Ajker Patrika

ভোটকেন্দ্রে পানি, স্থানান্তর দাবিতে স্মারকলিপি

কেশবপুর প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬: ৫৫
ভোটকেন্দ্রে পানি,  স্থানান্তর দাবিতে  স্মারকলিপি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেশবপুরের পাঁজিয়ার ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র পূর্ব নির্ধারিত স্থানে স্থানান্তর করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বর্তমান ভোটকেন্দ্রের মাঠ পানিবন্দী হওয়ার কারণে ভোট দেওয়ার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

স্মারকলিপি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি ও সাগরদত্তকাটি গ্রাম নিয়ে ৩ নম্বর ওয়ার্ড গঠিত। ওই ওয়ার্ডে প্রায় ৩ হাজার ভোটার রয়েছেন। নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবে ওই ওয়ার্ডের বেলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ব্যবহার হয়ে আসছিল। কিন্তু ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের জন্য গত জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের স্থান সাগরদত্তকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়। কিন্তু বর্তমানে বিদ্যালয়টির খেলার মাঠ পানিবন্দী হওয়ায় ভোটগ্রহণ কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

এ দিকে পূর্ব নির্ধারিত ভোটকেন্দ্র বেলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কার্যক্রম অনেক আগেই সম্পন্ন হয়েছে। এ কারণে ওই ওয়ার্ডবাসীর ভোটদানের সুবিধার্থে ও কেন্দ্রটি ওয়ার্ডের মাঝখানে থাকায় পূর্ব নির্ধারিত জায়গায় স্থানান্তরের দাবি জানানো হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ বলেন, পূর্ব নির্ধারিত ভোটকেন্দ্র বেলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত