মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সন্তান প্রসব করলে নবজাতককে নতুন পোশাক আর নবজাতকের মাকে ফুলের তোড়া উপহার দেওয়া হচ্ছে। সেটা স্বাভাবিক প্রসব হোক কিংবা অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে হোক। নবজাতক ভূমিষ্ঠ হওয়ার
পর হাসপাতালে শয্যা আনলে হাসপাতাল কর্তৃপক্ষ উপহারসামগ্রী নিয়ে হাজির হচ্ছেন।
ক্লিনিক ছেড়ে গর্ভবতী নারীদের হাসপাতালমুখী করতে অভিনব এ কৌশল নিয়েছেন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস। নিজ খরচে তিনি এ উপহারসামগ্রী দিচ্ছেন। এতে খুশি হচ্ছেন নবজাতকের স্বজনেরা।
ডা. তন্ময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে মনিরামপুরে যোগ দেন গত জানুয়ারির মাঝামাঝি সময়ে। এরপর হাসপাতালে জন্ম নেওয়া ১৪ নবজাতক ও তাদের মায়েদের শুভেচ্ছা উপহার দিয়েছেন তিনি। সর্বশেষ এ উপহার পেয়েছেন বিজয়রামপুর গ্রামের শামীমা খাতুন। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ওয়ার্ডের ৫ নম্বর শয্যায় ভর্তি আছেন তিনি।
শামীমা খাতুন বলেন, ‘১৩ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছি। দুদিন পরেই সিজারের মাধ্যমে আমার কন্যা সন্তানের জন্ম হয়। আমি তৃতীয়বারের মতো মা হয়েছি। এরপর ডাক্তাররা এসে বাচ্চার জন্য নতুন পোশাক দিয়েছেন। আমারে এক তোড়া ফুল দিয়েছে। উপহার পেয়ে আমি খুশি।’
মনিরামপুর হাসপাতালে গাইনি ও অ্যানেসথেসিয়া (অজ্ঞান) চিকিৎসক নেই কয়েক বছর। চিকিৎসকের অভাবে করোনাকালীন এ হাসপাতালে মাসে একটা বা দুটো সিজার হয়েছে। কয়েক মাস আগে এখানে একজন অ্যানেসথেসিয়া (অজ্ঞান) চিকিৎসক যোগ দিলেও গাইনি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। কেশবপুর উপজেলা থেকে গাইনি চিকিৎসক আয়েশা আক্তার প্রেষণে এসে সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার মনিরামপুরে দায়িত্ব পালন করেন। রোগী থাকলে সপ্তাহে তিন দিন সিজার হয় এ হাসপাতালে। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ সেবিকা বন্দনা নন্দী বলেন, ‘অনেক বছর ধরে এখানে সিজার হয়, কিন্তু মা ও শিশুকে উপহার দিতে আগে কখনো দেখিনি। তন্ময় স্যার এটা চালু করেছেন। উদ্যোগটি খুবই ভালো। এতে হাসপাতালের প্রতি রোগীদের আগ্রহ বাড়বে।’
ডা. তন্ময় বিশ্বাস বলেন, ‘আমি মনিরামপুরে যোগ দেওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে ৬ জন ও স্বাভাবিকভাবে ৮ জন গর্ভবতী নারী সন্তান প্রসব করেছেন। হাসপাতালে জন্ম নেওয়া প্রত্যেক নবজাতক এবং মাকে আমি নিজস্ব উদ্যোগে উপহার দিচ্ছি।’
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সন্তান প্রসব করলে নবজাতককে নতুন পোশাক আর নবজাতকের মাকে ফুলের তোড়া উপহার দেওয়া হচ্ছে। সেটা স্বাভাবিক প্রসব হোক কিংবা অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে হোক। নবজাতক ভূমিষ্ঠ হওয়ার
পর হাসপাতালে শয্যা আনলে হাসপাতাল কর্তৃপক্ষ উপহারসামগ্রী নিয়ে হাজির হচ্ছেন।
ক্লিনিক ছেড়ে গর্ভবতী নারীদের হাসপাতালমুখী করতে অভিনব এ কৌশল নিয়েছেন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস। নিজ খরচে তিনি এ উপহারসামগ্রী দিচ্ছেন। এতে খুশি হচ্ছেন নবজাতকের স্বজনেরা।
ডা. তন্ময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে মনিরামপুরে যোগ দেন গত জানুয়ারির মাঝামাঝি সময়ে। এরপর হাসপাতালে জন্ম নেওয়া ১৪ নবজাতক ও তাদের মায়েদের শুভেচ্ছা উপহার দিয়েছেন তিনি। সর্বশেষ এ উপহার পেয়েছেন বিজয়রামপুর গ্রামের শামীমা খাতুন। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ওয়ার্ডের ৫ নম্বর শয্যায় ভর্তি আছেন তিনি।
শামীমা খাতুন বলেন, ‘১৩ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছি। দুদিন পরেই সিজারের মাধ্যমে আমার কন্যা সন্তানের জন্ম হয়। আমি তৃতীয়বারের মতো মা হয়েছি। এরপর ডাক্তাররা এসে বাচ্চার জন্য নতুন পোশাক দিয়েছেন। আমারে এক তোড়া ফুল দিয়েছে। উপহার পেয়ে আমি খুশি।’
মনিরামপুর হাসপাতালে গাইনি ও অ্যানেসথেসিয়া (অজ্ঞান) চিকিৎসক নেই কয়েক বছর। চিকিৎসকের অভাবে করোনাকালীন এ হাসপাতালে মাসে একটা বা দুটো সিজার হয়েছে। কয়েক মাস আগে এখানে একজন অ্যানেসথেসিয়া (অজ্ঞান) চিকিৎসক যোগ দিলেও গাইনি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। কেশবপুর উপজেলা থেকে গাইনি চিকিৎসক আয়েশা আক্তার প্রেষণে এসে সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার মনিরামপুরে দায়িত্ব পালন করেন। রোগী থাকলে সপ্তাহে তিন দিন সিজার হয় এ হাসপাতালে। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ সেবিকা বন্দনা নন্দী বলেন, ‘অনেক বছর ধরে এখানে সিজার হয়, কিন্তু মা ও শিশুকে উপহার দিতে আগে কখনো দেখিনি। তন্ময় স্যার এটা চালু করেছেন। উদ্যোগটি খুবই ভালো। এতে হাসপাতালের প্রতি রোগীদের আগ্রহ বাড়বে।’
ডা. তন্ময় বিশ্বাস বলেন, ‘আমি মনিরামপুরে যোগ দেওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে ৬ জন ও স্বাভাবিকভাবে ৮ জন গর্ভবতী নারী সন্তান প্রসব করেছেন। হাসপাতালে জন্ম নেওয়া প্রত্যেক নবজাতক এবং মাকে আমি নিজস্ব উদ্যোগে উপহার দিচ্ছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে