বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৪: ০৯
Thumbnail image

যথাযোগ্য মর্যাদায় বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

গতকাল সকালে বাগেরহাট শহরের ডাকবাংলো ঘাটের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাগেরহাটের সর্বস্তরের মানুষ। প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বাগেরহাট জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাগেরহাট ফাউন্ডেশন ও প্রেসক্লাব। শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের গার্ড অব অনার ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের পাশে জয় বাংলা পদ্ম পুকুর বদ্ধভূমির স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা শ্রদ্ধা জানান। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযুদ্ধ সংসদসহ বিভিন্ন সরকারি ও বিভিন্ন বেসরকারি সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করে।

মঙ্গলবার সকালে ফরিদপুর শহরের কোর্ট চত্বরে অস্থায়ী মঞ্চে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠন অংশ নেয়।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের ওপর আলোচনা সভা করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।

রাজবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয়, দলীয় ও সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণা শেষে আলোচনা সভা করা হয়। সভা শেষে শোক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের লোকশেড বধ‍্যভূমিতে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিএনপি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত