। আসবাব তৈরিতে কাঠের জোগান আসে টাঙ্গাইল, নওগাঁ ও ময়মনসিংহের পাহাড়ি অঞ্চল থেকে। কারখানাগুলোয় অন্তত ৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আশপাশের গ্রামেও কাঠের সামগ্রীর কারখানা গড়ে উঠতে শুরু করেছে।
একটি কারখানায় আসবাবে নকশা করতে দেখা যায় শ্রমিকদের। কারিগরেরা কিছু নকশা হাতে তৈরি করছিলেন, কিছু আবার কম্পিউটারের সাহায্য নিয়ে তৈরি হচ্ছিল।
শ্রমিকেরা জানান, যন্ত্রে তৈরি নকশায় একজন গ্রাফিক ডিজাইনার প্রয়োজন। এ ধরনের নকশার চাহিদাও একটু বেশি। নকশা তৈরির পরের কাজ করেন রংমিস্ত্রি। তিনি ঘষে পলিশের পর রং করে বিক্রির উপযোগী করেন।
গ্রামের কারখানাগুলোর বেশির ভাগেরই নাম নেই। একটি কারখানার কাঠমিস্ত্রি সুজন মিয়া বলেন, ‘আগে টাঙ্গাইলে কাজ করতাম। এখন বাড়ির কাছেই কারখানা হয়েছে। এখানে তিন বছর ধরে কাজ করছি।’ শাহ আলী নামের আরেকজন বলেন, ‘চুক্তির ভিত্তিতে পারিশ্রমিক পান। তাঁর মতো প্রায় ৫০০ শ্রমিক এভাবে কাজ করছেন।’
স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে একটি কারখানার রংমিস্ত্রি আশিক। সে বলে, ‘পড়াশোনার পাশাপাশি কাজ করি। ওস্তাদের আন্ডারে কাজ করে দিনে সর্বনিম্ন ৪০০ টাকা আয় হয়।’
ছালাভরা গ্রামে প্রথম দিককার কারখানার একটি শরিফুল ইসলামের ‘শরিফ ফার্নিচার’। ২০ বছর আগে ঢাকা থেকে গ্রামে ফিরে এ কাজ শুরু করেন। এখন তাঁর অধীনে ৫০-৬০ জন শ্রমিক রয়েছেন। শরিফুল বলেন, ‘এখন সবাই আমাদের এই গ্রামকে “ফার্নিচার গ্রাম” বলেই চেনে।’
হারুন কাঠ ফার্নিচারের মালিক হারুন বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন আসবাব কিনতে আসেন। সরকার ঋণের ব্যবস্থা করলে অনেকে ব্যবসা বড় করতে পারবেন।
এ ব্যাপারে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার আজকের পত্রিকাকে বলেন, আসবাব তৈরির কারখানার প্রসারে ক্ষুদ্রঋণের ব্যবস্থা করা হয়েছে। কর্মসংস্থান ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে ওই গ্রামের ব্যবসায়ীরা ঋণ নিতে পারবেন। প্রয়োজনে তাঁদের উন্নত প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।
যমুনাতীরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম ছালাভরা। এই গ্রামের অধিকাংশ পরিবারের সদস্য কাঠের আসবাব তৈরির কাজে জড়িত। কেউ কাঠ কাটেন, কেউ তা দিয়ে কাঠামো তৈরি করেন। তাতে শৈল্পিক কারুকার্য ফুটিয়ে তোলেন অন্য কেউ। দীর্ঘদিন ধরে অধিকাংশ বাসিন্দা এ পেশার সঙ্গে জড়িত থাকায় মানুষের মুখে মুখে গ্রামটি পরিচিতি পেয়েছে ‘ফার্নিচার গ্রাম’ হিসেবে।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর ধরে গ্রামের বাসিন্দারা নিজেদের প্রচেষ্টায় গড়ে তুলেছেন ছোট-বড় দুই শতাধিক কারখানা। যেখানে তৈরি হয় আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, খাট, পড়ার টেবিল, সোফাসেটসহ নানা রকমের আসবাব। সাশ্রয়ী মূল্যে এসব আসবাব কিনতে ঢাকা, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলার পাইকারেরা এখানে আসেন। গ্রামেই প্রতিদিন অন্তত ১০ লাখ টাকার আসবাব বিক্রি হয়।
সম্প্রতি গ্রামটিতে গিয়ে বিভিন্ন কারখানায় মানুষের কর্মযজ্ঞ দেখা যায়। জানা যায়, সর্বনিম্ন ৫ হাজার থেকে সর্বোচ্চ দেড় লাখ টাকা মূল্যের আসবাব তৈরি হয় কারখানাগুলোয়। আসবাব তৈরিতে কাঠের জোগান আসে টাঙ্গাইল, নওগাঁ ও ময়মনসিংহের পাহাড়ি অঞ্চল থেকে। কারখানাগুলোয় অন্তত ৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আশপাশের গ্রামেও কাঠের সামগ্রীর কারখানা গড়ে উঠতে শুরু করেছে।
একটি কারখানায় আসবাবে নকশা করতে দেখা যায় শ্রমিকদের। কারিগরেরা কিছু নকশা হাতে তৈরি করছিলেন, কিছু আবার কম্পিউটারের সাহায্য নিয়ে তৈরি হচ্ছিল।
শ্রমিকেরা জানান, যন্ত্রে তৈরি নকশায় একজন গ্রাফিক ডিজাইনার প্রয়োজন। এ ধরনের নকশার চাহিদাও একটু বেশি। নকশা তৈরির পরের কাজ করেন রংমিস্ত্রি। তিনি ঘষে পলিশের পর রং করে বিক্রির উপযোগী করেন।
গ্রামের কারখানাগুলোর বেশির ভাগেরই নাম নেই। একটি কারখানার কাঠমিস্ত্রি সুজন মিয়া বলেন, ‘আগে টাঙ্গাইলে কাজ করতাম। এখন বাড়ির কাছেই কারখানা হয়েছে। এখানে তিন বছর ধরে কাজ করছি।’ শাহ আলী নামের আরেকজন বলেন, ‘চুক্তির ভিত্তিতে পারিশ্রমিক পান। তাঁর মতো প্রায় ৫০০ শ্রমিক এভাবে কাজ করছেন।’
স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে একটি কারখানার রংমিস্ত্রি আশিক। সে বলে, ‘পড়াশোনার পাশাপাশি কাজ করি। ওস্তাদের আন্ডারে কাজ করে দিনে সর্বনিম্ন ৪০০ টাকা আয় হয়।’
ছালাভরা গ্রামে প্রথম দিককার কারখানার একটি শরিফুল ইসলামের ‘শরিফ ফার্নিচার’। ২০ বছর আগে ঢাকা থেকে গ্রামে ফিরে এ কাজ শুরু করেন। এখন তাঁর অধীনে ৫০-৬০ জন শ্রমিক রয়েছেন। শরিফুল বলেন, ‘এখন সবাই আমাদের এই গ্রামকে “ফার্নিচার গ্রাম” বলেই চেনে।’
হারুন কাঠ ফার্নিচারের মালিক হারুন বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন আসবাব কিনতে আসেন। সরকার ঋণের ব্যবস্থা করলে অনেকে ব্যবসা বড় করতে পারবেন।
এ ব্যাপারে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার আজকের পত্রিকাকে বলেন, আসবাব তৈরির কারখানার প্রসারে ক্ষুদ্রঋণের ব্যবস্থা করা হয়েছে। কর্মসংস্থান ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে ওই গ্রামের ব্যবসায়ীরা ঋণ নিতে পারবেন। প্রয়োজনে তাঁদের উন্নত প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে