Ajker Patrika

‘তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তরুণেরা স্বাবলম্বী হতে পারে’

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ২২ মে ২০২২, ১২: ৫৮
‘তথ্য-প্রযুক্তি ব্যবহার  করে তরুণেরা  স্বাবলম্বী হতে পারে’

তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেছেন, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তরুণেরা স্বাবলম্বী হতে পারে। তারা নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। উগ্রপন্থা থেকে যুবসমাজকে সুরক্ষায় তথ্য প্রযুক্তি একটা বড় হাতিয়ার হতে পারে। তিনি গতকাল শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পাঁচ শতাধিক তরুণ-তরুণীদের সমাগমে অনুষ্ঠিত সাব-ন্যাশনাল ইয়ুথ সামিটের প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার তথ্য প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়ে অনেক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে যুবদের তথ্য-প্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ করার জন্য প্রায় প্রতিটি অঞ্চলে কাজ করা হচ্ছে। যাতে তথ্য প্রযুক্তিকে ইতিবাচক ব্যবহারের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করতে পারে এ জন্য যুবদের উদ্বুদ্ধ করার কাজ করতে হবে। আর এ জন্য সরকারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি এবং সামাজিক সংগঠনকে ভূমিকা পালন করতে হবে।

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর আয়োজিত এই সামিটে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, ইউএনডিপির প্রকল্প পরিচালক রবার্ট স্টয়েলম্যান, নর্দান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জহিরুদ্দিন, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শরীফ আতিকুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত