আজকের পত্রিকা ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে দুই হাজার কিলোমিটার মহাসড়কের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ সড়ক উদ্বোধন করেন। তিনি খুলনা ও টাঙ্গাইল প্রান্তের সঙ্গে যুক্ত হয়ে উন্নয়ন করা মহাসড়কের ফলে উপকারভোগী কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিব্যক্তি শোনেন।
উদ্বোধন করা নতুন দুই হাজার কিলোমিটার সড়কের মধ্যে খুলনা বিভাগের প্রায় ৩৫০ কিলোমিটার সড়ক রয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর
খুলনা: খুলনা জেলা স্টেডিয়াম প্রান্ত থেকে জাতীয় পর্যায়ের সড়ক উদ্বোধনের এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে গতকাল একসঙ্গে ২০২১ দশমিক ৫৬ কিলোমিটার উন্নয়ন করা মহাসড়ক উদ্বোধন করা হয়েছে। মোট ১৪ হাজার ৯১৪ দশমিক ৯৫ কোটি টাকা ব্যয়ে ৪৮টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন করা এ মহাসড়কগুলোর মধ্যে খুলনা বিভাগে ৩৫২ দশমিক ২৬ কিলোমিটার, ঢাকা বিভাগে ৬৫৩ দশমিক ৬৬ কিলোমিটার, চট্টগ্রাম বিভাগে ২৫৮ দশমিক ৯০ কিলোমিটার, ময়মনসিংহ বিভাগে ১৪২ দশমিক ৪৮ কিলোমিটার, সিলেট বিভাগে ১০৬ দশমিক ১৮ কিলোমিটার, বরিশাল বিভাগে ১০৭ দশমিক ২৬ কিলোমিটার, রাজশাহী বিভাগে ১৯৬ দশমিক ৮৭ কিলোমিটার এবং রংপুর বিভাগে ২০৩ দশমিক ৯৫ কিলোমিটার মহাসড়কে উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে।
বাগেরহাট: বাগেরহাট সড়ক বিভাগের চারটি সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক উদ্বোধন উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগেরহাট উদ্বোধন হওয়া সড়কগুলো হচ্ছে নওয়াপাড়া-বাগেরহাট-পিরোজপুর সড়কের ৩৯ দশমিক ৫০ কিলোমিটার, বাগেরহাট-চিতলমারী ২৪ দশমিক ৫০ কিলোমিটার, চিতলমারী-পাটগাতী (টুঙ্গিপাড়া) সড়কের ১৩ দশমিক ৮০ কিলোমিটার এবং পিঙ্গুরিয়া-তেলিগাতী-হেরমা-রামপাল-মোংলা সড়কের ৮ কিলোমিটার। এসব সড়ক নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ৩১৫ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে নওয়াপাড়া-বাগেরহাট-পিরোজপুর সড়কের জন্য ১৩৮ কোটি ৫১ লাখ টাকা, বাগেরহাট-চিতলমারী সড়কের জন্য ১২৮ কোটি ২১ লাখ টাকা এবং পিঙ্গুরিয়া-হেরমা সড়কে ৪৯ কোটি ১৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
সাতক্ষীরা: সাতক্ষীরায় ২৪ দশমিক ৮ কিলোমিটার মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি এ অনুষ্ঠানে সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম প্রমুখ।
মাগুরা: মাগুরায় উন্নয়ন করা সড়কগুলো হচ্ছে-মাগুরা সদর উপজেলার রামনগর মোড় থেকে আবালপুর পর্যন্ত ভূমি অধিগ্রহণসহ ১০.১৫ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ এবং শহরের মধ্যে ৪ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীতকরণ।
দেশের বিভিন্ন স্থানে দুই হাজার কিলোমিটার মহাসড়কের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ সড়ক উদ্বোধন করেন। তিনি খুলনা ও টাঙ্গাইল প্রান্তের সঙ্গে যুক্ত হয়ে উন্নয়ন করা মহাসড়কের ফলে উপকারভোগী কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিব্যক্তি শোনেন।
উদ্বোধন করা নতুন দুই হাজার কিলোমিটার সড়কের মধ্যে খুলনা বিভাগের প্রায় ৩৫০ কিলোমিটার সড়ক রয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর
খুলনা: খুলনা জেলা স্টেডিয়াম প্রান্ত থেকে জাতীয় পর্যায়ের সড়ক উদ্বোধনের এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে গতকাল একসঙ্গে ২০২১ দশমিক ৫৬ কিলোমিটার উন্নয়ন করা মহাসড়ক উদ্বোধন করা হয়েছে। মোট ১৪ হাজার ৯১৪ দশমিক ৯৫ কোটি টাকা ব্যয়ে ৪৮টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন করা এ মহাসড়কগুলোর মধ্যে খুলনা বিভাগে ৩৫২ দশমিক ২৬ কিলোমিটার, ঢাকা বিভাগে ৬৫৩ দশমিক ৬৬ কিলোমিটার, চট্টগ্রাম বিভাগে ২৫৮ দশমিক ৯০ কিলোমিটার, ময়মনসিংহ বিভাগে ১৪২ দশমিক ৪৮ কিলোমিটার, সিলেট বিভাগে ১০৬ দশমিক ১৮ কিলোমিটার, বরিশাল বিভাগে ১০৭ দশমিক ২৬ কিলোমিটার, রাজশাহী বিভাগে ১৯৬ দশমিক ৮৭ কিলোমিটার এবং রংপুর বিভাগে ২০৩ দশমিক ৯৫ কিলোমিটার মহাসড়কে উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে।
বাগেরহাট: বাগেরহাট সড়ক বিভাগের চারটি সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক উদ্বোধন উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগেরহাট উদ্বোধন হওয়া সড়কগুলো হচ্ছে নওয়াপাড়া-বাগেরহাট-পিরোজপুর সড়কের ৩৯ দশমিক ৫০ কিলোমিটার, বাগেরহাট-চিতলমারী ২৪ দশমিক ৫০ কিলোমিটার, চিতলমারী-পাটগাতী (টুঙ্গিপাড়া) সড়কের ১৩ দশমিক ৮০ কিলোমিটার এবং পিঙ্গুরিয়া-তেলিগাতী-হেরমা-রামপাল-মোংলা সড়কের ৮ কিলোমিটার। এসব সড়ক নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ৩১৫ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে নওয়াপাড়া-বাগেরহাট-পিরোজপুর সড়কের জন্য ১৩৮ কোটি ৫১ লাখ টাকা, বাগেরহাট-চিতলমারী সড়কের জন্য ১২৮ কোটি ২১ লাখ টাকা এবং পিঙ্গুরিয়া-হেরমা সড়কে ৪৯ কোটি ১৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
সাতক্ষীরা: সাতক্ষীরায় ২৪ দশমিক ৮ কিলোমিটার মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি এ অনুষ্ঠানে সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম প্রমুখ।
মাগুরা: মাগুরায় উন্নয়ন করা সড়কগুলো হচ্ছে-মাগুরা সদর উপজেলার রামনগর মোড় থেকে আবালপুর পর্যন্ত ভূমি অধিগ্রহণসহ ১০.১৫ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ এবং শহরের মধ্যে ৪ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীতকরণ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে