শেরপুর প্রতিনিধি
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সীমান্ত সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সংস্কারকাজে নিম্নমানের নুড়ি পাথর দিয়ে সিলকোট করায় কাজ শেষ হওয়ার আগেই সিলকোট উঠে যাচ্ছে। জেলা সড়ক বিভাগ থেকে বলা হয়েছে, যদি কোনো সমস্যা থাকে আমরা দেখব।
জানা গেছে, উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া মোড় থেকে কাংশা ইউনিয়নের ছোট গজনী পর্যন্ত ৬ কিলোমিটার সড়কে সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে ৮০ লাখ টাকা। সড়ক বিভাগের তথ্যমতে, নওগাঁ জেলার ঠিকাদার আমিনুল হক কাজটি করেছেন। কিন্তু সড়কে কাজ করা শ্রমিকেরা জানিয়েছেন, সড়ক বিভাগ নিজেদের তত্ত্বাবধানে কাজটি করছে।
স্থানীয়দের অভিযোগ, সিলকোটের নামে ওই সড়কের ৬ কিলোমিটার এলাকায় নামমাত্র কাজ করা হয়েছে। যে মানের পাথর দিয়ে সিলকোট করার কথা তা করা হয়নি। কোনরকম স্থানীয় মোটা বালু দিয়ে সনাতনী পদ্ধতিতে বিটুমিন লাগিয়ে সড়কের ওপরের অংশে দেওয়া হয়েছে।
ফলে সংস্কারের কাজ করতে না করতেই উঠে পড়ছে সিলকোট। শুধু তাই নয়, ১৮ ফুট প্রশস্ত সড়কের মাঝখানে নামমাত্র সিলকোট দেওয়া হলেও দুপাশে মোটা বালুর সঙ্গে সামান্য বিটুমিন মিশিয়ে রুলিং না করে সড়কে সিলকোট ফেলে বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ফলে তা সঙ্গে সঙ্গেই উঠে যাচ্ছে।
এদিকে সড়ক বিভাগের প্রকৌশলীদের কাছে ওই সড়কে কত মিলি সিলকোট করা হয়েছে এমন তথ্য জানতে চাওয়া হলে সওজর নির্বাহী প্রকৌশলী খন্দকার শরীফুল আলম বলেছেন, ১২ মিলি সিলকোট হবে। তবে কাজের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী জানিয়েছেন, ৮ মিলি সিলকোট ধরা আছে। ১২ মিলি সিলকোটের কাজ করা হলে মূল সড়কের ওপরে কমপক্ষে ১৬ মিলি সিলকোট ফেলে রোলার করলে ১২ মিলি হবে। উচ্চতা হবে হাফ ইঞ্চি।
তবে সরেজমিন ওই সড়কে গিয়ে দেখা গেছে, হাফ ইঞ্চি তো দূরের কথা, তার অর্ধেকও কাজ হয়নি। ছোটগজনী থেকে নকশি বিজিবি ক্যাম্প পর্যন্ত সড়ক সংস্কারের নামে যা খুশি তাই করা হয়েছে। সড়কের সিলকোট ইতিমধ্যে উঠে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে মোটা বালু দিয়ে সিলকোট জ্বাল দেওয়ার সময় তা পুড়ে গেছে। সেই পোড়া সিলকোট টেককোট ছাড়াই সড়কে ঢেলে দেওয়া হয়েছে। ফলে কয়েক দিনের মধ্যেই সিলকোটের অস্তিত্ব নেই। সড়কের দুপাশের অবস্থা আরও ভয়াবহ।
কত মিলি সিলকোট দরপত্রে ধরা আছে এবং কাজের তথ্য জানতে চাইলে শেরপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (এসডি) মো. জাহিদুল ইসলাম বলেন- যতটুকু মাপার ছিল, কাজ যা ধরা ছিল সঠিক ভাবেই করা হয়েছে। আপনারা মেপে দেখুন।’
সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. লিটন হোসেন বলেন, সিলকোট কাজে থিকনেস ধরা থাকে না। গর্তে যে রাফ সারফেস থাকে সেখানেই ৮-১০ মিলি চলে যায়। আমরা টেককোট দিয়ে ওপরে বালু দিয়ে রোলার করে দেই। তিনি আরও বলেন রাংটিয়া থেকে নকশি পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক খুব ভালো আছে। তারপরে ১৫০ মিটার উঠে গেছে। সম্ভবত সিলকোট পুড়ে ফেলেছে। মিস্ত্রিকে বলেছি। ঠিক করে দেবে।
এ ব্যাপারে শেরপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. শরীফুল আলম বলেন, সিলকোট করতে গেলে অনেক গর্ত বন্ধ করতে হয়। ফলে ১২ মিলি ধরা থাকলেও অনেক জায়গায় বেশি সিলকোট ফেলতে হয়। যদি কোনো সমস্যা থাকে আমি দেখবো।
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সীমান্ত সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সংস্কারকাজে নিম্নমানের নুড়ি পাথর দিয়ে সিলকোট করায় কাজ শেষ হওয়ার আগেই সিলকোট উঠে যাচ্ছে। জেলা সড়ক বিভাগ থেকে বলা হয়েছে, যদি কোনো সমস্যা থাকে আমরা দেখব।
জানা গেছে, উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া মোড় থেকে কাংশা ইউনিয়নের ছোট গজনী পর্যন্ত ৬ কিলোমিটার সড়কে সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে ৮০ লাখ টাকা। সড়ক বিভাগের তথ্যমতে, নওগাঁ জেলার ঠিকাদার আমিনুল হক কাজটি করেছেন। কিন্তু সড়কে কাজ করা শ্রমিকেরা জানিয়েছেন, সড়ক বিভাগ নিজেদের তত্ত্বাবধানে কাজটি করছে।
স্থানীয়দের অভিযোগ, সিলকোটের নামে ওই সড়কের ৬ কিলোমিটার এলাকায় নামমাত্র কাজ করা হয়েছে। যে মানের পাথর দিয়ে সিলকোট করার কথা তা করা হয়নি। কোনরকম স্থানীয় মোটা বালু দিয়ে সনাতনী পদ্ধতিতে বিটুমিন লাগিয়ে সড়কের ওপরের অংশে দেওয়া হয়েছে।
ফলে সংস্কারের কাজ করতে না করতেই উঠে পড়ছে সিলকোট। শুধু তাই নয়, ১৮ ফুট প্রশস্ত সড়কের মাঝখানে নামমাত্র সিলকোট দেওয়া হলেও দুপাশে মোটা বালুর সঙ্গে সামান্য বিটুমিন মিশিয়ে রুলিং না করে সড়কে সিলকোট ফেলে বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ফলে তা সঙ্গে সঙ্গেই উঠে যাচ্ছে।
এদিকে সড়ক বিভাগের প্রকৌশলীদের কাছে ওই সড়কে কত মিলি সিলকোট করা হয়েছে এমন তথ্য জানতে চাওয়া হলে সওজর নির্বাহী প্রকৌশলী খন্দকার শরীফুল আলম বলেছেন, ১২ মিলি সিলকোট হবে। তবে কাজের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী জানিয়েছেন, ৮ মিলি সিলকোট ধরা আছে। ১২ মিলি সিলকোটের কাজ করা হলে মূল সড়কের ওপরে কমপক্ষে ১৬ মিলি সিলকোট ফেলে রোলার করলে ১২ মিলি হবে। উচ্চতা হবে হাফ ইঞ্চি।
তবে সরেজমিন ওই সড়কে গিয়ে দেখা গেছে, হাফ ইঞ্চি তো দূরের কথা, তার অর্ধেকও কাজ হয়নি। ছোটগজনী থেকে নকশি বিজিবি ক্যাম্প পর্যন্ত সড়ক সংস্কারের নামে যা খুশি তাই করা হয়েছে। সড়কের সিলকোট ইতিমধ্যে উঠে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে মোটা বালু দিয়ে সিলকোট জ্বাল দেওয়ার সময় তা পুড়ে গেছে। সেই পোড়া সিলকোট টেককোট ছাড়াই সড়কে ঢেলে দেওয়া হয়েছে। ফলে কয়েক দিনের মধ্যেই সিলকোটের অস্তিত্ব নেই। সড়কের দুপাশের অবস্থা আরও ভয়াবহ।
কত মিলি সিলকোট দরপত্রে ধরা আছে এবং কাজের তথ্য জানতে চাইলে শেরপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (এসডি) মো. জাহিদুল ইসলাম বলেন- যতটুকু মাপার ছিল, কাজ যা ধরা ছিল সঠিক ভাবেই করা হয়েছে। আপনারা মেপে দেখুন।’
সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. লিটন হোসেন বলেন, সিলকোট কাজে থিকনেস ধরা থাকে না। গর্তে যে রাফ সারফেস থাকে সেখানেই ৮-১০ মিলি চলে যায়। আমরা টেককোট দিয়ে ওপরে বালু দিয়ে রোলার করে দেই। তিনি আরও বলেন রাংটিয়া থেকে নকশি পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক খুব ভালো আছে। তারপরে ১৫০ মিটার উঠে গেছে। সম্ভবত সিলকোট পুড়ে ফেলেছে। মিস্ত্রিকে বলেছি। ঠিক করে দেবে।
এ ব্যাপারে শেরপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. শরীফুল আলম বলেন, সিলকোট করতে গেলে অনেক গর্ত বন্ধ করতে হয়। ফলে ১২ মিলি ধরা থাকলেও অনেক জায়গায় বেশি সিলকোট ফেলতে হয়। যদি কোনো সমস্যা থাকে আমি দেখবো।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে