Ajker Patrika

শুঁটকিপল্লিতে লাখ টাকার ক্ষতি

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২২
শুঁটকিপল্লিতে লাখ টাকার ক্ষতি

বরগুনার তালতলী উপজেলায় মাঘের হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে আশার চর শুঁটকিপল্লিতে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে হঠাৎ বৃষ্টিতে শুঁটকির এই ক্ষতি হয়েছে বলে জানান শুঁটকিপল্লির জেলেরা। চলতি মৌসুমেই পর পর দুবার ক্ষতির মুখে পড়ল শুঁটকিপল্লি।

জানা গেছে, বরগুনার তালতলী উপজেলার আশার চর এলাকায় ২১ ব্যবসায়ীর আওতায় ৫ শতাধিক জেলে শুঁটকি আহরণ করছেন। গড়ে তোলেন পাঁচ মাসের অস্থায়ী বসতি। এসব জেলে ও ব্যবসায়ীর ২০০ থেকে ৫০০ মাচা ও মাছ শুকানোর মাঠে প্রায় ২ হাজার টন শুঁটকি ছিল। মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে চরের প্রক্রিয়াজাতের জন্য খোলা আকাশের নিচে রাখা শুঁটকির মাচাগুলো নষ্ট হয়ে গেছে। বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে মাঠে থাকা বিভিন্ন প্রকার শুঁটকি। এদিকে গত বছরের ডিসেম্বরেও ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অর্ধকোটি টাকার শুঁটকির ক্ষতি হয়। বারবার এমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়েন জেলে ও ব্যবসায়ীরা। কীভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা।

সরেজমিন সোনাকাটা ইউনিয়নের আশার চর এলাকায় দেখা গেছে, জেলেরা নষ্ট হয়ে যাওয়া শুঁটকিগুলো শুকানোর চেষ্টা করছেন। কেউ আবার শুঁটকি শুকানোর মাঠ পরিষ্কার করে নতুনভাবে প্রস্তুত করছেন। তবে মাছ নষ্ট হয়ে যাওয়ায় অলস সময় পার করছেন অনেকে।

ব্যবসায়ী রূপচান বলেন, ‘প্রতিদিনের মতোই মাঠে ও মাচায় শুঁটকি রেখে রাতে ঘুমাতে যাই। হঠাৎ মাঘের শেষ সময়ের বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে মাঠে থাকা অনেক শুঁটকি। আমার নিজের প্রায় দুই লাখ টাকার বেশি শুঁটকির ক্ষতি হয়েছে। প্রত্যেক ব্যবসায়ীর ১ থেকে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

জামাল নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘হঠাৎ মাঝরাতের বৃষ্টিতে মাচা ও মাঠে শুকানো শুঁটকি সব নষ্ট হয়ে গেছে। এতে আমাদের প্রায় দেড় লাখ টাকার শুঁটকি নষ্ট হয়েছে। এখানে ২১ ব্যবসায়ীর প্রায় ২৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।’

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, ‘এ বিষয়ে আমাদের কেউ জানায়নি। ওই ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে জানাতে বলেন। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। এরপরে দেখি কোনো সহযোগিতা করা যায় কি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত