নিখোঁজের এক দিন পর হাত-পা বাঁধা ব্যবসায়ী উদ্ধার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২২, ১২: ০৮

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে নিখোঁজের পরদিন হাত-পা বাঁধা অবস্থায় শামীম মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে নকলা বাইপাস থেকে তাঁকে অবচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তিনি নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার গ্যারেজ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন শামীম। পরে রাতে বাড়ি না ফেরায় তাঁর মোবাইল ফোনে কল করেন পরিবারের সদস্যরা। এ সময় শামীমের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে গত শুক্রবার সকালে শামীমের কোনো খোঁজ না পেয়ে তাঁর বাবা আব্দুর রাজ্জাক নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শামীমের ব্যবহৃত ফোনের সর্বশেষ লোকেশন শহরের শাহি মসজিদ কবরস্থান-সংলগ্ন ডোবার পাশে নিশ্চিত করে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হজ আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজের পরদিন গত শুক্রবার সকালে শামীমের বাবা থানায় লিখিত অভিযোগ করেন। ওই রাতেই তাঁকে হাত-পা বাঁধা ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তিনি নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর জ্ঞান ফিরে এলে পুরো ঘটনা শুনে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত