তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলায় মাঘের হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে আশার চর শুঁটকিপল্লিতে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে হঠাৎ বৃষ্টিতে শুঁটকির এই ক্ষতি হয়েছে বলে জানান শুঁটকিপল্লির জেলেরা। চলতি মৌসুমেই পর পর দুবার ক্ষতির মুখে পড়ল শুঁটকিপল্লি।
জানা গেছে, বরগুনার তালতলী উপজেলার আশার চর এলাকায় ২১ ব্যবসায়ীর আওতায় ৫ শতাধিক জেলে শুঁটকি আহরণ করছেন। গড়ে তোলেন পাঁচ মাসের অস্থায়ী বসতি। এসব জেলে ও ব্যবসায়ীর ২০০ থেকে ৫০০ মাচা ও মাছ শুকানোর মাঠে প্রায় ২ হাজার টন শুঁটকি ছিল। মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে চরের প্রক্রিয়াজাতের জন্য খোলা আকাশের নিচে রাখা শুঁটকির মাচাগুলো নষ্ট হয়ে গেছে। বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে মাঠে থাকা বিভিন্ন প্রকার শুঁটকি। এদিকে গত বছরের ডিসেম্বরেও ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অর্ধকোটি টাকার শুঁটকির ক্ষতি হয়। বারবার এমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়েন জেলে ও ব্যবসায়ীরা। কীভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা।
সরেজমিন সোনাকাটা ইউনিয়নের আশার চর এলাকায় দেখা গেছে, জেলেরা নষ্ট হয়ে যাওয়া শুঁটকিগুলো শুকানোর চেষ্টা করছেন। কেউ আবার শুঁটকি শুকানোর মাঠ পরিষ্কার করে নতুনভাবে প্রস্তুত করছেন। তবে মাছ নষ্ট হয়ে যাওয়ায় অলস সময় পার করছেন অনেকে।
ব্যবসায়ী রূপচান বলেন, ‘প্রতিদিনের মতোই মাঠে ও মাচায় শুঁটকি রেখে রাতে ঘুমাতে যাই। হঠাৎ মাঘের শেষ সময়ের বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে মাঠে থাকা অনেক শুঁটকি। আমার নিজের প্রায় দুই লাখ টাকার বেশি শুঁটকির ক্ষতি হয়েছে। প্রত্যেক ব্যবসায়ীর ১ থেকে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
জামাল নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘হঠাৎ মাঝরাতের বৃষ্টিতে মাচা ও মাঠে শুকানো শুঁটকি সব নষ্ট হয়ে গেছে। এতে আমাদের প্রায় দেড় লাখ টাকার শুঁটকি নষ্ট হয়েছে। এখানে ২১ ব্যবসায়ীর প্রায় ২৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।’
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, ‘এ বিষয়ে আমাদের কেউ জানায়নি। ওই ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে জানাতে বলেন। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। এরপরে দেখি কোনো সহযোগিতা করা যায় কি না।’
বরগুনার তালতলী উপজেলায় মাঘের হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে আশার চর শুঁটকিপল্লিতে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে হঠাৎ বৃষ্টিতে শুঁটকির এই ক্ষতি হয়েছে বলে জানান শুঁটকিপল্লির জেলেরা। চলতি মৌসুমেই পর পর দুবার ক্ষতির মুখে পড়ল শুঁটকিপল্লি।
জানা গেছে, বরগুনার তালতলী উপজেলার আশার চর এলাকায় ২১ ব্যবসায়ীর আওতায় ৫ শতাধিক জেলে শুঁটকি আহরণ করছেন। গড়ে তোলেন পাঁচ মাসের অস্থায়ী বসতি। এসব জেলে ও ব্যবসায়ীর ২০০ থেকে ৫০০ মাচা ও মাছ শুকানোর মাঠে প্রায় ২ হাজার টন শুঁটকি ছিল। মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে চরের প্রক্রিয়াজাতের জন্য খোলা আকাশের নিচে রাখা শুঁটকির মাচাগুলো নষ্ট হয়ে গেছে। বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে মাঠে থাকা বিভিন্ন প্রকার শুঁটকি। এদিকে গত বছরের ডিসেম্বরেও ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অর্ধকোটি টাকার শুঁটকির ক্ষতি হয়। বারবার এমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়েন জেলে ও ব্যবসায়ীরা। কীভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা।
সরেজমিন সোনাকাটা ইউনিয়নের আশার চর এলাকায় দেখা গেছে, জেলেরা নষ্ট হয়ে যাওয়া শুঁটকিগুলো শুকানোর চেষ্টা করছেন। কেউ আবার শুঁটকি শুকানোর মাঠ পরিষ্কার করে নতুনভাবে প্রস্তুত করছেন। তবে মাছ নষ্ট হয়ে যাওয়ায় অলস সময় পার করছেন অনেকে।
ব্যবসায়ী রূপচান বলেন, ‘প্রতিদিনের মতোই মাঠে ও মাচায় শুঁটকি রেখে রাতে ঘুমাতে যাই। হঠাৎ মাঘের শেষ সময়ের বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে মাঠে থাকা অনেক শুঁটকি। আমার নিজের প্রায় দুই লাখ টাকার বেশি শুঁটকির ক্ষতি হয়েছে। প্রত্যেক ব্যবসায়ীর ১ থেকে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
জামাল নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘হঠাৎ মাঝরাতের বৃষ্টিতে মাচা ও মাঠে শুকানো শুঁটকি সব নষ্ট হয়ে গেছে। এতে আমাদের প্রায় দেড় লাখ টাকার শুঁটকি নষ্ট হয়েছে। এখানে ২১ ব্যবসায়ীর প্রায় ২৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।’
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, ‘এ বিষয়ে আমাদের কেউ জানায়নি। ওই ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে জানাতে বলেন। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। এরপরে দেখি কোনো সহযোগিতা করা যায় কি না।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে