দুর্গম পথে সহজ যাত্রা

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ০৮: ২৮
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১২: ১৫

পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই যুগে বদলে গেছে পাহাড়ি জনপদ। এক সময় যে সব এলাকায় সেনা নিরাপত্তায় সকাল ৯টার পর যান চলাচল শুরু হতো, এখন সেখানে দিনে-রাতে চলছে অবাধ চলাফেরা। যেসব দুর্গম এলাকায় যাওয়ার কথা চিন্তাও করা যেতো না সেখানে তৈরি হয়েছে রাস্তাঘাট, কালভার্ট-সেতু। এতে যাত্রা হয়েছে সহজ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পার্বত্য চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা বাস্তবায়িত হয়েছে। ১৫টি আংশিক বাস্তবায়িত হয়েছে। ৯টি ধারা বাস্তবায়নের কাজ চলছে।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে সরকারের চুক্তি সম্পাদিত হয়। শর্ত অনুযায়ী ১৯৯৮ সালের ১৫ জুলাই গঠিত হয় পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়। তিন জেলা পরিষদকে শক্তিশালী ও সমন্বয়ের জন্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করা হয়। গঠন করা হয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স।

বর্তমানে পার্বত্য চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। রাস্তাঘাট, কালভার্ট-সেতু, স্কুল-কলেজ-মাদ্রাসা, মসজিদ-মন্দির-কেয়াং-প্যাগোডাসহ ভৌত অবকাঠামোর হয়েছে ব্যাপক উন্নয়ন। স্থাপিত হয়েছে রাঙামাটি মেডিকেল কলেজ এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তিনটি জেলা সদরে সরকারি মহিলা কলেজ স্থাপন করা হয়েছে। খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়ায় প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য পিটিআই কেন্দ্র স্থাপিত হয়েছে।

চুক্তির সুফল সম্পর্কে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংশে প্রু চৌধুরী অপু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত বাধা উপেক্ষা করে পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন। মসজিদ-মন্দির থেকে শুরু করে কেয়াং-প্যাগোডা ও স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছেন। এ সবকিছু পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজে লাগছে। এ ছাড়া বিদ্যুতের চাহিদা মেটাতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে।’

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এতে মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে। পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। মানুষ দিনে-রাতে আসছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিল্পকলার মঞ্চে অভিনয় না করার অনুরোধ মহাপরিচালকের, ক্ষোভ জানালেন মামুনুর রশীদ

আদালতের নিরাপত্তায় বিশেষ বাহিনী চান বিচারকেরা

ইস্টার্ন রিফাইনারি: ১৮ কোটি টাকার কুলিং টাওয়ারের সবই নকল

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত