Ajker Patrika

১৫ ইউপির সাতটিতে নৌকার পরাজয়

সিলেট সংবাদদাতা
১৫ ইউপির সাতটিতে নৌকার পরাজয়

কেন্দ্র দখল, প্রভাব বিস্তার বা জাল ভোটের কোনো অভিযোগ ছাড়াই শেষ হয়েছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। গত সোমবার অনুষ্ঠিত নির্বাচনে সিলেট জেলায় নৌকার জয়জয়কার। জেলার পাঁচ উপজেলার ১৫ ইউপির মধ্যে আটটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও চারটিতে স্বতন্ত্রের ব্যানারে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।

ষষ্ঠ ধাপে জেলার ওসমানীনগর উপজেলার আটটি ইউপির মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ, দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্রের ব্যানারে অংশ নেওয়া বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। উপজেলার উমরপুর ইউপিতে আওয়ামী লীগের মো. গোলাম কিবরিয়া, সাদিপুরে আওয়ামী লীগের সাহেদ আহমদ মুছা, বুরুঙ্গাবাজারে আওয়ামী লীগের আখলাকুর রহমান, গোয়ালাবাজারে আওয়ামী লীগের পীর মজনু, উছমানপুরে আওয়ামী লীগের ওয়ালী উল্লাহ বদরুল, পশ্চিম পৈলনপুরে আওয়ামী লীগের বিদ্রোহী গোলাম রব্বানী চৌধুরী সুমন, তাজপুরে আওয়ামী লীগের বিদ্রোহী অরুনোদয় পাল ঝলক ও দয়ামীরে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে বিএনপি নেতা এসটিএম ফখর উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া দক্ষিণ সুরমার তেতলী ইউপিতে স্বতন্ত্রের ব্যানারে বিএনপি নেতা মো. অলিউর রহমান অলি ও কামালবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একরামুল হক নির্বাচিত হয়েছেন। বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আরশ আলী ও লামাকাজি ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে বিএনপির নেতা কবীর হোসেন ধলা মিয়া জয়ী হয়েছেন।

গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউপিতে আওয়ামী লীগের নজরুল ইসলাম ও পশ্চিম আলীরগাঁও ইউপিতে আওয়ামী লীগের গোলাম কিবরিয়া হেলাল বিজয়ী হয়েছেন। এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিমপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে বিএনপি সমর্থক জিয়াদ আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত