Ajker Patrika

১৩ বার তালিকা প্রকাশ করেও আসন ফাঁকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১০: ৪১
১৩ বার তালিকা প্রকাশ করেও আসন ফাঁকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভাগভেদে ৪ থেকে ১৩ বার মেধাতালিকা প্রকাশ করেও আসন পূরণ হচ্ছে না। ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে এখনো ১৪ শতাংশ আসন ফাঁকা রয়েছে। গত সোমবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৭ মার্চ ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর সময় মোট ১ হাজার ৪০টি আসনের মধ্যে ৮৪টি ফাঁকা ছিল। তবে ভর্তি বাতিলসহ নানা কারণে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের বিভিন্ন বিভাগ মিলিয়ে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ আসনে। এর মধ্যে ‘বি’ ইউনিটে সর্বোচ্চ ১০২ এবং ‘এ’ ও ‘সি’ ইউনিটে যথাক্রমে ৩০ ও ১১টি আসন ফাঁকা রয়েছে।

এদিকে শূন্য আসন পূরণে আগামী ৩০ মার্চ পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এরপরও আসন ফাঁকা থাকলে নতুন করে সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

উপ-উপাচার্য ড. হুমায়ুন কবির বলেন, ‘ভর্তি পরীক্ষার সভায় আমরা বুধবার (আজ) থেকে ফাঁকা আসনগুলোতে শিক্ষার্থীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি। এ ক্ষেত্রে যাঁদের মৌখিক পরীক্ষা (ভাইভা) হয়েছে, তাঁদের বিভাগ বরাদ্দ দেওয়া হবে এবং বাকিদের ভাইভার ব্যবস্থা করা হবে। এভাবে ৩০ মার্চের মধ্যে ফাঁকা আসন পূরণের ব্যবস্থা করা হবে। যদি এররপরও না হয়, তবে ৩০ তারিখ আবার সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত