ব্ল্যাক আউট ও মোমবাতি প্রজ্বালন

মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ০৮: ০৫
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪: ৫০

মাগুরা হানাদার মুক্ত দিবস উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় শহরে ব্ল্যাক আউট ও মোমবাতি প্রজ্বালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এবং ভায়নার মোড় এলাকায় এক মিনিটের জন্য ব্ল্যাক আউট করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মোমবাতি জ্বালিয়ে দিবসটি উদ্‌যাপন করে।

মাগুরার মুক্তিযুদ্ধ গবেষক ডা. তাসিকুজ্জামান বলেন, মাগুরা মুক্ত দিবসটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ইতিহাস। যশোর মুক্ত দিবস ৬ ডিসেম্বর এবং এ মহকুমার অধীনে মাগুরা জেলা পরেরদিন হানাদারমুক্ত হয় যা এই এলাকার মুক্তিযুদ্ধ ইতিহাসে একটি তাৎপর্যময় দিন। নতুন প্রজন্ম এই দিনটির যথাযথ ইতিহাস জানবে সেই সঙ্গে দেশের প্রতি মমত্ববোধ ও ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমরা প্রত্যাশা করি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত