হিলি (দিনাজপুর) প্রতিনিধি
মাঘের আকস্মিক বৃষ্টিতে দিনাজপুরের হিলিতে ২৫০ হেক্টর জমির আলুখেতে পানি জমেছে। এতে গাছ মরে আলুতে পচন ধরার আশঙ্কা করছেন কৃষক। একই অবস্থা সরিষাখেতেরও। এতে আলু ও সরিষার উৎপাদন খরচ ওঠানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে হিলিতে বৃষ্টিপাত শুরু হয়ে তা শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকে। বিকেল বৃষ্টি ছেড়ে যাওয়ার পর রাত সাড়ে ৮টা থেকে আবারও বৃষ্টি শুরু হয়। সারা রাতই থেমে থেমে বৃষ্টি হয়।
হিলির ইসমাইলপুরের কৃষক রোকন আলী বলেন, ‘এক বিঘা জমিতে আলু আবাদ করতে ১৫-২০ হাজার টাকার মতো খরচ হয়েছে। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দিনভর বৃষ্টিপাতের কারণে আলুখেতে পানি জমেছে। আর কয়েক দিন পরে এসব আলু ওঠানোর কথা ছিল। অসময়ের বৃষ্টিতে সব শেষ হয়ে গেল।’
কৃষক মোস্তাক আলী বলেন, ‘আর কয়েক দিনের মধ্যেই আলু তোলা শুরু হতো। হঠাৎ বৃষ্টিতে আলুখেতে পানি জমে থই থই করছে। লাভের আশায় যে টাকা খরচ করে আলু আবাদ করেছি তার এক টাকাও পাওয়া যাবে না। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।’
অপর কৃষক আব্দুল আলিম বলেন, ‘খেয়ে না খেয়ে ধার দেনা করে এবার তিন বিঘা জমিতে আলু লাগিয়েছিলাম, কিন্তু এখন কি করব সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি।’
সরিষা চাষি বাবুল হোসেন বলেন, ‘সরিষাখেতে পানি জমে গেছে, গাছগুলো সব হেলে পড়েছে। এতে লাভের আশায় সরিষা চাষ করে এখন লোকসানের মুখে পড়তে হচ্ছে।’
হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা বলেন, ‘উপজেলায় ২৫০ হেক্টর জমির আলুখেতে পানি জমেছে। এ ছাড়া কিছু সরিষা ও গমের জমিতে পানি জমে আছে। খেত থেকে দ্রুত পানি বের করে দিতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। দ্রুত সময়ে পানি বের করা গেলে এবং আর বৃষ্টি না হলে তেমন একটা সমস্যা হবে না। তবে খেতে পানি জমায় আলুর ক্ষেত্রে লেটব্রাইট রোগ দেখা দিতে পারে।’
আবহাওয়া অধিদপ্তর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, গতকাল শনিবার দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ, গতিবেগ ঘণ্টায় চার-পাঁচ কিলোমিটার।’
মাঘের আকস্মিক বৃষ্টিতে দিনাজপুরের হিলিতে ২৫০ হেক্টর জমির আলুখেতে পানি জমেছে। এতে গাছ মরে আলুতে পচন ধরার আশঙ্কা করছেন কৃষক। একই অবস্থা সরিষাখেতেরও। এতে আলু ও সরিষার উৎপাদন খরচ ওঠানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে হিলিতে বৃষ্টিপাত শুরু হয়ে তা শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকে। বিকেল বৃষ্টি ছেড়ে যাওয়ার পর রাত সাড়ে ৮টা থেকে আবারও বৃষ্টি শুরু হয়। সারা রাতই থেমে থেমে বৃষ্টি হয়।
হিলির ইসমাইলপুরের কৃষক রোকন আলী বলেন, ‘এক বিঘা জমিতে আলু আবাদ করতে ১৫-২০ হাজার টাকার মতো খরচ হয়েছে। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দিনভর বৃষ্টিপাতের কারণে আলুখেতে পানি জমেছে। আর কয়েক দিন পরে এসব আলু ওঠানোর কথা ছিল। অসময়ের বৃষ্টিতে সব শেষ হয়ে গেল।’
কৃষক মোস্তাক আলী বলেন, ‘আর কয়েক দিনের মধ্যেই আলু তোলা শুরু হতো। হঠাৎ বৃষ্টিতে আলুখেতে পানি জমে থই থই করছে। লাভের আশায় যে টাকা খরচ করে আলু আবাদ করেছি তার এক টাকাও পাওয়া যাবে না। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।’
অপর কৃষক আব্দুল আলিম বলেন, ‘খেয়ে না খেয়ে ধার দেনা করে এবার তিন বিঘা জমিতে আলু লাগিয়েছিলাম, কিন্তু এখন কি করব সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি।’
সরিষা চাষি বাবুল হোসেন বলেন, ‘সরিষাখেতে পানি জমে গেছে, গাছগুলো সব হেলে পড়েছে। এতে লাভের আশায় সরিষা চাষ করে এখন লোকসানের মুখে পড়তে হচ্ছে।’
হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা বলেন, ‘উপজেলায় ২৫০ হেক্টর জমির আলুখেতে পানি জমেছে। এ ছাড়া কিছু সরিষা ও গমের জমিতে পানি জমে আছে। খেত থেকে দ্রুত পানি বের করে দিতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। দ্রুত সময়ে পানি বের করা গেলে এবং আর বৃষ্টি না হলে তেমন একটা সমস্যা হবে না। তবে খেতে পানি জমায় আলুর ক্ষেত্রে লেটব্রাইট রোগ দেখা দিতে পারে।’
আবহাওয়া অধিদপ্তর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, গতকাল শনিবার দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ, গতিবেগ ঘণ্টায় চার-পাঁচ কিলোমিটার।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে