Ajker Patrika

তামাক চাষ নিয়ন্ত্রণে ভুট্টাবীজ বিতরণ

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬: ৪০
তামাক চাষ নিয়ন্ত্রণে ভুট্টাবীজ বিতরণ

তামাক চাষ নিয়ন্ত্রণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও ভুট্টাবীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে এসব সার ও বীজ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহম্মেদসহ বিভিন্ন ব্লকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২০ জন কৃষকের মধ্যে ৩ হাজার ৬০০ কেজি ডিএপি ও এমওপি সার ও ২৪০ কেজি ভুট্টাবীজ বিতরণ করা হয়। এতে প্রতিজন কৃষকের মধ্যে ৩০ কেজি সার ও ২ কেজি ভুট্টাবীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার জানান, কৃষি প্রণোদনার অংশ হিসেবে এসব সার ও বীজ বিতরণ করা হয়েছে। পাহাড়ে তামাক চাষ নিয়ন্ত্রণে এই প্রণোদনা সহায়ক ভূমিকা রাখবে। এ বছর ২৫০ বিঘা জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভুট্টা চাষ পরিবেশের জন্য যেমন উপকারী তেমনি লাভজনক। ভবিষ্যতে আরও বড় পরিসরে ভুট্টা চাষের প্রকল্প নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত