আটোয়ারীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৮
Thumbnail image

পঞ্চগড়ের আটোয়ারীতে ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা সমাপ্ত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ চত্বরে গত রোববার মেলার আয়োজন করা হয়। মেলায় উপজেলার ৪০টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন স্টল দিয়ে মেলা সুসজ্জিত করে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী দিনে বিচারকদের স্টল মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টলকে বিশেষ পুরস্কার ছাড়াও প্রত্যেক স্টলকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়।

উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোবারক হুসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহেদুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত