সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
পোশাকশিল্পের আমদানি ও রপ্তানি জটিলতা নিরসনে বিস্ফোরণে কনটেইনারভর্তি অক্ষত পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে কাস্টমস। গত সোমবার বিকেলে চট্টগ্রাম কাস্টম হাউসের সম্মেলনকক্ষে কাস্টম কমিশনারের সঙ্গে বিজিএমইএ নেতৃবৃন্দের বৈঠকে দীর্ঘ আলোচনার পর কনটেইনারভর্তি অক্ষত পণ্য রপ্তানিতে আপত্তি নেই বলে জানান কাস্টমস কমিশনার ফখরুল আলম। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিজিএমইএর সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম খান।
বিজিএমইএর সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম খান জানান, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ-পরবর্তী দেশীয় কয়েকটি কারখানার আমদানি করা পণ্যবাহী প্রায় ৩০০ কনটেইনারের পাশাপাশি অক্ষত প্রায় ৬০০ পণ্যবাহী কনটেইনার কাস্টমসের নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে যায় পণ্য হ্যান্ডলিংয়ের কাজ। নিষেধাজ্ঞার কারণে ডিপোর পণ্য হ্যান্ডলিং কাজ বন্ধ থাকায় অনিশ্চিত হয়ে পড়ে মূল্যবান এসব কনটেইনারের ভবিষ্যৎ। পণ্য হ্যান্ডলিং বন্ধ থাকায় কাঁচামাল সংকটে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কাঁচামাল সংকটে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগে পড়েন এসব কারখানার মালিকেরা।
নজরুল ইসলাম আরও জানান, বিষয়টি নিয়ে তাঁরা বিজিএমইএর নেতৃবৃন্দ সোমবার বিকেলে কাস্টমস কমিশনার ফখরুল আলমের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দীর্ঘ আলোচনায় তাঁরা প্রসঙ্গত উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়সহ নানা ধরনের সমস্যা তুলে ধরেন। পাশাপাশি বিএম কনটেইনার ডিপোতে অক্ষত রপ্তানি চালানসমূহ দ্রুত জাহাজীকরণে জরুরিভিত্তিতে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর কাস্টমস কমিশনার বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ-পরবর্তীতে অক্ষত থাকা কনটেইনারভর্তি পণ্য রপ্তানির অনুমতি দেন।
বিএম কনটেইনার ডিপোর ঊর্ধ্বতন কর্মকর্তা ক্যাপ্টেন মাইনুল আহসান খান বলেন, বিস্ফোরণ-পরবর্তী তদন্ত ও আলামত সংগ্রহের স্বার্থে তাঁরা মূল বিস্ফোরণস্থলে থাকা ২০টি পুড়ে যাওয়া কনটেইনার ছাড়া বাকি ধ্বংসস্তূপ সরানোর ও ধোয়ামোছার কাজ শেষ করেছেন। পাশাপাশি প্রতিষ্ঠানটি পণ্য হ্যান্ডলিংয়ে প্রস্তুত রয়েছে জানিয়ে তাঁরা চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। তবে সোমবার কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে বিজিএমইএ নেতৃবৃন্দ বৈঠকে ডিপোতে থাকা কনটেইনারভর্তি অক্ষত পণ্য রপ্তানিতে কোনো ধরনের আপত্তি নেই বলে জানিয়েছেন কাস্টমস কমিশনার। ফলে আগামী শনিবার অথবা রোববার থেকে তাঁরা ডিপোতে থাকা অক্ষত কনটেইনারগুলোর হ্যান্ডলিংয়ের কাজ শুরু করবেন। দীর্ঘ নিষেধাজ্ঞার পর পণ্য হ্যান্ডলিংয়ের কাজ পুনরায় চালু হলে এই ডিপোর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্তত ১ হাজার কর্মী তাঁদের কর্ম ফিরে পাবেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস কমিশনার ফখরুল আলম বলেন, বিএম ডিপোর কার্যক্রম চালু ও বিস্ফোরণে কনটেইনারভর্তি অক্ষত পণ্য রপ্তানির অনুমতি চেয়ে ডিপো কর্তৃপক্ষের পাঠানো একটি লিখিত আবেদন তাঁরা পেয়েছেন। পাশাপাশি পণ্য হ্যান্ডলিং বন্ধ থাকায় কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় রয়েছেন জানিয়ে পণ্য ছাড়ে বেশ কয়েকজন কারখানার মালিকও আবেদন করেন। বিষয়টি নিয়ে বিজিএমইএ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। বৈঠকে বিএম কনটেইনার ডিপোর অক্ষত পোশাকশিল্পের রপ্তানি পণ্যের চালান দ্রুত জাহাজীকরণে কাস্টমস হাউসের কোনো আপত্তি নেই।
প্রসঙ্গত, ৪ জুন শনিবার রাতে ডিপোর রাসায়নিকভর্তি কনটেইনারে আগুন লাগে। খবর পেয়ে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ডিপোতে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের ৪১ মিনিট পর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের ১০ ফায়ার ফাইটারসহ ৪৯ জনের প্রাণহানি ও ২৩০ জনেরও অধিক মানুষ আহত হন। অগ্নিকাণ্ডের ঘটনার পরদিন রোববার ডিপোর সব ধরনের কার্যক্রম বন্ধে নিষেধাজ্ঞা দেয় কাস্টমস। আর সেই নিষেধাজ্ঞার কারণে অক্ষত কনটেইনারগুলো আটকে যায়। যার ফলে মূল্যবান এসব কনটেইনারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। পাশাপাশি অক্ষত অবস্থায় থাকা কনটেইনারগুলোর মধ্যে ৩০০টি কনটেইনারে থাকা দেশীয় বেশ কয়েকটি কারখানার আমদানি পণ্যের হ্যান্ডলিং বন্ধ থাকায় কাঁচামাল সংকটে উৎপাদন ব্যাহত হয়।
পোশাকশিল্পের আমদানি ও রপ্তানি জটিলতা নিরসনে বিস্ফোরণে কনটেইনারভর্তি অক্ষত পণ্য রপ্তানির অনুমতি দিয়েছে কাস্টমস। গত সোমবার বিকেলে চট্টগ্রাম কাস্টম হাউসের সম্মেলনকক্ষে কাস্টম কমিশনারের সঙ্গে বিজিএমইএ নেতৃবৃন্দের বৈঠকে দীর্ঘ আলোচনার পর কনটেইনারভর্তি অক্ষত পণ্য রপ্তানিতে আপত্তি নেই বলে জানান কাস্টমস কমিশনার ফখরুল আলম। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিজিএমইএর সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম খান।
বিজিএমইএর সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম খান জানান, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ-পরবর্তী দেশীয় কয়েকটি কারখানার আমদানি করা পণ্যবাহী প্রায় ৩০০ কনটেইনারের পাশাপাশি অক্ষত প্রায় ৬০০ পণ্যবাহী কনটেইনার কাস্টমসের নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে যায় পণ্য হ্যান্ডলিংয়ের কাজ। নিষেধাজ্ঞার কারণে ডিপোর পণ্য হ্যান্ডলিং কাজ বন্ধ থাকায় অনিশ্চিত হয়ে পড়ে মূল্যবান এসব কনটেইনারের ভবিষ্যৎ। পণ্য হ্যান্ডলিং বন্ধ থাকায় কাঁচামাল সংকটে কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কাঁচামাল সংকটে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগে পড়েন এসব কারখানার মালিকেরা।
নজরুল ইসলাম আরও জানান, বিষয়টি নিয়ে তাঁরা বিজিএমইএর নেতৃবৃন্দ সোমবার বিকেলে কাস্টমস কমিশনার ফখরুল আলমের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দীর্ঘ আলোচনায় তাঁরা প্রসঙ্গত উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়সহ নানা ধরনের সমস্যা তুলে ধরেন। পাশাপাশি বিএম কনটেইনার ডিপোতে অক্ষত রপ্তানি চালানসমূহ দ্রুত জাহাজীকরণে জরুরিভিত্তিতে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর কাস্টমস কমিশনার বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ-পরবর্তীতে অক্ষত থাকা কনটেইনারভর্তি পণ্য রপ্তানির অনুমতি দেন।
বিএম কনটেইনার ডিপোর ঊর্ধ্বতন কর্মকর্তা ক্যাপ্টেন মাইনুল আহসান খান বলেন, বিস্ফোরণ-পরবর্তী তদন্ত ও আলামত সংগ্রহের স্বার্থে তাঁরা মূল বিস্ফোরণস্থলে থাকা ২০টি পুড়ে যাওয়া কনটেইনার ছাড়া বাকি ধ্বংসস্তূপ সরানোর ও ধোয়ামোছার কাজ শেষ করেছেন। পাশাপাশি প্রতিষ্ঠানটি পণ্য হ্যান্ডলিংয়ে প্রস্তুত রয়েছে জানিয়ে তাঁরা চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। তবে সোমবার কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে বিজিএমইএ নেতৃবৃন্দ বৈঠকে ডিপোতে থাকা কনটেইনারভর্তি অক্ষত পণ্য রপ্তানিতে কোনো ধরনের আপত্তি নেই বলে জানিয়েছেন কাস্টমস কমিশনার। ফলে আগামী শনিবার অথবা রোববার থেকে তাঁরা ডিপোতে থাকা অক্ষত কনটেইনারগুলোর হ্যান্ডলিংয়ের কাজ শুরু করবেন। দীর্ঘ নিষেধাজ্ঞার পর পণ্য হ্যান্ডলিংয়ের কাজ পুনরায় চালু হলে এই ডিপোর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্তত ১ হাজার কর্মী তাঁদের কর্ম ফিরে পাবেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস কমিশনার ফখরুল আলম বলেন, বিএম ডিপোর কার্যক্রম চালু ও বিস্ফোরণে কনটেইনারভর্তি অক্ষত পণ্য রপ্তানির অনুমতি চেয়ে ডিপো কর্তৃপক্ষের পাঠানো একটি লিখিত আবেদন তাঁরা পেয়েছেন। পাশাপাশি পণ্য হ্যান্ডলিং বন্ধ থাকায় কারখানার উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় রয়েছেন জানিয়ে পণ্য ছাড়ে বেশ কয়েকজন কারখানার মালিকও আবেদন করেন। বিষয়টি নিয়ে বিজিএমইএ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। বৈঠকে বিএম কনটেইনার ডিপোর অক্ষত পোশাকশিল্পের রপ্তানি পণ্যের চালান দ্রুত জাহাজীকরণে কাস্টমস হাউসের কোনো আপত্তি নেই।
প্রসঙ্গত, ৪ জুন শনিবার রাতে ডিপোর রাসায়নিকভর্তি কনটেইনারে আগুন লাগে। খবর পেয়ে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ডিপোতে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের ৪১ মিনিট পর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের ১০ ফায়ার ফাইটারসহ ৪৯ জনের প্রাণহানি ও ২৩০ জনেরও অধিক মানুষ আহত হন। অগ্নিকাণ্ডের ঘটনার পরদিন রোববার ডিপোর সব ধরনের কার্যক্রম বন্ধে নিষেধাজ্ঞা দেয় কাস্টমস। আর সেই নিষেধাজ্ঞার কারণে অক্ষত কনটেইনারগুলো আটকে যায়। যার ফলে মূল্যবান এসব কনটেইনারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। পাশাপাশি অক্ষত অবস্থায় থাকা কনটেইনারগুলোর মধ্যে ৩০০টি কনটেইনারে থাকা দেশীয় বেশ কয়েকটি কারখানার আমদানি পণ্যের হ্যান্ডলিং বন্ধ থাকায় কাঁচামাল সংকটে উৎপাদন ব্যাহত হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে