বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ মুক্তি পাচ্ছে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধবিষয়ক দুটি ছবি। একটি সাইদুল আনাম টুটুলের জীবনের শেষ ছবি ‘কালবেলা’, অন্যটি নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’।
মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে নির্মিত ‘কালবেলা’ সরকারি অনুদান পায় ২০১৭-১৮ অর্থবছরে। ছবির শুটিংয়ের শেষ পর্যায়ে এসে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর মারা যান নির্মাতা সাইদুল আনাম টুটুল। এটাই ছিল এই গুণী নির্মাতার শেষ ছবি। রেখে যাওয়া স্বপ্ন পূরণে হাল ধরেন তাঁর সহধর্মিণী মোবাশ্বেরা খানম। মুক্তিযুদ্ধের সময়ের একজন নারীর সংগ্রামের গল্প ‘কালবেলা’। এ প্রসঙ্গে মোবাশ্বেরা খানম বলেন, ‘যুদ্ধের ভয়াবহতাকে প্রত্যক্ষভাবে আনতে চায়নি টুটুল, সেটিকে পরোক্ষ রেখে সাধারণ মানুষের আকস্মিক বিপর্যয় ও ঘুরে দাঁড়ানোর শক্তিকে বড় করে দেখাতে চেয়েছে। বিশেষ করে যুদ্ধের সময় নারীর নারীত্বই যে তাঁকে আরও বেশি বিপন্ন করে তোলে, সেটি ওর ভাবনায় স্থান পেয়েছিল।’
‘কালবেলার’ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ, শিশির, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, জুলফিকার চঞ্চল প্রমুখ। প্রযোজক মোবাশ্বেরা খানম। সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।
একই সঙ্গে আজ মুক্তি পাচ্ছে নুরুল আলম আতিকের ছবি ‘লাল মোরগের ঝুঁটি’। এ উপলক্ষে গতকাল ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে ছবির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা, অভিনেতা, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা। ২০১৫-১৬ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। নির্মাতা নুরুল আলম আতিক জানিয়েছেন, বিহারি অধ্যুষিত অবরুদ্ধ একটি শহরের গল্প লাল মোরগের ঝুঁটি। পাকিস্তানি সেনাবাহিনী এসেছে শহরের এয়ারপোর্ট মেরামতের কাজে। শহরে বাস করে অল্প কয়েকটি বাঙালি পরিবার। মুক্তিকামী এই বাঙালি পরিবারের অন্তর্গত যুদ্ধের গল্প এটি। মোরগের ডাকে যেমনি অন্ধকার শেষে নতুন ভোরের বার্তা দেয়, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণও তেমনি এক বার্তা দেয়। সেই বার্তা, সেই সময়ে বাঙালির অন্তর্গত যুদ্ধের কথা বলতে চেয়েছেন নির্মাতা।
নির্মতা নুরুল আলম আতিক বলেন, ‘এই ছবিটি আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। চেষ্টা করেছি একটি সুন্দর মুক্তিযুদ্ধের ছবি উপহার দিতে। বাকিটা বিচার করবেন দর্শক।’
ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, শিল্পী সরকার অপু, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, জয়রাজ, লায়লা হাসান প্রমুখ। পাণ্ডুলিপি কারখানার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মাতিয়া বানু শুকু। সংগীত করেছেন রাশেদ শরিফ শোয়েব।
বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ মুক্তি পাচ্ছে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধবিষয়ক দুটি ছবি। একটি সাইদুল আনাম টুটুলের জীবনের শেষ ছবি ‘কালবেলা’, অন্যটি নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’।
মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে নির্মিত ‘কালবেলা’ সরকারি অনুদান পায় ২০১৭-১৮ অর্থবছরে। ছবির শুটিংয়ের শেষ পর্যায়ে এসে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর মারা যান নির্মাতা সাইদুল আনাম টুটুল। এটাই ছিল এই গুণী নির্মাতার শেষ ছবি। রেখে যাওয়া স্বপ্ন পূরণে হাল ধরেন তাঁর সহধর্মিণী মোবাশ্বেরা খানম। মুক্তিযুদ্ধের সময়ের একজন নারীর সংগ্রামের গল্প ‘কালবেলা’। এ প্রসঙ্গে মোবাশ্বেরা খানম বলেন, ‘যুদ্ধের ভয়াবহতাকে প্রত্যক্ষভাবে আনতে চায়নি টুটুল, সেটিকে পরোক্ষ রেখে সাধারণ মানুষের আকস্মিক বিপর্যয় ও ঘুরে দাঁড়ানোর শক্তিকে বড় করে দেখাতে চেয়েছে। বিশেষ করে যুদ্ধের সময় নারীর নারীত্বই যে তাঁকে আরও বেশি বিপন্ন করে তোলে, সেটি ওর ভাবনায় স্থান পেয়েছিল।’
‘কালবেলার’ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ, শিশির, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, জুলফিকার চঞ্চল প্রমুখ। প্রযোজক মোবাশ্বেরা খানম। সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।
একই সঙ্গে আজ মুক্তি পাচ্ছে নুরুল আলম আতিকের ছবি ‘লাল মোরগের ঝুঁটি’। এ উপলক্ষে গতকাল ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে ছবির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা, অভিনেতা, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা। ২০১৫-১৬ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। নির্মাতা নুরুল আলম আতিক জানিয়েছেন, বিহারি অধ্যুষিত অবরুদ্ধ একটি শহরের গল্প লাল মোরগের ঝুঁটি। পাকিস্তানি সেনাবাহিনী এসেছে শহরের এয়ারপোর্ট মেরামতের কাজে। শহরে বাস করে অল্প কয়েকটি বাঙালি পরিবার। মুক্তিকামী এই বাঙালি পরিবারের অন্তর্গত যুদ্ধের গল্প এটি। মোরগের ডাকে যেমনি অন্ধকার শেষে নতুন ভোরের বার্তা দেয়, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণও তেমনি এক বার্তা দেয়। সেই বার্তা, সেই সময়ে বাঙালির অন্তর্গত যুদ্ধের কথা বলতে চেয়েছেন নির্মাতা।
নির্মতা নুরুল আলম আতিক বলেন, ‘এই ছবিটি আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। চেষ্টা করেছি একটি সুন্দর মুক্তিযুদ্ধের ছবি উপহার দিতে। বাকিটা বিচার করবেন দর্শক।’
ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, শিল্পী সরকার অপু, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, জয়রাজ, লায়লা হাসান প্রমুখ। পাণ্ডুলিপি কারখানার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মাতিয়া বানু শুকু। সংগীত করেছেন রাশেদ শরিফ শোয়েব।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে