চন্দনাইশে ড্রাগন ফলে স্বপ্ন বুনছেন চাষিরা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১২: ৩০
Thumbnail image

দেশের বিভিন্ন অঞ্চলের মতো চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ। উপজেলায় এ পর্যন্ত সাতটি ড্রাগনবাগান সম্পূর্ণ সরকারি খরচে সাতজনকে দেওয়া হয়েছে। ড্রাগন ফলের চাষ লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে এটি চাষে আগ্রহী হচ্ছেন অনেক চাষি। প্রতি কেজি ড্রাগন ফল ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান চাষিরা।

এ ফলটির বেশির ভাগ চাষি সফল হয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। জনপ্রতিনিধিদের পাশাপাশি শখের বসে হাশিমপুর সৈয়দাবাদ পাহাড়ে ২০১৯ সালে ১৫০টি খুঁটিতে ড্রাগন চারা রোপণ করেন। পর্যায়ক্রমে ১৮৭টি খুঁটির ড্রাগনগাছ থেকে প্রতিবছরের মতো গতবার প্রায় ছয় লক্ষাধিক টাকার ফল বিক্রি করেন। চারা রোপণের সাত থেকে আট মাসের মাথায় গাছে ফল আসা শুরু হয়। ফলের চেহারা ও স্বাদে মুগ্ধ হন চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।

এ ব্যাপারে আবদুল জব্বার চৌধুরী বলেন, প্রথমে তিনি ছৈয়দবাদ পাহাড়ে ১৫০টি ড্রাগনগাছের চারা রোপণ করেন। চারা রোপণের সাত থেকে আট মাসের মাথায় গাছে ফল এলে তিনি এই চাষাবাদের প্রতি আরও আগ্রহী হন। প্রতি কেজি ড্রাগন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। চট্টগ্রাম শহরের রেয়াজ উদ্দিন বাজারের পাইকার এসে এই ফল নিয়ে যান। গত বছর ১৮৭টি গাছ থেকে প্রায় ৬ লাখ টাকার ফল বিক্রি করেন তিনি। এরপর জানুয়ারিতে একই পাহাড়ে ১২০ শতক জায়গাজুড়ে ড্রাগন ফলের চারা রোপণ করেন।

চেয়ারম্যান আরও বলেন, ‘চারা রোপণের মাত্র সাত মাসেই গাছে ফল আসে। গাছগুলোর যত্ন নিতে থাকি। এই গাছে তেমন সার ও ওষুধ দেওয়ার প্রয়োজন হয় না। শুধু আগাছা পরিষ্কার ও ছত্রাকনাশক দিলেই ভালো ফল পাওয়া যায়। বর্তমানে ৮৮৭টি খুঁটিতে আমার ড্রাগন গাছ রয়েছে। প্রতিদিনই দর্শনার্থীরা ড্রাগনবাগানে ঘুরতে আসেন। অনেকে আমার দেখাদেখি ড্রাগন চাষ শুরুর প্রস্তুতি নিয়েছেন।’

উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএনও) স্মৃতি রানী সরকার বলেছেন, পাহাড়ি এলাকা ড্রাগন চাষের জন্য উপযোগী। চন্দনাইশের হাশিমপুর, লট-এলাহাবাদ, দোহাজারী লালুটিয়া, ধোপাছড়িসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ড্রাগনের চাষ শুরু করেছেন অনেকে। এই পর্যন্ত সাতটি ড্রাগনবাগান সম্পূর্ণ সরকারি খরচে সাতজনকে দেওয়া হয়েছে। ড্রাগন চাষ লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে এটি করার জন্য চাষিদের উৎসাহ দিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত